হট লিংকিং কি? কিভাবে ব্যান্ডউইথ চুরি বন্ধ করবেন?

খুব সহজেই এক ওয়েবসাইটের ছবি, এনিমেশন বা অন্য কোন কনটেন্ট অন্য সাইটে ব্যবহার করা যায়। আর এ প্রক্রিয়ায়ই একজনের সারভার অন্যজন ব্যবহার করে। এটাকে বলে হটলিংকিং । ওয়বের কনটেন্টগুলোর জন্য প্রতিমাসে সারভার খরচ আছে। আর এই কনটেন্টগুলো সহজেই কপি-পেষ্ট করে অন্যে ব্যবহার করতেই পারে। তবে আপনার সারভারে রক্ষিত কোন ছবি যাতে অন্যের সাইটে ব্যবহৃত না হয় সে জন্য অবশ্য বেশ কিছু উদ্যোগ নিতে পারেন।

যাদের হোষ্টিং এ সি-প্যানেল সংযুক্ত আছে তারা সহজেই হট লিংকিং বন্ধ করতে পারেন। সি প্যানেলের সিকিউরিটি> হটলিংকিং এ যান।

নিচের মতো উইনডো প্রদর্শিত হবে

এখানে কোন কোন সাইট থেকে ছবিগুলো ব্যবহারের অনুমোতি দেওয়া যাবে তার তালিকা যুক্ত করুন। এবং কোন কোন ফরমেটের ফাইলগুলো ব্যবহারে বাধা থাকবে তাও লিখে দিতে হবে।

যাদের হোষ্টিং এ সি-প্যানেল নাই বা ওয়েবসারভারে এই পদ্ধতি নাই তারা সরাসরি .htaccess ফাইলটিতে নিচের মতো কোড সংযুক্ত করেও হটলিংকিং বন্ধ করতে পারেন।
RewriteEngine On
RewriteCond %{HTTP_REFERER} !^http://(.+\.)?mysite\.com/ [NC]
RewriteCond %{HTTP_REFERER} !^$
RewriteRule .*\.(jpe?g|gif|bmp|png)$ http://img148.imageshack.us/img148/237/hotlinkp.gif [L]

পোষ্টটি সর্ব প্রথম ক্যাসপার উইন্ডোতে প্রকাশিত।

Level 0

আমি Aehtasham007। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস