একটি ব্লগের জন্য কেন ইউনিক আর্টিকেল সবচেয়ে দরকারী এবং কেন এটি রাজা?

একটা জনপ্রিয় ওয়েবসাইটের অন্যতম প্রধান শর্ত হচ্ছে ইউনিক কন্টেন্ট মানে হচ্ছে আপনার ওয়েবসাইটকে শুধুমাত্র আপনার ঐ সব লেখা ই জনপ্রিয় করে তুলতে পারে যেগুলু একান্তই আপনার লেখা মানে কপি-পেস্ট মুক্ত। গুগল ও তার রিসেন্ট আপডেট গুলোতে বার বার ইউনিক আর্টিকেল এর উপর গুরুত্ব দিয়েছে। এবং বেশ কিছু ওয়েবসাইট যেগুলো সার্চ এ ভাল অবস্থানে ছিল সেগুলো তাদের অবস্থান হারিয়েছে শুধুমাত্র ইউনিক কটেন্ট এর অভাব এর কারনে!
তাই সহজেই বুঝা যাচ্ছে এখন সময় হচ্ছে ইউনিক আর্টিকেল এর, কপি পেস্ট বা লেখা চুরির দিন শেষ। এখন লেখা চুরি মানে খাল কেটে কুমির আনা। তাই এখন মোটামুটি সবাই চেষ্টা করে নিজের মধ্যে থেকেই কিছু লেখার জন্য। কিন্তু তারপরও যে লেখা কপি মারা বন্ধ হয়ে যায়নি এমনটা নয়। এখন ও প্রচুর পরিমানে লেখা চুরি হচ্ছে। যারা লেখা চুরি করেন আমি তাদেরকে বলব আহাম্মক অথবা নুন্যতম জ্ঞ্যান বুদ্ধিহীন! কারন কপি করে পেস্ট করতে যে সময় লাগে সেই সময়ে একটু ভাল ভাবে চিন্তা করলেই নিজ থেকেই লেখার কিছু আইডিয়া বেরিয়ে আসতে পারে। আর কপি মারার ধান্দায় যারা ঘুরে তারাই ঐ সব দূষ্প্রাপ্য লোক যারা নিজের পায়ে ই কুড়াল মারেন।
তাই নিজ থেকে লেখার চেষ্টা করা ভাল। তাছাড়া যারা অন্যের লেখা কপি মারেন তাদের গ্রহনযোগ্যতা এমনিতেই কমে যায়।
ভাববেন না শুধুমাত্র নিজের পায়ে কুড়াল না মারতে অথবা গ্রহনযোগ্যতা না হারানোর জন্য নিজ থেকে কিছু লেখার চেষ্টা করা উচিত। আসুন দেখে নেই আরো কী কী কারনে আপনার ইউনিক আর্টিকেল তথা নিজ থেকে লেখার চেষ্টা করা উচিত।
post by gmshovo

১। সার্চ ইঞ্জিনে ভাল অবস্থান পাওয়ার জন্য


আমি আগেই বলেছি গুগল খুব কঠোর অবস্থান নিয়েছে ডুপ্লিকেট লেখার ব্যাপারে। ইউনিক আর্টিকেল এর অভাবে সার্চ ইঞ্জিনে আপনি কখনোই সুবিধা করতে পারবেন না। আর আপনি যার লেখা কপি মেরেছেন সে যদি কোনভাবে টের পেয়ে গুগল এর কাছে অভিযোগ করে তাহলে ত আপনাকে গুগল থেকেই ব্যান করে দিবে। আমাকে বিশ্বাস করার প্রয়োজন নেই। আপনি নিজ থেকেই একটু যাচাই করে দেখুন কেন রিসেন্টলি ভাল অবস্থানে থাকা ওয়েবসাইট গুলোর ভরাডুবি হয়েছে! তাই আপনার চিন্তা ভাবনা গুলোকে একত্রিত করুন আর লিখা আরম্ভ করুন ফ্রেশ আর্টিকেল।

