ওয়েব পেজ এ ফন্ট এম্বেডিং

পদ্ধতিটা পুরানো, কিন্তু কেউ যদি তার সাইটে কোন ইউনিকোড ফন্ট এম্বেডিং করে দেয়, এতে করে , ইউনিকোড সাপোর্ট নাই উইনডস এও তার এম্বেডিং করা ফন্ট দেখতে পাবে। এর একটা উদাহারন হলো  https://www.techtunes.io সাইটটি। এটার আরেকটা সুবিধা হলো, আপনি ডিফল্ট ফন্ট হিসাবে পছন্দনুযায়ী একটা ফন্ট এম্বেডিং করে দিতে পারছেন।

বিষয়টা আরো পরিস্কার করি আপনার এক্স পি তে যদি icomplex সেট আপ করা না থাকে তাহলে আপনি ইউনিকোড ভিত্তিক সাইটগুলির ফন্ট প্রর্দশিত হবে না। অথচ উপরোক্ত পদ্ধিতে যদি আপনি ফন্ট এম্বেডিং করে রাখেন তাহলে শুধু মাত্র আই ই তে আপনার এম্বেডিং করা ফন্টটি প্রর্দশিত হবে। তবে এম্বরডিং করার সয়ম ইডনিকোড সাপোর্ট করে এমন একটা ফন্ট ব্যবহার করুন। এতে করে সব ব্রাউজারেই( ইউনিকোড সাপোর্টেড ও. এসর বেলায়) সেই ফন্টটা প্রর্দশিত হবে। ওয়েভ পেইজ ডেভেলেপমেন্ট এর সাথে জড়িত যারা আছেন তাদের কাজে আসবে।

ডাউনলোড করার জন্য এই লিংক এ ক্লিক করুন।

Level 0

আমি মাইক্রোকাতার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 63 টি টিউন ও 392 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের জীবনটাকে নিয়ে প্রতিনিয়ত এক্সপেরিমেন্ট করেছি। কোন কিছুই দীর্ঘায়িত করতে পারি না, একগেয়েমী চলে আসে,তাই কোথাও বেশীদিন স্থির হতে পারি না। কাতারের পাঠ চুকিয়ে বর্তমানে কর্মসূত্রে U.A.E তে । টেকি বিয়ষক লেখা-ঝোকার সাইট-ই সবচেয়ে পছন্দের। মাঝে মাঝে আমি টেকি নিয়ে লেখার দুঃসাহস দেখাই, কখনো ভিন্ন কিছুও লিখতে ইচ্ছে করে, কিন্তু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ কাতার ভাই ।

Level 0

এইচ টিএমএল কোন কোড তো দেখ ছিনা। চিত্র 2 নাই তো।

Level 0

পুরো কোড এবং পদ্ধতির আপনি পি.ডি.এফ ফাইলটা ডাউনলোড করে নিন। বিস্তারিত উক্ত ফাইলে পাবেন। ধন্যবাদ।

@ কাতার ভাই,
ধন্যবাদ আমার টিউটোরিয়ালটি সবার সঙ্গে শেয়ার করার জন্য। অনেকেই ফন্ট এমবেডিং কে অনেক বেশী জটিল ভেবে থাকেন। আবার সঠিক বা এরর ফ্রি ইওটি তৈরি করাটাও অনেক সময় একটু ঝামেলাপূর্ণ হয়ে থাকে। সেই চিন্তা থেকেই আমি এটি লিখেছিলাম অনেকদিন আগে। সবাইকে সহায়তা করার উদ্দেশ্যেই এটি লিখেছিলাম।

Level 0

এতো ভাল একটা টিউটোরিয়াল লিখে প্রচার বিমুখ হয়ে থাকেন কেন। টেক টিউনস এ নিয়মিত লেখেন। আমরা আপনার কাছে থেকে আরো কিছু লেখা দেখতে চাই।

Level 0

রুবন ভাই , উল্লেখিত পি. ডি. এফ ফাইলে যে আলমগীর ভাই এর নাম উল্লেখ্ আছে, উনি কি জুমলার অনুবাদক আলমগীর ভাই? যিনি কিনা বতর্না অট্রেলিয়ায় প্রবাসী।

কাতার ভাই, ঠিকই ধরেছেন। উনি জুমলার আলমগীর ভাই বর্তমানে অষ্ট্রেলিয়ায় আছেন। লেখালেখির সময় একদম পাই না। কি করবো বলেন। আমি তো লিখতে চাই বিশেষ করে টিউটোরিয়াল যা কি না নুতনদের সহায়তা করতে পারে। এগুলো খুবই দরকার।

Level 0

তাইতো বলি, এতো পরিচিত পরিচিত লাগছিল কেন , আলমগীর ভাইকে। আপনাকে অনেক ধন্যবাদ।

ভাই জুমলা ইউজ করতে মানে শেখার কোন টিউটেরিয়াল দিতে পারেন / কোন লিংক ।আর আলমগীর ভাই কে, উনি কি বাংলা জুমলা বানাইছেন নাকি ? microqatar ভাইয়ের PHP বইটা কাজে লাগছে। ধন্যবাদ ভাই। microqatar ভাই আর রুবন ভাই আপনাদের ই-মেল এড্রেসটা দিবেন কি / আমাকে একটা ই-মেল করবেন

( [email protected] ) এই ঠিকানায়। ( সালমান )

গাইডটি অনুসরণ করে ইওটি বানিয়েছি কিন্তু সেট করা সম্ভব হচ্চে না ।

@ সাইফুল
কি সমস্যায় পড়েছেন, বিস্তারিত জানান। আমার ইমেইল ঠিকানা [email protected]

Level 0

ব্যাড বয় , আলমগীর ভাই-ই প্রথম জুমলার এর বাংলা অনুবাদটা করেন। তাছাড়া উনার একটা ফোরামও আছে, বাংলা গিটার শিখার উপর। http://www.banglachord.com/
জুমলা শেখার জন্য আপনি উনার সহযোগিতা নিতে পারেন।
আমার ই-মেইল হল [email protected]
ভাবছি সি. এম. এস এর উপর একটা টিউটোরিয়াল লিখে ফেলবো, কিন্তু এতো সময় পাই কই, সকাল ৮ হতে রাত ১০.৩০ পর্যন্ত চাকুরী ইইইইই্