সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার নতুন টিউন। তবে এ টিউনটি নতুন ডেভেলপারদের জন্য। আশাকরি তাদের কাজে আসবে।
আমরা অনেক সময় ওয়াম্প সার্ভার ও Skype দিয়ে কাজ করি। প্রায় দেখা যায় ওয়াম্প সার্ভার সমস্যা করছে। এই সমস্যা মূলত Skype এর কারনে। কারন হচ্ছে Skype পোর্ট নং ৮০ দখল করে নেয়। আবার wamp server ও পোর্ট নং ৮০ দখল করে নেয়। এই পোর্ট নং ৮০ হচ্ছে সমস্যার মুল জায়গা। যেহেতু আমরা ডেভেলপারদের এই দুটাই ব্যাবহার করতে হবে সেহেতু আমাদের সমাধান লাগবে। সমাধান খুব সহজ। আমরা খুব সহজে ওয়াম্প সার্ভার এর পোর্ট এড্রেস পরিবর্তন করে দিতে পারি।
শর্টকাট ঃ
১ যান \wamp\bin\apache\apache2.2.8\con
২ নোটপ্যাড এ খুলুন “httpd.conf” এ ফাইল টি
খুঁজুন “Listen 80” এবং পরিবর্তন করুন পোর্ট নং
( উদাহরন : Listen 8081)
এখন ফাইলটি সেভ করুন এবং বন্ধ করে দিন ।
নতুন পরিবর্তিত পোর্ট অ্যাড্রেস এ স্টার্টটিং পেজ দেখতে চাইলে ঃ
১ যান \wamp
২ চালু করুন “wampmanager.tpl” ফাইলটি
৩ খুঁজুন “http://localhost” এবং নতুন পোর্ট অ্যাড্রেস দিয়ে পরিবর্তন করুন।
( উদাহরন :
)
এখন ফাইলটি সেভ করুন এবং বন্ধ করে দিন ।
যেকোনো ভুলের জন্য অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকের মত এখানেই শেষ। টিউনটি কোন উপকারে আসলে খুব খুশি হব।
ব্রিঃ দ্রঃ এই টিউনটি ওয়াম্প সার্ভার ভার্সন ২.0 এর উপর কার্যকরী।
আমি সাব্বির শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যেকোনো সমস্যায় আমি আছি আপনাদের পাশে, আমাকে FACEBOOK, GOOGLE TALK এ পাবেন অ্যাড করে নিতে পারেন। ফেসবুক = http://www.facebook.com/shuvo.rpi গুগলটক = mbshuvo
এইটা ১টা দরকারি কাজের টিউন। গুড।