যদি আপনি ব্লগটিকে বাংলায় রুপ দিতে চান তবে এখান থেকে bn_BD.mo ফাইলটি ডাউনলোড করুন এবং এটি আপলোড করুন আপনার ওয়ার্ডপ্রেস হোস্টের wp content>Languages ফোল্ডারের ভেতর। Languages ফোল্ডার না থাকলে তৈরী করে নিন। এরপর wp-config.php ফাইলটি খুলুন এবং নিচের ছবির দেখানো অংশের মত ইনবার্টেড কমা দুটির মাঝে bn_BD লিখে দিন।
ওয়ার্ডপ্রেস এর বিল্ট থিম কার ভাল লাগে যেখানে নেটে একটু সার্চ দিলেই পাওয়া যায় ওয়ার্ডপ্রেসের দারুন সব থিম। সেই সব থিম থেকে আপনার পছন্দমত থিমটি ডাউনলোড করুন এবং আপলোড করুন হোস্টের ওয়ার্ড প্রেস ফোল্ডার এর wp contect>theme ফোল্ডারের ভেতর (অবশ্য এই আপলোড প্রক্রিয়াটি আপনি ড্যাশবোর্ড থেকেও করতে পারেন)। তারপর ড্যাশবোর্ড থেকে থিম ট্যাবে গিয়ে পছন্দের থিমটিতে Active ক্লিক করে একটিভ করুন।
যদি থিমটিও বাংলা করতে চান তবে থিম এডিটরে গিয়ে Home বা Comment এসব শব্দগুলো ধরে ধরে বাংলা করে দিন তবে খবরদার কোডের মধ্যে না বুঝে হাতাইয়েন না। এরপর থিম এডিটরের CSS ফাইলটি ওপেন করে ফন্ট ফ্যমিলির ফন্ট গুলোর জায়গায় এই লাইনটি রিপ্লেস করুন।
SolaimanLipi,’Lucida Grande’, ‘Lucida Sans Unicode’, Verdana, sans-serif;
আর ফন্টগুলোর সাইজও একটু বাড়িয়ে দিন।
আমি প্রযুক্তি প্রেমী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 2157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কিছু শব্দ বাংলা কোন ফাইলে গিয়ে করব বুঝতে পারছিনা যেমন-Home,Leave a Reply,Logged in as, Log out।
এটু বলবেন প্লিজ!