আজকে কথা না বাড়িয়ে টিউন শুরু করছি।
ধরুন আপনার এক আত্মীয় অথবা, বন্ধু তার কম্পিউটারের রাউটার অথবা, নেটওয়ার্ক ঠিক করতে আপনাকে খবর পাঠালো। কথা মত আপনি সেখানে গেলেন, দেখলেন রাউটারের ব্র্যান্ড নেম বাদ দিয়ে অন্য কোন ইনফরমেশন নেই। এই ক্ষেত্রে আপনি কি করবেন সেই রাউটারের ডিটেইলস জানতে?
প্রথমে আপনি রাউটারের ডিফল্ট আইপি জানার চেষ্টা করবেন, তারপর, রাউটার সেট-আপের জন্য ডিফল্ট উইজার নেম এবং পাসওয়ার্ড।
এখন, কিভাবে জানবেন?
প্রথম উপায়ঃ রাউটারের সাথে কম্পিউটারের সব সংযোগ ঠিকমত দিন।
তারপর, Run -> CMD টাইপ করে ইন্টার চাপুন -> তারপর, ipconfig টাইপ করে ইন্টার চাপুন।
এখন, Default Gateway-এর পাশে 192.168.x.x অথবা, 10.1.x.x দেখতে পাবেন। সেটাই আপনার রাউটার ডিফল্ট আইপি এড্রেস।
দ্বিতীয় উপায়ঃ নিচের পিডিএফ ফাইলটি সংগ্রহ করুন।
এড্রেস তো পেলেন এখন, রাউটারে লগ ইন করবেন কিভাবে?
দুইভাবে আপনি করতে পারেন, প্রথমত আপনি নিচের পিডিএফ ফাইল থেকে জেনে নিন ডিফল্ট উইজার নেম ও পাসওয়ার্ড। অন্যথায়, যদি পাসওয়ার্ড-উইজার নেম গ্রহণ না করে তাহলে, রাউটারের পেছনে ছোট রিসেট বাটনটি একটি আলপিন/সুই দিয়ে ৫ থেকে ১০ সেকেন্ড ধরে রাখুন। দেখবেন, রাউটার রিস্টার্ট হচ্ছে। তারপর, আবার চেষ্টা করে দেখুন।
এখানে কিছু রাউটারের ডিফল্ট আইপি দেয়া হলঃ
রাউটার প্রস্তুতকারক – ডিফল্ট আইপি
3Com - 192.168.1.1
Apple - 10.0.1.1
Asus – 192.168.1.1, 192.168.1.220
Belkin – 192.168.2.1, 10.1.1.1
Buffalo - 192.168.11.1
Dell - 192.168.1.1
D-Link - 192.168.0.1, 0.30, 0.50, 1.1, 10.1.1.1
Linksys - 192.168.0.1, 1.1
Microsoft - 192.168.2.1
Motorola - 192.168.10.1, 20.1, 30.1, 62.1, 100.1, 102.1, 1.254
MSI - 192.168.1.254
Netgear - 192.168.0.1, 0.227
Senao - 192.168.0.1
SpeedTouch - 10.0.0.138, 192.168.1.254
Trendnet - 192.168.0.1, 1.1, 2.1, 10.1,
U.S. Robotics-192.168.1.1, 2.1, 123.254
Zyxel – 192.168.1.1, 2.1, 4.1, 10.1, 1.254, 10.0.0.2, 0.138
আরো আইপি, উইজার নেম, পাসওয়ার্ড পাবেন এই ৬ পৃষ্টার পিডিএফ ফাইলেঃ http://www.answersthatwork.com/Download_Area/ATW_Library/Networking/Network__4-List_of_default_Router_Admin_Passwords_and_IP_addresses.pdf
তাহলে আজ এই পর্যন্ত
এরকম অনেক কিছু পাবেন http://www.facebook.com/CY133R পেজে
আর যে কন সমস্যায় আমি আছি http://www.facebook.com/techfreak.unknown এ
Allah Hafez
আমি রাশেদ রাহুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 53 টি টিউন ও 50 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
@rashed rahul: Amake impressed korar moto ekta tune. 😉
ami netwoking sctor a to amar jonno heavy kajer ekta jinish tai print dia fellam.
Donnobad dear ei rokom kajer ekta jisnh share korar jonno. 🙂