হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ? আশা করি অনেক অনেক ভাল আছেন। যাই হোক সচারাচর আমরা অনেক সাইটে দেখে থাকি যে পপ আউট ফেসবুক লাইক বক্স। এর মাধ্যমে খুব সহজেই আপনার ভিসিটরকে আপনার ফেসবুক পেজে লাইক দেয়ার জন্য অনুরোধ করা যায়। আর সোস্যাল মিডিয়া মানেই তো ফেসবুক। সেটা কে না জানে। আর এই পপ আউট বক্সের রয়ছে কিছু সুবিধা যা নিচে আলোচনা করা হলঃ
সুবিধা সমূহঃ
১. এই পপ আউট বক্সটি সকল ব্রাউসারে সাপোর্ট করে। তাই এ নিয়ে নিশ্চিন্ত থাকুন।
২.এই পপ আউট বক্সে লাইট ইফেক্ট হওয়ার সহজেই ভিসিটরের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম।
৩. Close বাটন থাকায় সহজেই ভিসিটর এটি Close করতে পারবেন।
৪. এটা খুব দ্রুত লোড হয়। এবং আপনি সহজেই ইন্সটল করতে পারেন।
৫. এটি সাধারণ কিন্তু Dashing ডিসাইনেবল।
যেভাবে ব্লগস্পট ব্লগে এই পপ আউট বক্স যুতক করবেনঃ
১. প্রথমে আপনি আপনার ব্লগের এডমিন প্যানেলে লগ ইন করতে ব্লগারেঃ http://Www.Blogger.Com এ যান।
২. এবার আপনার নির্দিষ্ট ব্লগটি সিলেক্ট করুন।
৩. এবার Layout এ ক্লিক করুন।
৪.এবার Add A Gadget সিলেক্ট করুন।
৫. বক্সটি ওপেন হলে Html/JavaScript এ ক্লিক করুন।
৬. এবার নিচে দেয়া কোডটি কপি করে Elecment লেখা স্থানে পেস্ট করুন এবং Title এ কিছু লিখবেন নাহ।
৭. কিছু Customization আছে । নীল কালারে লেখা “FmGuys” মুছে আপনার ফেসবুক পেজের ইউসার নেম লিখুন। এবং লাল কালারে লেখা “Receive all updates via Facebook. Just Click the Like ButtonBelow” মুছে আপনার ইচ্ছা মত ম্যাসেজ লিখতে পারেন।
৭. এবার সেভ করে বেরিয়ে আসুন। আর দেখুন কাজ হচ্ছে কিনা।
প্রয়োজনীয় কোডঃ
<script src='http://ajax.googleapis.com/ajax/libs/jquery/1.5/jquery.min.js'></script> <script src="https://gj37765.googlecode.com/svn/trunk/html/[www.gj37765.blogspot.com]jquery.colorbox-min.js"></script> <link rel="stylesheet" href="https://gj37765.googlecode.com/svn/trunk/html/%5Bwww.gj37765.blogspot.com%5Dfbpopup.css" type="text/css" /> <script type="text/javascript"> jQuery(document).ready(function(){ if (document.cookie.indexOf('visited=flase') == -1) { var fifteenDays = 1000*60*60*24*30; var expires = new Date((new Date()).valueOf() + fifteenDays); document.cookie = "visited=true;expires=" + expires.toUTCString(); $.colorbox({width:"400px", inline:true, href:"#mdfb"}); } }); </script> <div style='display:none'> <div id='mdfb' style='position:fixed; z-index:99999999; padding:10px; background:#fff;'> <h3>Receive all updates via Facebook. Just Click the Like ButtonBelow<center><p style="line-height:3px;" >▼</p></center></h3> <center> <iframe src="//www.facebook.com/plugins/likebox.php?href=http%3A%2F%2Fwww.facebook.com%2FFmGuys&width=300&colorscheme=light&show_faces=true&border_color=%23ffffff&stream=false&header=false&height=258" scrolling="no" frameborder="0" style="border:none; overflow:hidden; width:300px; height:258px;" allowtransparency="true"></iframe> </center><p style=" float:right; margin-right:35px; font-size:9px;" >Listen Radios At<a style=" font-size:9px; color:#3B78CD; text-decoration:none;" href="http://www.fmguys.com">FmGuys.Com</a></p> </div></div>
|
আমি আহমেদ কাওসার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এখনও একজন ছাত্রই আছি। মাঝে মাঝে যুক্ত হই টেকটিউন্স আর ব্লগিং এর সাথে।
সুন্দর হয়েছে।