আমরা অনেকেই নিজেদের সাইটে শুধু গুগল সার্চ যুক্ত করি। কিন্তু গুগল ছাড়াও আরো অনেক জনপ্রিয় সার্চ ইঞ্জিন রয়েছে যা আমরা একই সাথে এক সার্চ ইঞ্জিনে সহজেই যুক্ত করতে পারি নিজস্ব সাইটে। শুধু তাই নয় যুক্ত করতে পারি মিউজিক বা বিভিন্ন জনপ্রিয় সফটওয়্যার সাইটের সার্চ। হূমম কিভাবে করতে হবে সে পন্থাই বলছি। তার আগে পরীক্ষা করার জন্য এই লিংকে গিয়ে দেখতে পারেন। প্রথমে সার্চ বক্সে যে কোন শব্দ লিখুন এরপরের বক্সটি থেকে পছন্দের সার্চ ইঞ্জিনটি বেছে নিন এরপর যে সার্চে ক্লিক করবেন তা তো জানেন সবাই। দেখুন হয় কিনা।
যাক এবার কিভাবে করবেন সে কথায় আসি। প্রথমে একটি এইচটিএমএল ফাইল ওপেন করে নিচের কোডটি হেড ট্যাগের যে কোন স্থানে যুক্ত করুন।
এরপর বডি ট্যাগের আগে নিচের লাইনটি যুক্ত করুন।
এবার বডি ট্যাগের যে কোন স্থানে নিচের কোডটি যুক্ত করুন।
এবার সেভ করে কোথাও আপলোড করে ব্রাউজ করুন বা পিসি থেকেই ব্রাউজারে ওপেন করুন। দেখুন তো হচ্ছে কি?
সুত্রঃ http://www.eee-lab.com
আমি প্রযুক্তি প্রেমী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 2157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শাকিল ভাইয়ের পোষ্ট সবসময়ই ভাল হয়। ট্রাই করার পর বলব।