পর্ব-১: ওয়ার্ডপ্রেস দিয়ে বাংলা ভাষার ওয়েবসাইট বানানোর পদ্ধতি

ওয়ার্ডপ্রেসের উপর নিয়মিত টিউটরিয়াল লেখার ইচ্ছা থাকা সত্ত্বেও তা হয়ে ওঠে নি। আমার সাইটটি ওয়ার্ডপ্রেস দিয়ে বানানোর কারনে বাংলা করনের উপর বেশ কিছু জিনিস শিখতে পেরেছি যা শেয়ার করার অপেক্ষায় আছি।

একটি বাংলা ওয়েব সাইট বানাতে ওয়ার্ডপ্রেস সেটআপেরপর বাড়তি যা করতে হবে তা হলো:

  • ১. বাংলা ভাল ফন্টের জন্য থিমের style.css ফাইলটি সম্পাদনা করতে হবে।
  • ২. থিম ফোল্ডারের ফাইলগুলোর ইংরেজী কিছু কিছু শব্দের বাংলা অনুবাদ করা।
  • ৩. ইন্টারনেট এক্সপ্লোরারে ফন্ট সেটআপ ছাড়াই যাতে বাংলা পড়া যায় তার ব্যবস্থা করা: eot ফাইল বানানো, আপলোড করা ও থিমের header.php তে প্রয়োজনীয় কোড সংযোজন করা।
  • ৪.বাংলায় পোস্ট লেখার সুবিধা দেয়ার জন্য banglakb প্লাগইন সেটআপ করা, বাংলায় মন্তব্য দেয়ার জন্য comments.php ফাইল ইডিট করা।
  • ৫. এডমিন প্যানেল বাংলা করার জন্য bn.mo ফাইল আপলোড করা। প্রয়োহনে bn.po ফাইলটি সম্পাদনা করা। কনফিগারেশন ফাইলে প্রয়েজনীয় কোড সম্পাদনা করা। অথবা,
  • এডমিন প্যানেলের ইংরেজী শব্দগুলো ধরে ধরে বাংলা করা
  • ৬. এডমিন প্যানেলের ফন্ট স্টাইল, সাইজ পরিবর্তনের জন্য সিএসএস ফাইল সম্পাদনা করা।
  • ৭. বিভিন্ন স্থানে wordpress শব্দটি মুছে দেয়া
  • ৮. বাংলা সাইটরে উপযুক্ত ব্যানার বানানো এবং তা image ফোল্ডারে রিপ্লেস করা।

style.css ফাইলটি সম্পাদনা

মনে করি আপনার সাইট yoursite.com এবং আপনার থিম classic তাহলে আপনার style.css ফাইলের পাথ হবে yoursite.com>wp-content>theme>classic>style.css
ফাইলটি সম্পাদনা করার আগে ব্যাকআপ নিয়ে নিন। সমস্যা হলে আগের ফাইলটি পূন:স্থাপন করে নিবেন।

১. ফন্ট স্টাইল

ফাইলের যেখানে
font-family: 'Lucida Grande', 'Lucida Sans Unicode', Verdana, sans-serif;
আছে সেখানে SolaimanLipi শব্দটি যুক্ত করে দিন। নিচের মতো করে দিন
font-family:SolaimanLipi,'Lucida Grande', 'Lucida Sans Unicode', Verdana, sans-serif;

২. ফন্টসাইজ

বাংলা ফন্ট একটু বড় না হলে ভাল দেখায় না তাই সব জায়গায় ফন্ট সাইজ দুই করে বাড়িয়ে নিতে পারেন
font-size: 11px; এর জায়গায়
font-size: 13px; করে দিন

পর্বঃ দুই:ওয়ার্ডপ্রেস থিমের ইংরেজী শব্দগুলোকে বাংলা করা

Level 0

আমি টিউটো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 476 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তিনি দীর্ঘ দিন ধরে সাফল্যের সাথে টিটোরিয়াল বিডি ব্লগটি পরিচালনা করে আসছেন। বর্তমানে ব্লগিং এর পাশাপাশি একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করছেন। http://www.facebook.com/#!/mahbubpalash http://twitter.com/tuto_mahbub


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ টিউনটির জন্য, তবে নতুন ইউজারদের জন্য কিছু স্ক্রীনশট ব্যবহার করতে পারেন এতে করে অনেক নতুন ইউজার উপকৃত হবে।

সবই ভাল সমস্যা হল এডসেন্স নিয়ে বিপদে পড়েছি। ভিজিটর বাড়াতে পারছিনা। কি করতে পারি কেউ জানা থাকলে বলবেন।
free anti virus download>
http://moushumi.webs.com/musicdownload.htm

adsense problem. need more visitors:
http://www.moushumi.webs.com

ভালই হচ্ছে তবে একটা জিনিস বাদ পড়ছে তা হল বাংলায় তারিখ দেখানোর প্লাগিন্স

টিউটো ভাই বারবরই জব্বর

ভালা লাগলো পুরো সিরিজ চাই্।

Level 0

টিউটো ভাই Tune এর জন্য ধন্যবাদ।

http://www.allbdjobs.tk/ ( Job site)

আমার মতে আপনার ১ম টিউনটি WordPress Install-এর উপর হওয়া ইচিত ছিল।
ধন্যবাদ।

ভাইয়া চালিয়ে যান

বুকমার্ক করলাম।

Level 2

ফাটাফাটি টিউন আমি মনে করি। আমি সম্প্রতি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করছি। তাই আমি উপকৃত হলাম।

Its very helpful to me. Because I started to learn wordpress as a beginner user……..Tanks to Vhaia…

বাংলাতে ওয়ার্ডপ্রেস থিম চাইলে এখানে দেখতে পারেন: বাংলায় অনুবাদকৃত কয়েকটি ওয়ার্ডপ্রেস থিম

আমি সম্প্রতি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করছি। তাই আমি উপকৃত হলাম ধন্যবাদ