নিজের একটা ব্লগের আকাঙ্ক্ষা প্রায় সব ইন্টারনেট ব্যবহারকারীর-ই থাকে। বর্তমানে ব্লগস্পট, ওয়ার্ডপ্রেস, ব্লগ সহ এরকম অনেক সাইট আছে যারা আপনাকে ফ্রি সাবডোমেইন নিয়ে ব্লগ করার সুবিধা দিয়ে থাকে। আবার dot.tk co.cc এরকম অনেক সাইট আছে যারা আপনাকে তাদের এক্সটেনশন দিয়ে ফ্রি ডোমেইন নেওয়ার সুযোগ দিয়ে থাকে। ঠিক তেমনি অনেক ফ্রি হোস্টিং প্রোভাইডার সাইটও আছে। আজ তেমন একটি সাইটের কথা লিখবো। তাদের নাম ফ্রি হোস্টিং নো এ্যাডস।
সুবিধাসমূহ:
- এরা আপনাকে দিবে ২০ গিগাবাইট ডিস্ক স্পেস ও ২০০ গিগাবাইট মাসিক ব্যান্ডউইথ।
- একবার রেজিস্ট্রেশন করে একাধিক হোস্টিং নেওয়ার সুবিধা আলাদা আলাদা ডোমেইন কিংবা সাবডোমেইনের অধিনে। প্রতিটির জন্যই আপনাকে দিবে ১ নং এর সুবিধা।
- নিজস্ব সাবডোমেইনের ব্যবস্থা। অর্থাৎ, আপনার ডোমেইন না থাকলেও আপনি তাদের সাবডোমেইন নেম ব্যবহার করতে পারবেন।
- সার্ভার থেকেই মাত্র কয়েক ক্লিকে জনপ্রিয় ওয়েব ডেভেলপমেন্ট সফটওয়্যারগুলো ইনস্টলের সুবিধা।
- ফ্রি থেকে ভি. আই. পি. তে রেজিস্ট্রেশনের জন্য বাধ্য না করা।
- এরা আপনার সাইটে কোন ধরনের বিজ্ঞাপণ দিবে না।
অসুবিধাসমূহ:
- ফ্রি বলে এদের সার্ভার ডাউন টাইম একটু বেশি। তবে খুব বেশি নয়।
- ২৪ ঘণ্টায় আপনি মাত্র একটি হোস্টিং নিতে পারবেন।
- ইনঅ্যাক্টিভিটির কারণে (৩০ দিন) আপনার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ হতে পারে। তবে পরবর্তীতে আপনি পুনরায় অ্যাক্টিভ করতে পারবেন। মানে ৩০ দিনে আপনার অন্তত একজন হলেও ভিজিটর দরকার। আপনি নিজে হলেও চলবে।
- ওদের ফ্রি হোস্টিং প্ল্যানটা এরকম: Hosted domain names 1, FTP accounts 3, Email accounts 3, Mailbox Max Size 10 MB, MySql databases 3, Max daily unique visitors limit 1000 per website
যেভাবে কাজ শুরু করবেন:
- প্রথমে এই ঠিকানায় যান এবং Join for Free তে ক্লিক করুন।
- নিচের দিকে খেয়াল করুন লেখা আছে If you want free limited hosting, click here এইখানে ক্লিক করুন।
- এখন নিচের দিকে দেখুন লেখা আছে If you want a FreeHostingNoAds account, please click here এইখানে ক্লিক করুন।
- এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে Create Account এ ক্লিক করুন এবং আপনার ইমেইলে গিয়ে ভেরিফাই করে নিন। এরা আপনার ইমেইলে আপনার প্রয়োজনীয় তথ্য পাঠিয়ে দিবে।
সি প্যানেল ব্যবহার করার নিয়ম:
- এবার আপনি আপনার সি প্যানেলে প্রবেশ করার জন্য এই ঠিকানায় যান।
- ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করুন।
- উপরে Horizontal Bar-এ আপনি Control Panel লেখা মেনুতে ক্লিক করুন।
- Create new account লেখাতে ক্লিক করুন এবং Hosting plan থেকে FreeNoAds সিলেক্ট করে Select চাপুন।
- Create a New Account পেজ থেকে এদের সাবডোমেইন নিতে চাইলে Subdomain রেডিও বাটন সিলেক্ট করুন না হলে Domain সিলেক্ট করে পাসওয়ার্ড দুইবার দিন ও ক্যাপচা পূরণ করুন। এই পাসওয়ার্ড আপনার সি প্যানেলের পাসওয়ার্ড নয়। আপনার নেওয়া হোস্টিং-এর সার্ভিস অ্যাকসেস করার জন্য এই পাসওয়ার্ড ব্যবহৃত হবে। এরপর Create বাটনে ক্লিক করুন।
- কয়েক সেকেন্ডের মধ্যে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। ডানপাশে নিচে একটি পপ আপ ম্যাসেজ আসবে। ১০০% হলে View Result-এ ক্লিক করুন অথবা পেজটি রিলোড করুন।
- এবার আপনার হোস্টিং সি প্যানেলে ঢুকতে আপনার ডোমেইন কিংবা সাবডোমেইনের ডান পাশে Switch বাটনে ক্লিক করুন।
- এবার দেখুন আপনার সি প্যানেল প্রায় আপনার টাকা দিয়ে কেনা সি প্যানেলের মতো। এখান থেকে যদি আপনি ওয়ার্ডপ্রেস কিংবা জুমলা এই জাতীয় সি. এম. এস. গুলো ইনস্টল দিতে চান তবে Website অংশের Auto Installer লেখা বাটনে ক্লিক করুন। দুইটা পপ আপ ম্যাসেজ প্রদর্শিত হবে ডান পাশে নিচে। ১০০% না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এর জন্য কয়েক সেকেন্ড সময় লাগবে। আশা করছি বাকিটা আপনি নিজেই পারবেন। না পারলে কমেন্ট করে জানাবেন।
আরও কিছু:
নতুন ডোমেইনের অধিনে হোস্টিং নিতে চাইলে ২৪ ঘণ্টা পরে “সি প্যানেল ব্যবহার করার নিয়ম” কাজগুলো পুনরায় করুন। ওদের হোস্টিং সি প্যানেলে সাবডোমেইন নেওয়ার অপশন আছে। তবে আমি এটায় কাজ করিনি। আপনি কাজ করে দেখতে পারেন।
অপ্রয়োজনীয় কিছু কথা:
এই লেখাটি প্রথম প্রকাশিত হয় এইখানে। আমার একটি ছোট্ট আর পঁচা ব্লগ আছে নাম Janlewala চাইলে ঘুরে আসতে পারেন। যদি কেউ এই লেখাটি পড়ে এইখান থেকে হোস্টিং নিয়ে থাকেন তবে টিটি-এর সবাইকে না হোক অন্তত আমাকে মিষ্টি খাওয়াতে ভুলবেন না। আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি আমার মিষ্টি খাওয়ায় কোন বারণ নেই।
faltu akta post, r arkom post korben na