পদ্ধতিটা পুরানো, কিন্তু কেউ যদি তার সাইটে কোন ইউনিকোড ফন্ট এম্বেডিং করে দেয়, এতে করে , ইউনিকোড সাপোর্ট নাই উইনডস এও তার এম্বেডিং করা ফন্ট দেখতে পাবে। এর একটা উদাহারন হলো https://www.techtunes.io সাইটটি। এটার আরেকটা সুবিধা হলো, আপনি ডিফল্ট ফন্ট হিসাবে পছন্দনুযায়ী একটা ফন্ট এম্বেডিং করে দিতে পারছেন।
বিষয়টা আরো পরিস্কার করি আপনার এক্স পি তে যদি icomplex সেট আপ করা না থাকে তাহলে আপনি ইউনিকোড ভিত্তিক সাইটগুলির ফন্ট প্রর্দশিত হবে না। অথচ উপরোক্ত পদ্ধিতে যদি আপনি ফন্ট এম্বেডিং করে রাখেন তাহলে শুধু মাত্র আই ই তে আপনার এম্বেডিং করা ফন্টটি প্রর্দশিত হবে। তবে এম্বরডিং করার সয়ম ইডনিকোড সাপোর্ট করে এমন একটা ফন্ট ব্যবহার করুন। এতে করে সব ব্রাউজারেই( ইউনিকোড সাপোর্টেড ও. এসর বেলায়) সেই ফন্টটা প্রর্দশিত হবে। ওয়েভ পেইজ ডেভেলেপমেন্ট এর সাথে জড়িত যারা আছেন তাদের কাজে আসবে।
ডাউনলোড করার জন্য এই লিংক এ ক্লিক করুন।
আমি মাইক্রোকাতার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 63 টি টিউন ও 392 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজের জীবনটাকে নিয়ে প্রতিনিয়ত এক্সপেরিমেন্ট করেছি। কোন কিছুই দীর্ঘায়িত করতে পারি না, একগেয়েমী চলে আসে,তাই কোথাও বেশীদিন স্থির হতে পারি না। কাতারের পাঠ চুকিয়ে বর্তমানে কর্মসূত্রে U.A.E তে । টেকি বিয়ষক লেখা-ঝোকার সাইট-ই সবচেয়ে পছন্দের। মাঝে মাঝে আমি টেকি নিয়ে লেখার দুঃসাহস দেখাই, কখনো ভিন্ন কিছুও লিখতে ইচ্ছে করে, কিন্তু...
ধন্যবাদ কাতার ভাই ।