নতুন ওয়েব ডেভেলপারদের প্রথম পছন্দ ফ্রী হোস্টিং। প্রফেসনাল কাজে নামার আগে ফ্রী সাইট দিয়ে প্র্যাকটিস করে নিতে চাইলে ফ্রী হোস্টিং আবশ্যক। গুগল এ সার্চ করতে করতে বিরক্ত হয়ে যাওয়ার পর ও যারা মনের মতন হোস্টিং খুজে পান না তাদের জন্য এই লেখাটি। তবে আগে বলে রাখা ভাল ফ্রী হোস্টিং এর সাথে পেইড হোস্টিং এর কোন তুলনা চলে না। তাই প্রফেশনাল সাইট করতে চাইলে পেইড হোস্টিং কিনে সাইট শুরু করুন। কারন ফ্রী হোস্টিং এ যে কোন সময় আপনার সাইট বন্ধ হয়ে যেতে পারে।যা আমার ক্ষেত্রে ঘটেছিল। ২ মাস অক্লান্ত পরিশ্রমের পর সাইট বন্ধ দেখলে বুক ভেঙ্গে যায় ।যাই হোক তাহলে নিয়ে নিন সেরা দশ ফ্রী হোস্টিং। এটি আমার রেটিং নয়। ফোরাম থেকে প্রকাশিত ।
আজ এ পর্যন্তই । সামনে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভাল থাকুন।
আমি sawankumar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুব ভাল হয়েছে। Biz.nf আমি use করছি।