ওয়ার্ডপ্রেসের উপর নিয়মিত টিউটরিয়াল লেখার ইচ্ছা থাকা সত্ত্বেও তা হয়ে ওঠে নি। আমার সাইটটি ওয়ার্ডপ্রেস দিয়ে বানানোর কারনে বাংলা করনের উপর বেশ কিছু জিনিস শিখতে পেরেছি যা শেয়ার করার অপেক্ষায় আছি।
মনে করি আপনার সাইট yoursite.com এবং আপনার থিম classic তাহলে আপনার style.css ফাইলের পাথ হবে yoursite.com>wp-content>theme>classic>style.css
ফাইলটি সম্পাদনা করার আগে ব্যাকআপ নিয়ে নিন। সমস্যা হলে আগের ফাইলটি পূন:স্থাপন করে নিবেন।
ফাইলের যেখানে
font-family: 'Lucida Grande', 'Lucida Sans Unicode', Verdana, sans-serif;
আছে সেখানে SolaimanLipi শব্দটি যুক্ত করে দিন। নিচের মতো করে দিন
font-family:SolaimanLipi,'Lucida Grande', 'Lucida Sans Unicode', Verdana, sans-serif;
বাংলা ফন্ট একটু বড় না হলে ভাল দেখায় না তাই সব জায়গায় ফন্ট সাইজ দুই করে বাড়িয়ে নিতে পারেন
font-size: 11px; এর জায়গায়
font-size: 13px; করে দিন
আমি টিউটো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 476 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
তিনি দীর্ঘ দিন ধরে সাফল্যের সাথে টিটোরিয়াল বিডি ব্লগটি পরিচালনা করে আসছেন। বর্তমানে ব্লগিং এর পাশাপাশি একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করছেন। http://www.facebook.com/#!/mahbubpalash http://twitter.com/tuto_mahbub
ধন্যবাদ টিউনটির জন্য, তবে নতুন ইউজারদের জন্য কিছু স্ক্রীনশট ব্যবহার করতে পারেন এতে করে অনেক নতুন ইউজার উপকৃত হবে।