http://www.purecssmenu.com এ সাইট থেকে এ ধরনের ড্রপডাউন মেনু তৈরী করতে পারেন।প্রথমে সাইটে ঢুকেই দেখবেন একটা এধরনের মেনু তৈরী করাই আছে,আপনি নতুন করে বা এটাই এডিট করে নিতে পারেন। এজন্য যে মেনুটি তৈরী করা আছে তার প্রথম আইটেমের উপর ক্লিক করুন ফলে এটা এডিট করার বিভিন্ন অপশন বামে আর নিচে চলে আসবে।
যেমন নিচে Item Parameter নামে যে অপশনগুলি দেখাচ্ছে এখানে Text,Link,Target ইত্যাদিতে নিজের মত লিখুন,যেটা লিখবেন সাথে সাথেই সেই পরিবর্তন উপরে দেখতে পাবেন।Target থেকে লিংকটি ঐ উইন্ডোতে খুলবে নাকি নতুন উইন্ডোতে তাও ঠিক করে দিতে পারেন।
এবার বামে আর অপশন আছে যেমন প্যারামিটার অপশন থেকে লেখার ফন্ট,কালার,হোভার ইফেক্ট ইত্যাদি ইচ্ছেমত সিলেক্ট করে দিতে পারেন।
সবশেষে বামদিকে ডাউনলোড বাটনে ক্লিক করে কোথায় সেভ করবেন তা দেখিয়ে দিন আর সেভ করলেই HTML ফরম্যাটে মেনুটি দেখতে পাবেন।এবার ইচ্ছা করলে পেজটি নোটপ্যাডে ওপেন করে কোডগুলিও দেখতে পারেন এবং এই কোড কপি পেস্ট করে আপনার IDE তে নিয়ে এডিট করে আপনার ওয়েব পেজের প্রয়োজনীয় স্থানে মেনুটি বসিয়ে দিন।
আমি রেজওয়ান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 94 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মুলত ওয়েব ডেভেলপার।এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগে পড়ছি।www.webcoachbd.com সাইটটি ডেভেলপ ও মেইনটিনেন্স আমি করছি।আমি এই সাইটটির একমাত্র স্বত্তাধিকারী।
hmmm ওয়েবসাইটটা দারুন। যারা Coding ছাড়াই Drop Down Menu তৈরী করতে চায় তাদের জন্য খুবই কাজে আসবে সাইটটি। শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ।