কারো লাগবে নাকি সম্পূর্ণ অ্যাড বিহীন 10GB ফ্রী হোস্টিং???

আসসালামুয়ালাইকুম!
বর্তমান ইন্টারনেটের যুগে আপনারা অনেকেই ই চান যে নিজের একটি ওয়েবসাইট হউক।
বিভিন্ন ওয়েবসাইট থেকে নানান রকম টিউটোরিয়াল দেখে দেখে শিখে অনেকেই ওয়েবসাইট তৈরি সম্পর্কে অনেক কিছু সিখে ফেলেছেন।
কিন্তু যখন ই দেখে দেখে শেখার এই জ্ঞান কাজে লাগাতে জান তখন এ নানান রকম ঝামেলার সম্মুখীন হতে হয়।
প্রথমেই ঝামেলা বাধে ডোমেইন নিয়ে। কারণ ডোমেইন নাম কিনতে টাকা গুনতে হয়।
তখন মনের মধ্যে সন্দেহ জাগে যে টাকা দিয়ে ডোমেইন কিনব যদি ভাল করে কাজে লাগাতে না পারি!!
যা ই হউক বর্তমানে এই সন্দেহ দূর করার জন্য কিছু প্রতিষ্ঠান আপনাদের শুরু করার জন্য বিভিন্ন ফ্রী ডোমেইন ব্যাবহার করার সুযোগ দিচ্ছে।
কিন্তু আসল ঝামেলা বাধে ডোমেইন হোস্টিং নিয়ে।প্রথমেই অনেকে টাকা দিয়ে হোস্টিং কিনতে চাননা।
ইন্টারনেট এ সার্চ করলে বিভিন্ন ওয়েবসাইট পাবেন যারা কিনা শুরু করার জন্য ফ্রী হোস্টিং সুবিধা দিয়ে থাকে।
কিন্তু তাদের বিভিন্ন সীমাবদ্ধতা থাকে।
এত কিছুর মধ্যে সেরাটা বেছে নেয়া অনেক কষ্টসাধ্য বেপার।
অনেক কষ্ট করে খুজে একটা বের করার পর ও পরে দেখা্ যায় যে নানান রকম সমস্যা দিচ্ছে।
যেখানে সেখানে অ্যাড বসিয়ে দিএছে।কিংবা বিভিন্ন লিঙ্ক দিয়ে দিয়েছে।
তখন মেজাজটা কেমন লাগে আপনারা ভুক্তভোগীরা ভালই জানেন আশা করি।
কিন্তু আজ আমি আপনাদের এমন একটি হোস্টিং সাইট এর সাথে যেটি আপনাকে 
ফ্রী ১০জিবি হোস্টিং স্পেস দিবে কোন রকম অ্যাড কিংবা ফুটার লিঙ্ক ছাড়াই।
বিভিন্ন ধরনের প্রিমিয়াম সুবিধা সম্বলিত এই ফ্রী হোস্টিং সাইটটির নাম হচ্ছে 4eehost.
ওয়েবসাইটটির এড্রেস হচ্ছে www.4eehost.com
এই ওয়েবসাইটটি আপনাদের ১০জিবি ওয়েব স্পেস এর সাথে দিচ্ছে ১০০জিবি ব্যান্ডউইথ যা একটি 
নতুন তৈরি করা ওয়েবসাইট এর জন্য যথেষ্ট বলে আমি মনে করি।
তাছাড়া এই ওয়েবসাইট থেকে হোস্টিং করলে আপনারা নিচের সুবিধাগুলো পাবেন-
১০ জিবি ডিস্ক স্পেস,
১০০ জিবি ব্যান্ডউইথ,
৫ টি এডঅন ডোমেইন,
৫ টি সাবডোমেইন,
৫ টি ডাটাবেজ,
৫ টি ইমেইল,
১ ক্লিক অটো ইন্সটলার,
সম্পুরন অ্যাড কিংবা ব্যানার লিঙ্ক বিহীন
কনট্রোলপ্যানেল
99.99% uptime
Ip Deny Manager
Hotlink Protection
SSH Console
এডভান্স ডিএনএস জোন এডিটর,
সাইট বিল্ডার সহ আরো অনেক সুবিধা।

অর্ডার করার সাথে সাথে একাউন্ট এ্যাকটিভ হবে।
হোস্টিং অর্ডার করতে ক্লিক করুন এই লিঙ্কে
আইপি সমস্যার কারনে মাঝে মাঝে একাউন্ট খুলতে সমস্যা হতে পারে।
এ জন্য ওয়েবসাইটটি দিচ্ছে অন্য রকম একটি সুবিধা।
সাইট থেকে কন্টাক্ট ফর্ম এর মাধ্যমে ইমেইল,নাম আর দেশের নাম দিয়ে হোস্টিং এর জন্য request করলে ২৪ ঘণ্টার মধ্যে
একাউন্ট এক্টিভেট হয়ে যাবে। এ ক্ষেত্রে আইপি সমস্যার জন্য একটু সময় বেশী লাগলেও আপনি ফায়ার ফক্স ব্যাবহারকারী হলে
আইপি পরিবর্তন করে খুব সহজেই instant একাউন্ট খুলে আপনার হোস্টিং সুবিধা উপভোগ করতে পারবেন।
অবশেষে বলতে চাই যে একবার এই হোস্টিং সুবিধা ব্যাবহার করে দেখুন। হয়তো এর সুযোগ সুবিধা ভালো লাগলেও লাগতে পারে।
নতুন কোন কিছু শিখে কাজে লাগানোর মজাটাই অন্যরকম। ভালো থাকবেন।

Level 0

আমি অমানুষ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এই হোস্ট থেকে Mass mail পাঠালে কি, account suspend করে দিবে? সব ফ্রি হোস্টিং এ এইটা হয় তাই আর কি?

    Level 0

    @অনিক সরকার: দুঃখিত। আপনি এই ফ্রী হোস্টিং থেকে ম্যাস মেইল পাঠাতে পারবেন না।
    account suspend করে দেয়া হবে।

Level 0

যদি কাজ করে তাইলে আমার জন্য খুবি ভাল হবে মনে করি দেখি কি হয় ধন্যবাদ।

    Level 0

    @djjmahbub: অবশ্যই কাজ করবে।
    আর আপনি .tk সহ dns zone edit করতে পারেন এরকম সব ডোমেইনই ব্যাবহার করতে পারবেন।

Level 0

bro .tk domain ki add kora jabe ei hosting e???

wapka.mobi site gulote ki kaj korbe

    Level 0

    @দুলা ভাই: wapka.mobi এর সাইট এ কি আপনি nameserver বসাতে পারবেন??
    যদি বসানো যায় তাহলে কাজ করবে 🙂
    ধন্যবাদ।

ভাই আমি sign up করার সময় এই message ট়া আসতেছে Your computer IP address is blocked from registration. If you are using proxy please disable it and try again. Alternatively you can try to register from a different computer or ask your friend to fill a registration form for you. এখন কি করব

Level 0

দেখেন তো, একটা সোসাল সাইট খুললাম। কেমন হল একটু বলবেন? http://socialrock.tk

Level 0

ভাই আপনার ইউজার নেম আর ডোমেইন নেম একই। 4eehost.com ওয়েবসাইটটার কোন প্রোপার্টিজ নেই। কিছু মনে করবেন না, কোন ব্যক্তিগত কারনে নয়, সবার সাবধানতার জন্য বলছি। এখান থেকে ফ্রি হোস্টিং পেতে গিয়ে কেউ নিজের ব্যক্তিগত ও গুরুত্বপূর্ন তথ্য হারাতে পারেন।

    Level 0

    @Avatar: আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য।
    কোন ধরনের ব্যক্তিগত ও গুরুত্বপূর্ন তথ্য হারানোর সম্ভাবনা নাই এতে।
    আপনি চেষ্টা করে দেখতে পারেন একটি অ্যাকাউন্ট খুলে।

Level 0

bro ami toh khuje passina kothai amar .tk domain ta add kore debo!!! plesae ektu parle link ta diben.

    Level 0

    @djjmahbub: আপনি আপনার কন্ট্রোল প্যানেল এ লগ ইন করে create new account এ ক্লিক করুন।এরপর এখান থেকে ডোমেইন option সিলেক্ট করে আপনার ডোমেইন নামটি দিন এবং কনফার্ম করুন। ধন্নবাদ। কোন সাহায্যের জন্য আপনি উনাদের সাপোর্ট টিম এর সাথে যোগাযোগ করুন।

Level 0

Ai post ta deke comment korar jonno login na kore parlam na..ami tt er sate aci 3year.join 1 year ago r comment today..ami ekta personal wap kulte cai..tt er moto.but okane amar favourit tune gula rakte cai only..kotha theke hosting and domaim nile amar wapsite konodin delete korbena?othoba ki ki karone delete kore?tt kotha theke nilo?

Level 0

ধন্যবাদ। আপনি যে কোন ডোমেইন রিসেলার এর কাছ থেকে ডোমেইন কিনতে পারেন। যতদিন পর্যন্ত আপনি ডোমেইন এর খরচ চালাবেন ততদিন আপনার ডোমেইন নাম ডিলিট হবে না। প্রাথমিকভাবে আপনি একটি ডোমেইন নাম সর্বনিম্ন ১ বছর থেকে সরবচ্চো ১০ বছরের জন্য কিনতে পারেন। আর হোস্টিং আপনি পেইড হোস্টিং কিংবা প্রথমে ফ্রী হোস্টিং নিতে পারেন।ফ্রী হোস্টিং নিতে চাইলে আপনি http://www.4eehost.com এই সাইটটি দেখতে পারেন। এর terms and condition অনুযায়ী সাইট বানালে আপনার ওয়েব সাইট কখনো ডিলিট হবে না আশা করি।
ধন্নবাদ। প্রতিনিয়ত TT এর পোস্ট এ কমেন্ট করবেন আশা করি।এতে টিউনার এর উৎসাহ বাড়ে।