যাঁরা ফ্রি হোস্টিং খুঁজছেন তাদের জন্য একটি ফ্রি হোস্টিং সাইট

নিজের একটা ব্লগের আকাঙ্ক্ষা প্রায় সব ইন্টারনেট ব্যবহারকারীর-ই থাকে। বর্তমানে ব্লগস্পট, ওয়ার্ডপ্রেস, ব্লগ সহ এরকম অনেক সাইট আছে যারা আপনাকে ফ্রি সাবডোমেইন নিয়ে ব্লগ করার সুবিধা দিয়ে থাকে। আবার dot.tk co.cc এরকম অনেক সাইট আছে যারা আপনাকে তাদের এক্সটেনশন দিয়ে ফ্রি ডোমেইন নেওয়ার সুযোগ দিয়ে থাকে। ঠিক তেমনি অনেক ফ্রি হোস্টিং প্রোভাইডার সাইটও আছে। আজ তেমন একটি সাইটের কথা লিখবো। তাদের নাম ফ্রি হোস্টিং নো এ্যাডস।

সুবিধাসমূহ:

  • এরা আপনাকে দিবে ২০ গিগাবাইট ডিস্ক স্পেস ও ২০০ গিগাবাইট মাসিক ব্যান্ডউইথ।
  • একবার রেজিস্ট্রেশন করে একাধিক হোস্টিং নেওয়ার সুবিধা আলাদা আলাদা ডোমেইন কিংবা সাবডোমেইনের অধিনে। প্রতিটির জন্যই আপনাকে দিবে ১ নং এর সুবিধা।
  • নিজস্ব সাবডোমেইনের ব্যবস্থা। অর্থাৎ, আপনার ডোমেইন না থাকলেও আপনি তাদের সাবডোমেইন নেম ব্যবহার করতে পারবেন।
  • সার্ভার থেকেই মাত্র কয়েক ক্লিকে জনপ্রিয় ওয়েব ডেভেলপমেন্ট সফটওয়্যারগুলো ইনস্টলের সুবিধা।
  • ফ্রি থেকে ভি. আই. পি. তে রেজিস্ট্রেশনের জন্য বাধ্য না করা।
  • এরা আপনার সাইটে কোন ধরনের বিজ্ঞাপণ দিবে না।

অসুবিধাসমূহ:

  • ফ্রি বলে এদের সার্ভার ডাউন টাইম একটু বেশি। তবে খুব বেশি নয়।
  • ২৪ ঘণ্টায় আপনি মাত্র একটি হোস্টিং নিতে পারবেন।
  • ইনঅ্যাক্টিভিটির কারণে (৩০ দিন) আপনার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ হতে পারে। তবে পরবর্তীতে আপনি পুনরায় অ্যাক্টিভ করতে পারবেন। মানে ৩০ দিনে আপনার অন্তত একজন হলেও ভিজিটর দরকার। আপনি নিজে হলেও চলবে।
  • ওদের ফ্রি হোস্টিং প্ল্যানটা এরকম: Hosted domain names 1, FTP accounts 3, Email accounts 3, Mailbox Max Size 10 MB, MySql databases 3, Max daily unique visitors limit 1000 per website

যেভাবে কাজ শুরু করবেন:

  • প্রথমে এই ঠিকানায় যান এবং Join for Free তে ক্লিক করুন।
  • নিচের দিকে খেয়াল করুন লেখা আছে If you want free limited hosting, click here এইখানে ক্লিক করুন।
  • এখন নিচের দিকে দেখুন লেখা আছে If you want a FreeHostingNoAds account, please click here এইখানে ক্লিক করুন।
  • এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে Create Account এ ক্লিক করুন এবং আপনার ইমেইলে গিয়ে ভেরিফাই করে নিন। এরা আপনার ইমেইলে আপনার প্রয়োজনীয় তথ্য পাঠিয়ে দিবে।

সি প্যানেল ব্যবহার করার নিয়ম:

  • এবার আপনি আপনার সি প্যানেলে প্রবেশ করার জন্য এই ঠিকানায় যান।
  • ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করুন।
  • উপরে Horizontal Bar-এ আপনি Control Panel লেখা মেনুতে ক্লিক করুন।
  • Create new account লেখাতে ক্লিক করুন এবং Hosting plan থেকে FreeNoAds সিলেক্ট করে Select চাপুন।
  • Create a New Account পেজ থেকে এদের সাবডোমেইন নিতে চাইলে Subdomain রেডিও বাটন সিলেক্ট করুন না হলে Domain সিলেক্ট করে পাসওয়ার্ড দুইবার দিন ও ক্যাপচা পূরণ করুন। এই পাসওয়ার্ড আপনার সি প্যানেলের পাসওয়ার্ড নয়। আপনার নেওয়া হোস্টিং-এর সার্ভিস অ্যাকসেস করার জন্য এই পাসওয়ার্ড ব্যবহৃত হবে। এরপর Create বাটনে ক্লিক করুন।
  • কয়েক সেকেন্ডের মধ্যে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। ডানপাশে নিচে একটি পপ আপ ম্যাসেজ আসবে। ১০০% হলে View Result-এ ক্লিক করুন অথবা পেজটি রিলোড করুন।
  • এবার আপনার হোস্টিং সি প্যানেলে ঢুকতে আপনার ডোমেইন কিংবা সাবডোমেইনের ডান পাশে Switch বাটনে ক্লিক করুন।
  • এবার দেখুন আপনার সি প্যানেল প্রায় আপনার টাকা দিয়ে কেনা সি প্যানেলের মতো। এখান থেকে যদি আপনি ওয়ার্ডপ্রেস কিংবা জুমলা এই জাতীয় সি. এম. এস. গুলো ইনস্টল দিতে চান তবে Website অংশের Auto Installer লেখা বাটনে ক্লিক করুন। দুইটা পপ আপ ম্যাসেজ প্রদর্শিত হবে ডান পাশে নিচে। ১০০% না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এর জন্য কয়েক সেকেন্ড সময় লাগবে। আশা করছি বাকিটা আপনি নিজেই পারবেন। না পারলে কমেন্ট করে জানাবেন।

আরও কিছু:

নতুন ডোমেইনের অধিনে হোস্টিং নিতে চাইলে ২৪ ঘণ্টা পরে “সি প্যানেল ব্যবহার করার নিয়ম” কাজগুলো পুনরায় করুন। ওদের হোস্টিং সি প্যানেলে সাবডোমেইন নেওয়ার অপশন আছে। তবে আমি এটায় কাজ করিনি। আপনি কাজ করে দেখতে পারেন।

অপ্রয়োজনীয় কিছু কথা:

এই লেখাটি প্রথম প্রকাশিত হয় এইখানে। আমার একটি ছোট্ট আর পঁচা ব্লগ আছে নাম Janlewala চাইলে ঘুরে আসতে পারেন। যদি কেউ এই লেখাটি পড়ে এইখান থেকে হোস্টিং নিয়ে থাকেন তবে টিটি-এর সবাইকে না হোক অন্তত আমাকে মিষ্টি খাওয়াতে ভুলবেন না। আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি আমার মিষ্টি খাওয়ায় কোন বারণ নেই।

Level 0

আমি ঘুমন্ত দয়াল বাবা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 102 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

faltu akta post, r arkom post korben na

    @rafiqul28: মন্তব্য করার অধিকার আপনার আছে। কিন্তু আপনার মন্তব্যের ব্যাখ্যা করুন। টাইটেলের সাথে লেখার সামাঞ্জস্য নাই? প্রয়োজনীয় কথাগুলো লেখা নাই? পড়ার জন্য অন্য সাইটে রেফার করা হচ্ছে? সবাইকে পড়ার জন্য প্ররোচিত করা হচ্ছে? অন্যের লেখা নিজের বলে চালিয়ে দেওয়া হচ্ছে? নাকি এধরনের লেখা টিটি-তে দেওয়া নিষেধ? ….. আশা করি কারণটা ব্যাখ্যা করবেন।…… এখানে যতো পোস্ট আসে সব পোস্টগুলো সবার কাজে লাগবে না। এটাই স্বাভাবিক। এইটা নিয়ে কেউ আগে পোস্ট করেছেন কিনা আমি জানি না। করলে বলবেন। আর সে যদি আপত্তি করে তবে আমি পোস্টটি সরিয়ে নিবো। মন্তব্যের ধরণ দেখে বোঝা যাচ্ছে আপনি কতোটা সভ্য জগতের লোক।

    Level 0

    @rafiqul28: একটা প্রয়োজনীয় জিনিস।সাইট তৈরিতে কাজে লাগতে পারে।সুন্দর একটি পোস্টট।আপনার এমন মন্তব্য ঠিক নয় বলে আমি মনে করি।

ভালো লিখেছেন ভাই ।

Vai edhoroner loker kothay kichu mone korben na.voddrota kake bole sekheni.jaihok thanks sundor posttir jonno.amar akta kena domain ache.seta diye ki ami ai free hosting babohar korte parbo?parle kivabe?bistarito janale khusi hobo.

    @লাল ঘোড়া: হ্যাঁ পারবেন। এই জন্য আপনাকে এই পোস্টের “সি প্যানেল ব্যবহারের নিয়ম” অংশটুকু মনোযোগ দিয়ে পড়তে হবে। ৫নং এর ডোমেইন নেম এর ক্ষেত্রে আপনার ডোমেইন নেমটি দিয়ে অ্যাকাউন্ট তৈরি করুন। এরপর ৭নং নিয়মের মতো করে হোস্টিং প্যানেলে ঢুকুন। ডানপাশে Account Information অংশে দেখতে পাবেন আপনার ডোমেইন নেম, আই.পি. অ্যাড্রেসসহ তথ্য সমূহ। এখান থেকে আই.পি. অ্যাড্রেস কপি করুন (সার্ভার আই. পি. নয়)।…… এবার আপনার ডোমেইন এর কন্ট্রোল প্যানেলে প্রবেশ করুন (ডোমেইন এর কন্ট্রোল প্যানেলে ঢুকতে না পারলে আপনার ডোমেইন রেজিস্ট্রারের সাথে যোগাযোগ করে তথ্যগুলো জেনে নিন)। DNS setting-এ প্রবেশ করুন। এখানে অনেকগুলো অপশন পাবেন। যেমন: A(Record), AAAA(Record), CName(Alias), MX(mail) এই ধরনের কিছু রেকর্ড। এখান থেকে আপনাকে A(Record) সিলেক্ট করতে তবে। Host অংশ খালি রেখে IP Address অংশে আপনার কপিকৃত আই. পি. টি দিন। আবার একটি A(Record) সিলেক্ট করুন। Host অংশে www লিখে IP Address অংশে আপনার কপিকৃত আই. পি. টি দিন। সেভ করুন। কাজটি সফলভাবে হতে ১মিনিট থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে।…… এক এক ডোমেইন রেজিস্ট্রারের ডোমেইন কন্ট্রোল প্যানেল এক এক রকম হতে পারে। তবে DNS অপশনে উল্লিখিত অপশনগুলো পাবেন। তার আগে জেনে নিন আপনার ডোমেইনের ফুল কন্ট্রোল আপনার আছে কি-না? আপনি DNS অ্যাকসেস করতে পারবেন কি-না?………. পারলে জানাবেন। না পারলে মন্তব্য করবেন। টিটি-তে খুঁজুন কিংবা গুগলে সার্চ দিন। অনেক তথ্য পাবেন।

Level 0

তথ্যবহুল কাজের পোষ্ট। ধন্যবাদ

সুন্দর টিউনের জন্য ধন্যবাদ, যদিও “The daily signup limit has been exceeded. Please try again tommorow.” এর কারনে সাইন আপ করতে পারলাম না।

আর হ্যাঁ, আপনার টিউনে প্রথম মন্তব্যকারীর প্রোফাইলটা দেখলাম। আপনার প্রতিউত্তরের শেষ লাইনটি প্রমানিত হয়। মাত্র তিন মাস আগে সদস্য হয়ে, কোন টিউন না করে তিনি একটি ওয়েব ঠিকানা দিয়েছেন তার প্রোফাইলে। ওখানে ঘুরে আসলেই বোঝা যাবে উনি ব্যক্তিটি কেমন।
উনার প্রোফাইল লিংকঃ https://www.techtunes.io/tuner/rafiqul28
আর যে ওয়েবসাইটের লিংক তিনি দিয়েছেনঃ http://www.monohardinetwork.blogspot.com/

    @অদৃশ্য: হ্যাঁ, আমিও দেখেছি। উনি মন্তব্য করার পরপরই। কাউকে আক্রমণ করা আমাদের উদ্দেশ্য নয়। ভুল তো মানুষই করে। হয়তো এই পোস্টটি পড়ার সময় রফিক ভাইয়ের কোন কারণে মনটা খারাপ ছিলো। আসলে পোস্টটি লিখার পরে প্রথম মন্তব্যটা এরকম দেখে আমারও একটু খারাপ লেগেছিলো। তাই আমিও একটু বাজে ব্যবহার করে ফেলেছি। যারা পোস্ট লিখেন তারা জানেন একটি পোস্ট লিখতে কতোটা কষ্ট হয়।

      @ঘুমন্ত দয়াল বাবা: আপনার দৃষ্টিভঙ্গিটি দারুন প্রশংসনীয়। টেকটিউনস আপনাদের মত টিউনারের জন্যই বাংলায় অনন্য সাধারন একটি ব্লগ হয়ে উঠেছে।

    Level 0

    @অদৃশ্য: ব্লগ এর লিখা গুলো পরে আমি হাসতে হাসতে শেষ rafiqul28 ভাই এর। “আমাদের সামরিক সমস্যার জন্য অল্প কিছুনের জন্য সাইটি বন্ধ করা হল ।আপনাদের সামরিক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত” What the hell is সামরিক??? হাহাহাহা!!!

সবাইকে ধন্যবাদ। গঠনমূলক মন্তব্য করার জন্য কৃতজ্ঞ। যদি কারও উপকারে লাগে তবে আমার পোস্টটি সার্থক। ভালোর সাথে থাকার জন্য সবাইকে অভিনন্দন।

পোস্ট ভাল হয়েছে, চালিয়ে যান। আমরা আছি আপনার সাথে।

খুব সুন্দর লিখেছেন! 🙂 ভাইয়া, আপনার সাথে ফেসবুকে একটু যোগাযোগ করতে পারি?

    @প্রীতম চক্রবর্তী: আপনার হয়তো পোস্টটি দরকার। আপনার মতো আরও পাঁচ জনের এই পোস্টটি দরকার হতে পারে। আপনি যদি কোন সমস্যায় পড়েন বা কোন সাহায্য দরকার হয় তবে এইখানেই লিখতে পারেন। আমি না পারলেও এখানে অনেক অভিজ্ঞ টিউনাররা আছেন তাঁরা আপনাকে সাহায্য করতে পারবেন। হয়তো আপনার মাধ্যমেই আরও পাঁচ জনের উপকার হতে পারে।……… আপনি আমার নাম দিয়ে ফেসবুকে সার্চ করেন; পেয়ে যাবেন।

Level 0

Eai lekhata ken dekhailo vai?
“Your computer IP address is blocked from registration. If you are using proxy please disable it and try again. Alternatively you can try to register from a different computer or ask your friend to fill a registration form for you.”

    @biplob roy: ওরা তো আপনাকে একটা ম্যাসেজ দিলোই। আমি এধরনের সমস্যায় পড়ি নি। ওরা যে সকল সমস্যা কারণ হিসেবে উল্লেখ করলো দেখুন তার কোনটা আপনার আছে কি-না? আপনি ওদের কোন টার্মস ভঙ্গ করেছেন কি-না? ওরা যে কোন কারণে আপনার আই. পি. টা ওদের ব্লাক লিস্টে রেখেছে। না হলে ওদের উপদেশটা পালন করে দেখতে পারেন।

Level 0

Vai 000webhost e jan tader reputation onek valo ebong 99% uptime feed back ase ami 2 years dhore use kori.

