এই বিষয়টি নিয়ে কে কতোবার লিখেছেন তা আমি জানি না। তবে আমার ধারণা অধিকাংশ ব্লগার-ই এটি জানেন। তারপরও যদি কেউ না জেনে থাকেন তবে হয়তো তার একটু হলেও কাজে লাগতে পারে। আমার xml alternative sitemap এই পোস্টটি লিখার পরে মনে হলো TT তে একটি স্ট্যাটাস দেই।
এখানে শুধু গুগল ওয়েব মাস্টার টুল ব্যবহারকারীরা কিভাবে ব্লগস্পট ব্লগের জন্য সাইটম্যাপ সাবমিট করবেন তা লিখবো। এর জন্য আপনার প্রয়োজন হবে একটি জিমেইল অ্যাকাউন্ট ও গুগল ওয়েব মাস্টার টুলে সাইন আপ করা। জিমেইল অ্যাকাউন্ট না থাকলে gmail.com এই ঠিকানা থেকে একটি অ্যাকাউন্ট ওপেন করুন। আর যদি কারও এই বিষয়ে সাহায্য লাগে তবে How to create gmail account এই পোস্টটি পড়তে পারেন।
প্রথমে https://www.google.com/webmasters/tools/ এই সাইটে যান। আপনার জিমেইল অ্যাকাউন্ট ও পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করুন। এখানে আপনি আপনার ব্লগটিকে দেখতে পাবেন। যদি না পান তবে ADD A SITE লেখা অংশে ক্লিক করুন এবং আপনার ব্লগটিকে লিস্টে যুক্ত করুন। যুক্ত করার পরে প্রয়োজন হবে আপনার ব্লগটিকে ভেরিফাই করার। মেটা ট্যাগ কিংবা HTML ফাইল দ্বারা আপনার ব্লগটিকে ভেরিফাই করে নিন। কিভাবে ভেরিফাই করবেন তা আমি এখানে লিখছি না। কারণ প্রায় একই রকম একটি পোস্ট আমি টিটিতে করেছি। প্রয়োজনে Verify Blog by HTML অথবা এই পোস্টটি পড়তে পারেন।
এখন আপনি যে ব্লগের জন্য ওয়েব মাস্টার টুলে সাইটম্যাপ সাবমিট করতে চান (যে ব্লগটিকে ভেরিফাই করেছেন) তার অ্যাড্রেসের (http://www.janlewala.com) ওপর ক্লিক করুন। এখন আপনি ক্লিককৃত ব্লগের ওয়েব মাস্টার ড্যাসবোর্ডে। বামপাশে দেখুন Optimization লেখা আছে। এখানে ক্লিক করুন। Sitemaps এ ক্লিক করুন। আপনার ব্লগের সাইট ম্যাপ যদি পূর্বে সাবমিট করা থাকতো তবে লিস্টসহ তথ্য দেখাতো। সাবমিট করার জন্য ডানপাশে উপর অংশে ADD/TEST SITEMAP অংশে ক্লিক করুন। এখন আপনার ডোমেইনের নামের পরে লিংক সাবমিট করার জন্য একটি সাবমিট বক্স দেখাবে। এই বক্সে শুধু /feeds/posts/default?orderby=UPDATED এই অংশটুকু পেস্ট করে Submit Sitemap-এ ক্লিক করুন। ব্যাস, আপনার সাইটম্যাপ এখন গুগলে সফলভাবে সাবমিট হলো। যদি আপনার পেজ সংখ্যা ২৫ এর বেশি হয় তবে একইভাবে /atom.xml?redirect=false&start-index=1&max-results=500
/atom.xml?redirect=false&start-index=501&max-results=1000
/atom.xml?redirect=false&start-index=1001&max-results=1500 সাবমিট করুন।
একইভাবে আপনি আপনার সাইটম্যাপ বিং ওয়েব মাস্টারেও সাবমিট করতে পারেন। এই লেখাটি আমার ব্লগের Create xml alternative sitemap for Blogger এর গুগল ওয়েব মাস্টার টুল এর অংশটুকুর ভাবার্থ বাংলায় অনুবাদকৃত। ভালো লাগলে আমার ব্লগ Janlewala ঘুরে আসতে পারেন। আর ভালো খারাপ যাই লাগুক নেতিবাচক মনোভাব পরিহার করে মন্তব্য করুন। সার্থপরের মতো মন্তব্য ছাড়াই চলে যাবেন না।
লেখাটি একই সাথে সামহয়্যারইন ও প্রথম আলো ব্লগে প্রকাশ হলো।
আমি ঘুমন্ত দয়াল বাবা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 102 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এটা দেয়া লাগেনা, ডিফল্ট থাকে। এই সাইট ম্যাপে মাত্র ২৩ টি পেজ ইন্ডেক্স করার রিকোমেন্ট থাকে। যেকোন ব্লগের রোবটস লিংক দেখলেই এটা পাবেন, যেমন http://adsense.blogspot.com/robots.txt
যেটা দেয়া লাগে তা হলঃ /atom.xml?redirect=false&start-index=1&max-results=500
একটা টিউনে এতো গুলো এক্সটার্নাল লিংক, তা আবার একক সাইটের !