২। ভাল ভিজিটর পাওয়ার জন্য

আচ্ছা আপনি কি কখনও ঐ সব ব্লগ গুলোতে এক মুহুর্তের জন্য ছিলেন যেগুলোতে ডুপ্লিকেট আর্টিকেল পেয়েছেন? আমার মনে হয় আপনার উত্তর হবে “না”। যদি আপনার উত্তর না হয় তাহলে আপনি কিভাবে চিন্তা করলেন আপনার ওয়েবসাইটে থাকা ডুপ্লিকেট আর্টিকেল গুলো আপনার জন্য ট্রাফিক নিয়ে আসবে? যদি ভিজিটর আপনার ব্লগটিকে কপি-পেস্ট মুক্ত পায় তাহলে তারা তাদের নিজেদের দরকারেই বার বার আপনার ওয়েবসাইট টি ভিজিট করবে। এভাবে একসময় আপনার ব্লগের বেশ কিছ রেগুলার ভিজিটর বা ফ্যান পেয়ে যেতে পারেন।
আমাকে বিশ্বাস হয় না? তাহলে আপনার প্রতীবেশি ব্লগার এর ব্লগটিকে দেখুন, যার একটি ফ্রেশ ব্লগ আছে!
post by gmshovo

৩। আপনার আয় বৃ্দ্ধি করার জন্য

আয় করাকেই ব্লগিং করার প্রধান কারন হিসেবে চিহ্নিত করা বোকামি। প্রথমে ব্লগ টি কে আস্তে আস্তে গড়ে তুলুন নিজের মত করে তবে ভিজিটরের চাহিদাকে প্রাধান্য দিয়ে। আর আপনার ব্লগটিকে ইউনিক আর্টিকেল এর সাগর না হোক নদী বানিয়ে ফেলার চেষ্টা করুন যেখানে ভিজ়িটররা বেশ কিছু সময় সাতার কাটতে পারবে।যদি ভিজিটররা আপনার ব্লগকে তার জন্য দরকারী হিসেবে পায় তখন আপনার আয় করা পানির মত সহজ হয়ে যাবে। কারন তখন আপনি কোন জায়গায় এড দিলেন সেটা ভিজিটররা দেখবে না। আপনি যেখানেই এডস দেন না কেন ভিজিটররা একটা ক্লিক করে হলেও অথবা আমাজন থেকে একটা প্রোডাক্ট কিনে হলেও আপনার আয় বৃ্দ্ধি করতে সাহায্য করবে। তাই প্রথমেই আয়ের চিন্তা না করে মন দিয়ে ফ্রেশ ব্লগ লিখার চেষ্টা করুন।
post by gmshovo
আজকের মত এখানেই শেষ। আমার কন্সেপ্ট গুলো একান্তই আমার ব্যাক্তিগত। কার কেমন লাগল তা কমেন্টের মাধ্যমে জানাবেন ।
post by gmshovo

Level 0

আমি জিএমশুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 96 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি জিএমশুভ। পড়ালেখার পাশাপাশি লেখা লেখি করছি। ভালবাসি টেকনোলজিকে। নেট ব্রাউজ করা আর বই পড়া আমার প্রধান সখ।আর ভালবাসি নতুন কিছু জানতে এবং অন্যকে জানাতে। ফেসবুকে আমি: http://facebook.com/gms.me


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

apnar post er jonno onek dhonnobad

ভালো লাগলো। কিন্তু যারা ঐ সুকর্মটা করে তারা বোধ হয় একটু রাগবে।
যাই হোক চালিয়ে জান।

Level 0

জি ভাই আমি আপনার সাথে ১১০% এক মত আমি কিছু দিন আগে একটা ওয়েব সাইট বানাই কিন্তু গুগল থেকে কোন ভিজিট্র পাই নাই কিন্তু এখন আপনি যদি symphony w60 লিখে গুগলে সাস দেন তাহলে প্রথম ২ টা ওয়েব সাইট ই আমার

Level 0

অনেক সুন্দর হয়েছে! এর হ্যা, কপি পেস্ট করলে কিন্তু অন্য সার্চ ইঞ্জিন গুলোও তরী ডোবাবে! কাজেই, চোরেরা সাবধান!

