ওয়ার্ডপ্রেস হল সারাবিশ্বে বহুল ব্যবহৃত কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS)। এটা মূলত php ও MySQL দিয়ে তৈরি একটি ব্লগিং সফটওয়্যার যা সবার জন্য উন্মুক্ত। ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি সাইটের আউটলুক ও সাইটের বিভিন্ন অপশান নির্ভর করে থিমের উপর। ওয়ার্ডপ্রেস থিমের রয়েছে টেমপ্লেট ফাইল, শত শত টেমপ্লেট ট্যাগ, লুপ, টেমপ্লেট ফাংশান, API hooks, কন্ডিশান ফাংশান আরও অনেক কিছু। আপনি যদি থিম তৈরি বা থিম কাস্টমাইজ করতে চান তবে এসকল বিষয়ে আপনার ধারণা থাকা লাগবে। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই সব সময় সব কিছু মুখস্থ রাখা সম্ভব হয় না। কিন্তু কাজের সুবিধার জন্য আমাদের এসকল বিষয় মনে রাখাটা খুব জরুরী। তাই হাতের কাছে যদি একটি চীটশিট থাকত তাহলে কতই না ভাল হত। ওয়েব ডিজাইনার ও ডেভলপারদের জন্য চিটশীট অত্যন্ত কাজের জিনিস। আর তাই আজ আপনার সাথে শেয়ার করছি ওয়ার্ডপ্রেস থিম ডেভলপমেন্টের জন্য প্রয়োজনীয় ৯ টি চিটশীট ,যা আপনাদের থিম তৈরি বা থিম কাস্টমাইজের কাজের গতি বাড়াতে সাহায্য করবে।
ওয়েব ডিজাইন ও ডেভলপমেন্ট বিষয়ে ব্যতিক্রম টিউন পেতে ভিজিট করুনঃ http://www.WebTechnologyBlog.com
আপডেট টিউন পেতে লাইক করুন আমাদের ফেসবুক ফ্যান পেজঃ https://www.facebook.com/WebTechnologyBlog
আমি আবদুল্লাহ আল ফারুক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ওয়ার্ডপ্রেস নিয়ে আমার একটা প্রশ্ন ছিলো , দয়া করে নিচের পোস্টটা একটু দেইখেন
https://www.techtunes.io/help-ask/tune-id/165823