ooowebhost এর ভেরিফিকেশন সমস্যার সমাধান

000webhost.com একটি বহুল প্রচলিত হোস্টিং কাম্পানী। কয়েকমাস আগে বেশ সুনাম শুনে সেখানে একটি একাউন্ট খুলি। কিন্তু ওরা একাউন্ট খুললেই সাথে সাথে হোস্ট করতে দেয় না। ম্যানুয়াল ভেরিফিকেশনের জন্য সময় চায়। ত এরপর ১০ দিন যায় ১মাস যায় ওরা ত আর আমার একাউন্ট একটিভ করে না। আমি ভাবলাম হয় ভুয়া না হলে বাংলাদেশ থেকে হয়ত খোলা যাবনা। তাই এটাকে আমি ভুলে যাই এবং অন্য ফ্রি হোস্ট দিয়া কাজ চালালাম।

সেদিন "টেকটিউনস টিউনার" নামে একজন টিউনারের নিজস্ব ডোমেইন নেমে Webhosting!1500MB Disk Space নামক লেখাটি পড়ে আবার সেখানে যাই। কিন্তু ৬মাস পরও দেখি একাউন্ট আন্ডার ভেরিফিকেশন।
কেমন লাগে।

গেলাম ওদের ফোরামে, এবং পেলাম সমাধান। দেখলাম আমার মতই পোল্যান্ডের একজন ওদের কাস্টমার সার্ভিসে অনুরোধ করে পোস্ট দেয়ার কয়েক ঘন্টা পরেই রিপ্লাই এবং তারা বলল একাউন্ট একটিভ!! তাই আমিও  তাই করলাম এবং ঐদিনই একটিভ হলাম।

তাই নিচের স্টেপস অনুসরন করুন

১. কাস্টমার এসিস্টেন্স এ যান

২. রেজিস্ট্রেশন করুন।

৩. একটা পোস্ট দিন রিকোয়েস্ট করে।

আমার পোস্টটি দেখতে পারেন আমি কি লিখেছিলাম।

Level 0

আমি অলোক মিস্ত্রী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 95 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই, ফোরাম এ তো রেজিস্টেরেশন তো করতে পারছি না। please help me. শুধু ”
“To register on this forum you must be our free hosting client and you must use the same email address as you use to login to members area. At the moment we do not have any active client with the email address you have provided.”

মেসেজ দেখাচ্ছে। আমি তো মেম্বার এরিয়া এর e-mail address ই দিছি। আর registration না করেতো মেসেজ পোষ্ট করা যাচ্ছে না।

হমম। আপনি যদি নতুন একাউন্ট খুলে থাকেন তবে কিছুদিন অপেক্ষা করুন । আর আমি পরে দেখছি কেন এমন হল।

Mamma Reffaral diya koto kamaila???

20 ta Reffaral hoice??? Taka ki paicen amar matro 18 ta already active user ace. ar matro 2 ta baki,..

    ফয়সল,

    ১। আমি ত এখানে কোন রেফারাল দেইনি!
    ২। ০০০ওয়েবহোস্ট এর ফ্রি-হোস্টিংটা মোটামুটি ভাল কিন্ত রেফারালটা স্ক্যাম। বুঝেছেন আশাকরি। আপনার এবিষয়ে উচ্চাশা থাকলে কপাল ফেটেছে। ধন্যবাদ।

ভাই আমি ৪/৫ দিন আগে রেজিষ্ট্রেশন করে দেখি যে ভেরিফাই হয় নাই কিন্তু আজ আপনার টিউন টি দেখে ভাল লাগল ট্রাই করে দেখি ?