    @Soab: ফ্রি হোস্টিং-এর ক্ষেত্রে সম্ভবত 000webhost-ই সেরা (অধিকাংশের মতে)। আমি কিন্তু ব্লগস্পট ছাড়া অন্য কিছু ব্যবহার করি না। 000webhost নিয়ে পোস্ট টিটি-তে আছে। https://www.techtunes.io/web-development/tune-id/178555 এটা পড়তে পারেন (দরকার হলে)। শুধু জানানোর জন্য এই পোস্টটি। জানতে আর জানাতে তো কোন দোষ নাই। ধন্যবাদ মন্তব্য আর উপদেশের জন্য।

Vai osadaron upni.Onek sundor lekhacen.Oi sob faltu loker kothay keshu mone korben na.Ora id open kore lok jon ke sudu baje comment korar jonno.jahok valo thakhun…

rafiq28 কি বাইছা আহে……..?…(mooning)

@Biswajit Das: অবশ্যয়ই যায়। “লাল ঘোড়া” ভাইয়ের মন্তব্যের প্রতিউত্তর দেখুন। ডোমেইন কন্ট্রোল প্যানেলের জন্য http://my.dot.tk তে যান। লগইন করুন। Domain Panel থেকে আপনার ডোমেইনের Modify লেখা অপশনে ক্লিক করুন। Dot TK DNS Service রেডিও বাটন সিলেক্ট করুন। Type থেকে A Record সিলেক্ট করুন। Host Name খালি রাখুন অথবা আপনার ডোমেইন নেমটি লিখুন। IP Address-এ আপনার আই.পি. টি লিখুন। Add New-তে ক্লিক করুন। Type থেকে A Record সিলেক্ট করুন। Host Name ঘরে www লিখুন অথবা http://www.yourdomain.tk লিখুন। IP Address-এ আপনার আই.পি. টি লিখুন। সবশেষে সেভ করুন। ৫ মিনিটের মধ্যে আপনার ডি.এন.এস. চেঞ্জ হয়ে যাবে।

kal rat 10 ta theke ajke bikal 10 ta porjonto ami ekta free hosting khujtesi.
free hosting er ta ovab nai,,,,,,,,,,,,,,,,,,but amon kono free hosting er website jana thakle janaben pls : jekhane phpmyadmin & MySQL database remotely access kora jai.

ami ekhono khuje pelam na ….remotely connect hoyar jonno MySQL database er sathe.
cz amr loging & user forum creat korar khub issa.
1 hour ghumaisi,,,,,,,,,,ar sara rat etar pisonei asi.
apner amon kono website er nam jana thakle ektu janaben pls.

apner lekhata onek sundor hoise,,,,,,onek sohoj kore lekhar jonno dhonnobad.sobar bujhte easy hobe.

পোষ্ট ‍ভাল হয়েছে ধন্যবাদ শেয়ার করার জন্য

Level 0

এটা তো লিমিটেড টাইম এর জন্য মনে হচ্ছে। এবং টাইম এর পর অনেক high rate charge. পুরা ফ্রী কোন Hosting নাই???

    @Sabbir: এটা ফ্রি। দেখুন সুবিধাসমূহের মধ্যে বলা আছে “ফ্রি থেকে ভি. আই. পি. তে আপগ্রেড করতে বাধ্য না করা”। তবে লিমিটেশনগুলো ওদের সাইট থেকে আরও ভালো করে দেখে নিতে পারেন।

Level 0

ভাই পেজ এর ছবি তা load হচ্ছেনা তা image verification korte partesina Oops,,,,

    @djjmahbub: আপনার নেট স্পিড ১৫০ KBPS হলেও তো পারার কথা। আমাদের দেশের নেটের স্পিড কম হওয়ার কারণে সমস্যা হতে পারে।

Level 0

@ ঘুমন্ত দয়াল বাবা ami sob kichu thik moto korsi but amar site e dhukte gele godaddy er page aisa pore >>>>>>>>>>. ki korbo ?

Bhai ami registration korte parchina.
“Your computer IP address is blocked from registration. If you are using proxy please disable it and try again. Alternatively you can try to register from a different computer or ask your friend to fill a registration form for you.”
Aita dekhachhe. Ki korbo bhai?

nice oice vai really nice