বিস্-মিল্লাহির রাহমানির রাহীম । প্রথমে সবাই কে সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ! সালামটা গ্রহণ করবেন । আপনারা সবাই কেমন আছেন । আশা করি ভালো আছেন । আপনাদের দোয়াই আমিও ভালো আছি । আমি আজকে দেখাব কীভাবে আপনার ব্লগ অথবা
ওয়েবসাইট পিপীলিকা সার্চ ইঞ্জিনে যোগ করবেন । আমরা বাংলাদেশী আর এত দিন আমাদের কোন সার্চ ইঞ্জিন ছিলনা কিন্তু এখন আমাদের দেশের তরুণরা আমাদের জন্য একটি সম্পূর্ণ বাংলা সার্চ ইঞ্জিন তৈরি করে । আর তার নাম পিপীলিকা । এটির ঠিকানা : http://pipilika.com/ । এটি আমাদের গর্ব । এত দিন আমরা বিভিন্ন সার্চ ইঞ্জিনে বাংলা ব্যবহার করেছি কিন্তু সম্পূর্ণ বাংলা পাই নি । আর এটা আমাদের দেশে সার্চ ইঞ্জিন । এটা প্রথম বাংলাদেশের সার্চ ইঞ্জিন । আমরা পিপীলিকা ডট কম এ গিয়ে আমাদের ব্লগ অথবা ওয়েবসাইট সার্চ দিলে আমাদের ব্লগ অথবা ওয়েবসাইট আসে না । কারণ তাদের সার্চ ইঞ্জিনে আমাদের ব্লগ অথবা ওয়েবসাইট যোগ করা নেই । আর তারা আমাদের ব্লগ অথবা ওয়েবসাইট তাদের সার্চ ইঞ্জিনে যোগ করার জন্য একটি সুযোগ করে দিয়েছে । আপনি আপনার ব্লগ অথবা ওয়েবসাইট এর সব তথ্য তাদের কাছে দিবেন আর তারা আপনার ব্লগ অথবা ওয়েবসাইট তাদের সার্চ ইঞ্জিনে যোগ করে নিবে । তাহলে এবার কাজে আসি । নিচের লিখা গুলো অনুসরণ করে আপনার ব্লগ অথবা ওয়েবসাইট পিপীলিকা সার্চ ইঞ্জিনে যোগ করে নিন ঃ
১। প্রথমে পিপীলিকায় যান http://www.pipilika.com/ ।
২। তার পর ''আপনার ওয়েবসাইট যোগ করুন '' এ ক্লিক করুন ।
৩। এর পর ''নাম'' এ দিন আপনার ব্লগ অথবা ওয়েবসাইটের নাম অথবা আপনার নাম ।
৪। তার পর ''ইমেইল'' এ আপনার ইমেইল টি দিন ।
৫। এর পর '' ফোন '' এ দিন আপনার ফোন নাম্বার ।
৬। তার পর ''ওয়েবসাইট'' এ দিন আপনি যে ব্লগ অথবা ওয়েবসাইট যোগ করবেন তার লিঙ্ক দিন ।
৭। এর পর ''প্রকার'' এ দিন আপনার ওয়েবসাইট টি কোন প্রকারের সেটা দিন ।
৮। তার পর ''মন্তব্য '' আপনার ব্লগ অথবা ওয়েবসাইট সম্পর্কে আপনার মন্তব্য দিন ।
৯। এবার প্রেরণ করুন এ ক্লিক করুন ।
এবার তাদের কাছে আপনার ব্লগ অথবা ওয়েবসাইট টি যাবে এবং তারা আপনার ব্লগ অথবা ওয়েবসাইট টি তাদের সার্চ ইঞ্জিনে যোগ করবে ।
যদি এভাবে বুঝতে সমস্যা হয় তাহলে চিত্রে দিখুন ।
নিচের চিত্র টি দেখুনঃ
যদি এইখানে না বুঝেন তাহলে এই লিঙ্ক এ যান http://techtuneser.blogspot.com/2013/04/blog-post_20.html ।
আজ এই পর্যন্ত থাক অন্য দিন অন্য বিষয় নিয়ে লিখব । ধন্যবাদ সবাইকে । যদি ভালো লাগে তাহলে কমেন্ট করুন । আর যদি কোন সমস্যা হয় তাহলেও কমেন্ট করুন । ভালো থাকুন সুস্থু থাকুন ।
আমি shifat rahaman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