এই পদ্ধতিটি অপেক্ষাকৃত সহজ। এ পদ্ধতিতে ওয়ার্ডপ্রেস এর ফোল্ডারটি ডাউনলোডের পর তা আনজিপ করে সরাসরি ফোল্ডারটি আপলোড করুন আপনার হোস্টিং এর ভেতরে আপনি যেই ডোমেইনে ইনস্টল করতে চান সেই নামে একটি ফোল্ডার তৈরী করে তার মধ্যে public_html অথবা htdocs ফোল্ডার তৈরী করে তার ভেতরে। অর্থাৎ হোস্টিং এর ফাইল ম্যানেজার>ডোমেইন.কম(উদাহরন) নামের ফোল্ডার>htdocs ফোল্ডারের ভেতর। অনেক সময় ডোমেইন এটাচ করার পর আপনাআপনি এই ফোল্ডারগুলো তৈরী হয়ে থাকে। আপলোডের পর ব্রাউজার থেকে এবার সেই ডোমেইনটি ব্রাউজ করুন। তাতে নিচের মত পেইজটি আসবে। এরপর এখানে Create a Configuration File এ ক্লিক করুন।এরপর যে পেজ আসবে তাতে Lets go তে ক্লিক করুন।
এরপর যে পেজ আসবে তাতে নিচের পেজ এর মত করে যে ডেটাবেজ এ ইনস্টল করতে চান সেই ডেটাবেজের নাম, ডেটাবেজ ইউজার নাম, পাসওয়ার্ড এবং মাইএসকিউএল হোস্টের নাম দিয়ে Submit বাটনে ক্লিক করুন।
এরপর নিচের মত পেজ আসলে তাতে Run the Install এ ক্লিক করুন।
এরপর ইনস্টল পেজ আসলে তাতে ব্লগের এডমিন ইউজার নেম, পাসওয়ার্ড আর ইমেইল বসিয়ে Install WordPress এ ক্লিক করুন।
হূমম এ পদ্ধতিতেও তৈরী হয়ে গেল আপনার ওয়ার্ডপ্রেস ব্লগ।
আমি প্রযুক্তি প্রেমী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 2157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।