Level 2

nice tune.
@জিএমশুভ: sohomot.

চমৎকার টিউনের জন্য ধন্যবাদ। আরও পোস্ট আশা করছি।

Level 0

টিউনার ভাই আপনি অর্ধেক কথা বললেন আর বাকি অর্ধেক কথা আমিই বলি। জি হা গুগলের বহুল পরিচিত দুইটা আপডেট পাণ্ডা আর পেঙ্গুইন। পাণ্ডা হচ্ছে আপনার সাইটের ভিতর কি আছে টা বিচার বিশ্লেষণ করার জন্য আর পেঙ্গুইন আছে আপনার সাইটের বাইরের অবস্থা অর্থাৎ লিঙ্ক, ব্যাকলিঙ্ক, লিঙ্ক সোর্স ইত্যাদি পর্যবেক্ষণের জন্য। আর সবচেয়ে বড় কহা হলো এরা দুইজনই মানের ব্যাপারে একদম আপোষহীন যাকে বলে জিরো টলারেন্স।

সম্মানিত টিউনার ভাই এখানে গুগল সার্চে ভালো অবস্থানের জন্য ইউনিক কন্টেন্ট এর কথা বলেছেন কিন্তু আমি এরসাথে আরও বলতে চাই যে, শুধু ইউনিক কন্টেন্ট হলেই হবে না সেইসাথে কোয়ালিটি বা মান্সম্পন্ন কন্টেন্টও হতে হবে। তবেই সাইটের ভবিষ্যতের জন্য ভালো কিছু আশা করা যাবে নয়তো নয়।

আরেকটা জরুরী কথা, খালি ভালো আর ইউনিক কন্টেন্ট দিলাম আর বুঝে না বুঝে পাইকারি হারে লিঙ্কবিল্ডিং বা ব্যাকল্লিঙ্ক করলাম তাহলেও আপনার সাইটকে লাল কার্ড দেখানর জন্য পেঙ্গুইন সাহেব সর্বদা তৈরি হয়ে আছেন। সুতরাং ভালো কন্টেন্ট দেয়ার পর অবশ্যই রিলেটেড সাইটে গিয়ে ব্যাকলিঙ্ক করার চেষ্টা করতে হবে। ধরি, আপনার সাইট টা হচ্ছে ফুটবল খেলার বা ফুটবল বিষয়ের আর আপনি যদি কোন প্রযুক্তি , অর্থনীতি বা অন্য কোন বিষয়ের ব্লগ বা সাইটে গিয়ে আপনার নিজের সাইটের জন্য ব্যাকলিঙ্ক করেন তাহলে গুগলের কাছে চরম ধরা ওরফে রামধোলাই খাওয়ার জন্য তৈরি থাকেন।
আর সেই সাথে ভুলেও কোনও প্রকার পর্ণ সাইট, গ্যাম্বলিং সাইট আর স্ক্যাম সাইটে ব্যাকলিঙ্ক করতে যাবেন না।
আর অবশ্যই শুধুমাত্র ব্যাকলিঙ্ক এর জন্য তৈরি করা ভুয়া .edu এবং .gov সাইট থেকে ১০০ হাত দূরে থাকুন।
আপনাদের সবার সাইটের উন্নতি কামনা করি।।

    @newboy: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ আমি এখানে নিজ থেকে লেখার উত্‌সাহ দিয়েছি, আমি এখানে এস ই ও নিয়ে কথা বলি নি। বাই দা অয়ে আপনি এত বড় মন্তব্য না করে সরাসরি একটা টিউন করলেই পারতেন যদিও আপনার মন্তব্য এখানে অর্থহীন, কারন এখানে লিঙ্ক বিল্ডিং এর কথা কে ই বা তুলল আর পর্নোগ্রাফি সাইটে লিঙ্ক বিল্ড করার কথা ই বা কে বলল