website developer এবং ভালমানের ফ্রিলেন্সারদের জন্য পোস্টটি

আসসালামু আলাইকুম ভাইজানেরা।

আশা করি সবাই ভালই আছেন।
কিন্তু আমি ভালনাই :'(
বিগত দেড়বছর আগে PTC নামের এক জন্তু আমাকে আফ্রিকান বাঁশ দিয়েছিল।


ক্লিক করতে করতে করতে করতে আমার কম্পিউটারের গ্যাস্ট্রিক হইয়া গেছিলো।

৬০হাজার টাকা গচ্ছা খাইছিলাম।

অনেক বড় ভায়েরাতো লক্ষ লক্ষ টাকা গচ্ছা খাইছে।
কিন্তু আমার মতো একটা পিচ্চি পোলার কাছে ৬০ হাজার টাকাই অনেক কিছু।মাত্র SSC শেষ কইরা ৬০হাজার টাকা লইয়া মাঠে নামছিলাম বাঁশ খাইতে। তো বুঝতেই পারতাছেন।এই টাকার শোকে কলেজে ভর্তি হইনাই।এই বছর ইন শা আল্লাহ ভর্তি হবো।
বিভিন্ন PTC সাইট শেষ কইরা বাঁশ খাওয়ার পর মনের ভিতর একটা খিচ তৈরি হইলো অনলাইনে যেমনেই হক আয় করুম।।
বুনতে শুরু করলাম স্বপ্ন।
মাঠে নামলাম জীবন যুদ্ধে সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষে।
অনেক টিউটোরিয়াল ব্লগসাইট ঘুরে ঘুরে নিজে নিজেই শিখলাম HTML,HTML5,CSS,CSS3..আর কিছুটা jQuery..
চলে গেলাম সরাসরি oDesk এ ।
বিড করতেই থাকলাম।
কিন্তু কাজ পাইনাআআআআআআআআআ।। :'(
৫ মাস ধরে আমার oDesk ব্যালেন্স 0.0$ USD
কিন্তু আমি হাল ছাড়তে নারাজ। -_-
কিন্তু
আমি একজন ওয়েবসাইট ডেভেলপার হয়ে oDesk এ কাজ করতে চাই
আমি জানি আমি একদিন সাকসেস হবোই।
আই হ্যাঁভ ফুল অফ কনফিডেনট। B|
এখনও জীবন যুদ্ধ করেই যাচ্ছি।কিন্তু আমার নিজের ভুলগুলোর কারনে ফ্রিলেন্সিং ক্যারিয়ার develop করতে পারছিনা।
আমি জানি এই সাইটে অনেক ভালমানের ওয়েবসাইট ডেভেলপার ও সাকসেসফুল ফ্রিলেন্সার ভাইয়ারা আছেন।
আমি সেই বড় ভাইদের কাছে সাজেশন চাইবো। আশা করি আপনারা আমার সাহায্য করবেন।

এইইইই আমার মতো হতভাগা পোলাপাইনরা তাড়াতাড়ি আসো।কিছুক্ষণের মধ্যেই বড় ভাইয়ারা আমাদের সাজেশন দিবে যা তোমাদেরও কাজে লাগতে পারে।। 😀

Level 0

আমি Md. Rahat। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি সাধারণ মানুষ। মানুষের উপকার করতে পছন্দ করি। ইচ্ছা আল্লাহর প্রিয় বান্দা হওয়া ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাল ভাল ওয়েব ডেভেলপআর দের প্রফাইল গুল দেখেন ।ওদের overview এডিট কইরা নিজের টায় লাগান।তাদের মত হুবুহু না but title টা copy paste মারতে পারেন।বিড করার সময় বেসি কাহিনি লিখবেন না।লাইন গাপ দিয়া পুরাই ভাব মাইরা লিখবেন।আর এমন কিসু সাইট বের করবেন যেই গুল example হিসাবে দিতে পারেন।আর অই site আপনার portfoloi তেও রাখভেব।এম্নে চালাইতে থাকেন পাইয়া যাইবেন।

    Level 0

    @myselfmusa:ঝাক্কাস কমেন্টের জন্য ধন্যবাদ 😀

Level 0

আপনার উপলব্ধির জন্য সাধুবাদ জানাই । myselfmusa যে পরামর্শ দিয়েছেন তা মানার চেষ্টা করুন । এ লাইনে পরিশ্রমের বিকল্প নেই । PHP, MySQL, JavaScript এবং Ajax শেখার চেষ্টা করুন w3school থেকে । ভাল কাজ দিবে । শুধু web developer এর কদর তেমন নেই web programming না জানলে ।

শুভকামনা রইল

    Level 0

    @spaceled: সাজেশনের জন্য অসংখ্য ধন্যবাদ 🙂

same কাহিনী আমারো ছিল। কিন্তু আমিও হাল ছারিনি। দিনের পর দিন কাজ শিখেছি। কিন্তু এখন আমি আলহামদুলিল্লাহ ভাল আছি। ওডেস্কে ৪০০+ আওয়ার কাজ করতেছি। কাজের চাপে আর বিড করিনা। ছোট ভাই তুমিও একদিন সফল হবে ইনশাল্লাহ। আমার মনে হয় তোমার কভার লেটারে ভুল আছে। আমি ওয়েব ডিজাইনের কাজ করিনা। করলে অবশ্যই তোমাকে হেল্প করতাম।

