এটি আমার প্রথম টিউন । তাই ভুল-ত্রুটি হতে পারে । আশা করি আপনারা সকলেই ভাল আছেন । অনেক দিন ধরে ভাবছি একটি টিউন করব । তাই আজ করেই ফেললাম । জানিনা এর আগে এরকম টিউন হয়েছে কিনা । যাহোক যারা ওয়াপ সাইট পরিচালনা করেন তাদের জন্য কয়েকটি এ্যাপলিকেশন নিয়ে এলাম । যারা নতুন তাদের জন্য এইচটিএমএল ও পিএইচপি শেখা আরো সহজ হয়ে যাবে । এ্যাপলিকেশনগুলো মোবাইল দিয়ে এইচটিএমএল(HTML) ইডিট করতে পারবেন । এইচটিএমএল সর্ম্পকে সামান্য জ্ঞান থাকলেও চলবে । ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করেন Mobile HTML Editor ।
পিএইচপি(PHP) ইডিট করতে পারবেন । ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করেন Mobile PHP Editor। এছাড়া আর একটি হচ্ছে পছন্দের HEX কালার নির্বাচন করা । ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করেন Colour Chooser। এ্যাপলিকেশনগুলো জাভা সার্পোটেট মোবাইলের জন্য । কম্মেন্ট করতে ভুল করবেন না । ধন্যবাদ সকলকে ।
আমি কায়ছারুল আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 67 টি টিউন ও 221 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Student