সিডিএন ( কনটেন্ট ডেলিভারী নেটওয়ার্ক ) কি ?

আস সালামু আলাইকুম!

আমরা সবাই চাই নিজেদের ওয়েবসাইটটা যেন আরো দ্রুত লোড হয়ে এবং লোডিং সমস্যার কারনে ভিজিটর যেন বিরক্ত না হয়। একারনে অনেকে অনেক ধরণের ট্রিক্স করেন ওয়েবের দ্রুততার জন্য। এবং সাটের লোডিং টাইম এসইও এর ক্ষেত্রেও প্রভাব ফেলে।

একজন ইউজার যখন কোন ওয়েবসাইটে প্রবেশ করেন তখন তার কাছে থেকে সেই ওয়েবের সার্ভারে রিকোয়েস্ট যায়, কিন্তু সাধারন সার্ভারগুলো সেটা হ্যান্ডেল করতে পারে। তবে যদি এমন হয় যে হাজার হাজার বা লাখ লাখ ইউজার একই সময় একটা ওয়েবসাইটে ভিজিট করে তাহলে সেই সাইটের সার্ভারে অনেক বেশি চাপ পড়ে। ফলে সে সাইট স্লো হয়ে যায় অথবা ক্র্যাশ করে। কারণ সাধারন ওয়েব সার্ভারগুলো এই চাপ নিতে সক্ষম থাকে না।

এই সমস্যার সমাধানের জন্য সিডিএন বা কনটেন্ট ডেলিভারী নেটওয়ার্ক এর সূচনা। এটা হল এমন একটি সিস্টেম যেটা ওয়েব সার্ভারের উপর থেকে চাপ কমিয়ে দেয়। ফলে সাইট লোড হয় আরো দ্রুত।

সিডিএন

সিডিএন এর কাজ হল ওয়েবসার্ভারের তথ্য, ভিডিও, ছবি বা স্ক্রিপ্ট ইত্যাদি নিজস্ব ক্লাউড সার্ভারে ক্যাশ করে রাখা। তো যখন সে ওয়েব সাইটে কোন ভিজিটর প্রবেশ করে, তখন ভিজিটরের রিকোয়েস্ট শুধু মেইন সার্ভারে যায় কিন্তু ওয়েবসাইটের  তথ্য, ভিডিও, ছবি বা স্ক্রিপ্ট ইত্যাদি মেইন  সার্ভার থেকে লোড না হয়ে সিডিএন এর ক্লাউড সার্ভার থেকে ( যেটা  ভিজিটরের সবচেয়ে নিকটে রয়েছে সেটা থেকে ) ভিজিটরের কম্পিউটারে লোড হয়ে। একারনে মেইন সার্ভারে চাপ কম পড়ে এবং মেইন সার্ভারের গতি ঠিক থাকে।

বিশ্বের বড় বড় ওয়েব সাইটগুলো সিডিএন ব্যবহার করে। যেমন ফেসবুক ব্যবহার করে এফবিসিডিএন ডট কম নামে তাদের নিজস্ব সিডিএন।

ওয়েব হোস্টিং এর মত সিডিএন ও টাকা দিয়ে নিতে হয়। তবে অনেক ফ্রী সার্ভিসও আছে। ফ্রী গুলোর মধ্যে আমার ব্যক্তিগত ভাবে ভালো লাগে ক্লাউড ফ্লেয়ার এটা ২ গিগাবাইট ব্যান্ডউইথ ফ্রী দেয় । এমাজনের সিডিএন সার্ভিস  টাও ভালো , এটা ৫ গিগা বাইট পর্যন্ত ফ্রি পাওয়া যায়, তবে এমাজনে পেমেন্ট ভেরিফাই করা থাকতে হয়।

( লেখাটি পরীক্ষামূলক ভাবে লেখা হয়েছে। প্রথম প্রকাশ http://projuktiblog.com/?p=166        )

Level 2

আমি rabiul islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 120 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মোঃ রবিউল ইসলাম। একজন তালিবুল ইলম।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

http://www.cloudflare.com এ রেজিস্টেসন করলাম Update your name servers এ isla.ns.cloudflare.com এবং mark.ns.cloudflare.com ডিএনএস দিতে বলছে কিন্তু এই ডিএনএস usage করলে original hosting এর ডিএনএস কোথাই ব্যবহার করব।

    Level 2

    @হার্ড-এ্যটাক: আপনার হোস্টিং এর ডিএনএস ব্যবহার করার প্রয়োজন হবে না। ক্লাউড ফ্লেয়ারের ডিএনএস ব্যবহার করুন, তাহলেই সাইট আরামসে চলবে। আর এতে অতিরিক্ত লাভ হবে যে আপনার ব্যন্ডউইথ ( যদি কিনে থাকেন তাহলেতো কথাই নেই ) অনেকাংশে বাঁচবে। ( আর সমস্যা হলে { হওয়ার তো কথা না } পরে পরিবর্তন করতে পারবেন )। দেখুন, এই সাইটটিতেও http://projuktiblog.com/ আমি ক্লাউড ফ্লেয়ারের ডিএনএস ব্যবহার করছি।