মনে রেখো আল্লাহ কেবল পরিশ্রমী মানুষের ভাগ্য পরিবর্তন করে। আমার সাথে যোগাযোগ করতে পার। ফ্রি হেল্প করব ভাই। কারন আমি জানি এই সংগ্রাম কতটা কঠিন।

    Level 0

    @মাহমুদুল হাসান: আপনার কমেন্ট পরে শান্তি পাইলাম ভাই।
    আমার টার্গেট ২বছর।
    এই ২ বছরে ভালমানের ফ্রিলেন্সার হওয়া।
    ভাই পরিশ্রম কেমনে করে তা জানিনা।কিন্তু আমি বিগত ৫ মাস ফজরের নামাজ পড়ে ঘুমাইছি।এর আগে দুচোখ এক করিনাই ।সারারাত নেট এ সময় কাটাই । বাংলাদেশি কিছু সাইট থেকে কাজ নেয়ার চেষ্টা করি সেগুলাই করি। কিন্তু oDesk এ বিড করি আর বিভিন্ন ব্লগ পড়ি আর শিখতে চেষ্টা করি।
    আমি হাল ছাড়ার মতো ছেলে নই।লাগলে আর পরিশ্রম করতে রাজি আছি।
    ভাই আপনার সাথে কনটেকট করতে চাই।

    আমার স্কাইপ ঃ md.miko6

Ami o html , css and now javascript shiktasi. Apnader sahajjo pele opokito hobo.

E-mailID: [email protected]

sudu odesk.com na. sate freelancer.com & elance.com a try korun.

http://www.networkfun.net

আমিও নতুন শিখতেছি । এবার এসএসসি দিলাম 🙂 তবে যতটুকু আমার জ্ঞান আছে তা থেকে বলতে পারি, যত কাজ করবেন তত ভালো কাজ শিখতে পারবেন । অর্থাৎ প্র্যাকটিস । আপনার পরিচিত কারো ওয়েবসাইট দরকার হলে আপনি ডিজাইন করে দিন । ফ্রী তেই করে দিন । আপনার প্র্যাকটিস ও হবে সাথে কাজ করতে গিয়ে অনেক কিছু শিখতেও পারবেন । এবং কাজ গুলো আপনার পোর্টফলিও তে যোগ করতে পারবেন । ওয়েবডিজাইন সম্পর্কিত বিভিন্য বড় বড় ব্লগ এর সাথে নিয়মিত কানেকটেড থাকুন । তাদের বিভিন্য কাজ নিজে কপি করার চেষ্টা করুন । কোন ওয়েব সাইট এর ডিজাইন ভালো লাগলে তার সোর্স কোড না দেখে ডিজাইন করার চেষ্টা করুন ।
নিচের ব্লগ গুলো অবশ্যই নিয়মিত ভিসিট করবেন, তাদের পোস্ট পরবেনঃ
http://www.smashingmagazine.com/
http://www.css3.info/
http://www.siteinspire.com/
http://webdesign.tutsplus.com/

ধন্যবাদ । আশা করি সফল হবেন । আমার জন্যও দোয়া করবেন । আমিও মাস খানেক এর মধ্যে ফ্রীল্যান্স এর ময়দান এ নামবো ইনশাল্লাহ । আমি SEO শিখতেছি, ওয়েব ডিজাইন মোটামোটি শিখেছি আরো শিখতেছি ।

Level 0

যারা ওয়েব ডিজাইন এ ভাল তাদের কাজের পিছনে ছোটতে হয় না, কাজ ই তাদের তারা করে। আপনি কি এ পর্যন্ত কোন সাইট ডিজাইন করেছেন?

    Level 0

    @clinkme: খুব সিম্পল দুটি সাইট ডিজাইন করে ফ্রি host করেছি ভাইজান। http://muslimsbd.site44.com …. এই সাইটটির কাজ করতেছি http://filesfair.site44.com ..এই সাইটটি Android Mobile এর জন্য । হোমপেজ ডিজাইন করেছি কোনরকম আর কি 😀

Level 0

আপনার সাইট ২ টি খুব ই সিম্পল। যাহোক, সময় দেন, ভাল ভাল ডিজাইন দেখেন। HTML5, CSS3, PHP, MySQL, Javascript, jQuery ইত্যাদি সম্পর্কে ভাল ধারনা থাকতে হবে। যেকোনো একটা CMS সম্পর্কে ভাল ধারনা থাকতে হবে। WordPress শিখতে পারেন। টেকটিউনস WordPress দিয়ে করা। WordPress শিখলে টেকটিউনস এর মত সাইট বানাতে পারবেন। তখন কাজ এর অভাব হবে না আশা করি। মোটকথা, কাজ পেতে হলে ভাল কাজ জানতে হবে। আর সফল হতে হলে অবশ্যই লেগে থাকতে হবে।

http://www.w3schools.com/
http://tympanus.net/codrops/
http://css-tricks.com/