ফ্রি ৫ gb হোস্টিং (যাদের পোর্টফলিও ওয়েবসাইট নাই তাদের জন্য)

 

আসসালামু আলাইকুম

আসুন আগে জেনে নেই

পোর্টফলিও ওয়েবসাইট কি ?


অনলাইনে কাজ করতে চাইলে আপনার পোর্টফলিও ওয়েবসাইট "is a must" . পোর্টফলিও ওয়েবসাইট হচ্ছে আপনার পরিচয়, যোগাযোগের
উপায়, আগের কোন কাজের অভিজ্ঞতা থাকলে তা উল্লেখ করে আপনার নিজ স্কিল দিয়ে বানানো ওয়েবসাইট।

এখন পোর্টফলিও ওয়েবসাইট এ ব্যান্ডউইথড কম হলেও চলে। তাই ৮০০/৯০০ টাকা দিয়ে হস্টিং কেনার কোন
মানেই হয় না। বিশেষ করে আমাদের মত স্টুডেন্ট দের জন্য।

আর তাই আপনাদের সুবিধার জন্য আমি আপনাদের একটি ওয়েবসাইট এর ঠিকানা দিচ্ছি যেখানে আপনি পাবেন

ফ্রী হোস্টিং

সাথে থাকছে আজীবনের জন্য ফ্রী ডোমেইন

আসুন দেখে নেই কি কি সুবিধা পাবেন

1. ৫ গিগাবাইট হোস্টিং

2. ৫০ গিগাবাইট ব্যান্ডউইথড

3. 2 টি email account

4. পি এইচ পি অ্যান্ড মাইএসকিউএল সাপোর্টেড

5. .com সাব ডোমেইনসহ আরও অনেক সুবিধা

কিভাবে সাইন আপ করবেন ?

প্রথমে এখানে যান

হোস্টিং package select করুন ফ্রী

এরপর ডোমেইন চাইবে ফ্রী ডোমেইন select করুন

আপনার ইমেইল আইডি পাসওয়ার্ড ইত্যাদি দিয়ে ফর্ম পুরন করুন

এবার email ভেরিফাই করুন। ব্যাস। পেয়ে গেলেন আপনার ফ্রী domain + Hosting

সবাইকে thanks.

বাংলা লেখার অভ্যাস কম। অনেক কস্ট হল লিখতে। admin যদি ২ click এ টিউন delete করে তবে কিছুই করার নেই।

আশা করি সবাই নিজের নিজের পোর্ট ফলিও সাইট তৈরি করবেন। সবাই ভাল থাকবেন।

আমার নতুন ব্লগ।
আল্লাহ হাফিজ

Level 0

আমি maxearn। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এই ডোমেইন বা হোস্টিং কত দিন ব্যাবহার করতে পারব……………

Level 0

আজীবন @দিপঙ্কর

অসংখ্য ধন্যবাদ। দরকার ছিল। প্রয়োজনীয় জিনিস। এটাতে কি ওয়ার্ডপ্রেস, জুমলা Setup করতে পারবো?

Level 0

হা ভাই পারবেন অবশ্যই । @অনন্ত আকাশ

Level 0

@hoststorebd.com: ধরেন এক্তা সাইট google.com এখন এটার .com subdomain হচ্ছে xyz.google.com ভাল করে পড়ে দেখেন ভাই এটা পোর্টফলিও এর জন্য enough. আপনি কি পোর্ট ফলিও তে ২ গিগা song দিতে চান? professional কাজ করতে চাইলে অবশ্যই paid hosting লাগবে

Level 0

ভাই আমাকে কি কেউ একটা তথ্য দিয়ে সাহায্য করতে পারবেন???যদি পারেন আমি তার কাছে কৃতগ্য থাকবো।
আমি ওয়ার্ডপ্রেস.কম এ একটা সাইট খুলতে চাই।কিন্তু টাকা দিবো কেমনে?ওখানে তো ক্রেডিট কার্ড অথবা পেপাল সাপর্ট করে।এগুলা আমার নাই।তাই এমন কোন প্রতিষ্ঠান আছে কি যে টাকা পে করে দেই।
অথবা আমি একটা বড়ো ভরনের ব্লগ সাইট খুলতে চাই কোন প্রতিষ্ঠান আছে কি যে সাইট খলে দওেয়া থেকে শুরু করে ডেভোলপের কাজ করে দিবে???যদি থাকে আপনার কাছে কোন গুরুত্তপূর্ন মতামত আমাকে দয়া করে জনাবেন নিচে রিপলাই কমেন্টের মাধ্যমে

    @SOPNOCHURA: আপনি অনলাইন এ যে কোন ধরনের কেনাকাটা করার জন্য বা ওয়েব সাইট তৈরি বা এ ধরনের যেকোনো সাহায্যের জন্য নিচের ঠিকানায় যোগাযোগ করতে পারেন।

    যোগাযোগঃ
    ফোনঃ ০১৬৭৩৭১২১২২
    ইমেইলঃ [email protected]

Level 0

ভাই । আপনি টেক টিউনস এ এমন অনেক প্রতিষ্ঠান আছে । credit card লাগ্লে Payoneer.com থেকে ফ্রী তে নিতে পারবেন । ওরাই আপনার ঠিকানা তে পাঠাবে।

Level 0

ভাই দয়াকরে আমাকে একটু বুঝিয়ে বলেন।মানে ডিটেলস বলেন।কোথায় কার কাছে কেমনে???

Level 0

ভাই Payoneer.com টা বুঝলাম ওটা পেতে সে অনেক খড়কুটার বেপার।তাতে আবার আমার ন্যাশনাল আইডি কার্ড নাই।তাই বলি টেকটিউনস এর কারোর সাথে কিভাবে যোগাযোগ করতে পারি??

বাংলাদেশ এর কিছু মানুষের অক্লান্ত চেষ্টা করে করে গরে তুলেছে Freelancer Site
http://www.earninfinity.com/

ভাই আমি পারছি না, এই রকম কিছু দেখাচ্ছে Your computer IP address is blocked from registration. If you are using proxy please disable it and try again. Alternatively you can try to register from a different computer or ask your friend to fill a registration form for you

Level 0

proxy use korben na. Ei site onek smartly proxy detect kore emonki spamming koreche emon report jodi thake rakeo block kore. tobe onek somoy unique ip keo block korte pare. Apni ek kaj koren oder fb page e post koren.

    @maxearn: ভাই আমি কোন প্রকার প্রক্সি ব্যবহার করছি না । আমি নকিয়া পিসি স্যুইট দিয়া নেট চালাই ।