কেমন আছেন সবাই? সকলকে আমার সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমার ধারাবাহিক পোস্টের ২য় পর্ব শুরু করতে যাচ্ছি । আশা করি এটা আপনাদের ( নতুনদের
জন্য অনেক কাজে লাগবে।
যাই হউক আর কথা বারাব না । এবার কাজের কথায় আসি । আমরা যখন Wapka তে আমাদের সাইট গুলো বানাই , নতুন অবস্থায় এই সাইট গুলো একটি মোবাইলের ভেতরে দেখা যায় ( কম্পিউটার থেকে ) । সেই সাথে সাইটের নিচে ( :=: ) এই ধরনের একটা সিম্বল দেখা যায় ।
শেষ হয়ে গেল আপনার সাইটের সেটিংস পর্ব । আগামী পর্ব গুলো থেকে আপনাদের শিখান হবে " Wapka.Mobi " building বিষয় গুলো নিয়ে । আজ এ পর্যন্তই । ভুল হলে ক্ষমা করে দিবেন । আর কোন কিছু বলার থাকলে কমেন্ট করতে পারেন । আর যারা WEB/Wap Master হতে চান তার আমাদের Web Designing & Web Marketing ( নিজেই গড়ে তুলুন সাইবার ওয়ার্ল্ড ) গ্রুপে জয়েন করতে পারেন ।
ধন্যবাদ সকলকে , ভালো থাকবেন ।
আমি হিম্মত আলী হিমু। CEO, MSNCLOUD, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 128 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Web Designer And Developer . Computer System Engineer @ SARK Computer & Solution Center (2011-2016). iT engineer - UK Computer & Service Center (2016-2017). Owner Of www.msncloud.net Computer specialist - RAFA Mobile and Computer (2020-2021)
No Comment Here!
🙁