এই সফটওওয়ার মনিটার করবে ওয়েব হোস্টের uptime/downtime; আপনার হয়তো একটি কিম্বা একাধিক গুরুত্বপূর্ণ ওয়েবসাইট আছে, তাতে পাঠক সংখ্যা প্রতিদিন গড়ে অনেক। এবং, তাতে হয়তো এডসেন্স বিজ্ঞাপন দিয়ে রেখেছেন, সেখান থেকে অনেক আয় হয় আপনার। সেইসব গুরুত্বপূর্ণ ওয়েবসাইট যদি ডাউন থাকে তাহলে অনেক দিক দিয়েই আপনার ক্ষতি হবে। যেমন গুগল রোবট এসে ফিরে যাবে এবং বার বার এমন হলে SERP'তে পরোক্ষভাবে একটি ধাক্কা খাবেন আপনি; পাঠকরা এসে ফিরে যাবে এবং এটা খুব বেশি হলে একদিকে যেমন পাঠক সংখ্যা কমবে অন্যদিকে এডসেন্স আয়ও কমে যাবে। হোস্ট ট্র্যাকিং করে নানারকমের ওয়েবসাইট আছে, তারাও ফ্রি'তে আপনার হোস্টের আপটাইম ও ডাউনটাইম রিপোর্ট দেবে। তবে ফ্রি রিপোর্টে হোস্ট মনিটারিং করা হয় ৩০ মিনিটে একবার, এর মাঝে যদি ২০ মিনিট হোস্ট ডাউন থাকে তাহলে জানতে পারবেন না। ৩০ মিনিটের কম ব্যবধানে হোস্ট চেকিং করাতে হলে টাকা দিয়ে সেই সার্ভিস কিনতে হবে। তাহলে উপায়? যাদের কাছে থেকে হোস্ট কিনেছেন, তাদের কথার উপরেই বিশ্বাস করে নেবেন যে তাদের ৯৯.৯% আপটাইম? নাকি নিজেও একটু যাচাই করে নেবেন?
Host-Tracker.com দিয়ে ফ্রি'তে দু'টি ওয়েবসাইট মনিটার করতে পারবেন, সাইট'টি ভালই, আমি প্রায় ৪ বৎসর ধরে এদের ফ্রি সার্ভিস ব্যবহার করছি। কিন্তু, যদি প্রতি সেকেন্ডে হোস্ট আপ/ডাউন টাইম মনিটার করতে চান, পারবেন নিজের কমপিউটার থেকেই। যতো ইচ্ছা ততোগুলি ওয়েবসাইট মনিটার করতে পারবেন। সফটওয়্যারটির নাম Advanced Host Monitor, বর্তমানে Enterprise v. 8.32 পাওয়া যাচ্ছে, ডাউনলোড লিঙ্ক - র্যাপিডশেয়ার | ইউগটফাইল | শেয়ারিং ম্যাট্রিক্স | ইজি শেয়ার - ১৫ মেগাবাইট সাইজ।
এই সফটওয়্যারে আরো অনেকগুলি টেস্ট করা যায়, সেগুলি অপশান থেকেই পেয়ে যাবেন। হোস্ট মনিটার করার স্ক্রিনশট নিচে দিচ্ছি -
এখন থেকে নিজের হোস্ট নিজেই মনিটার করুন। বেশিক্ষণ হোস্ট ডাউন থাকলে হোস্টিং প্রোভাইডারের সাথে কথা বলতে পারবেন জোরের সাথে, প্রয়োজনে নতুন হোস্ট নিতে হলে আগেই তাদের আপটাইম চেক করে নিতে পারবেন এইটা দিয়ে 🙂 ব্লগস্পট এবং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটও মনিটার করে দেখবেন, এদেরও ডাউনটাইম আছে কিন্তু!
আমি রিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 362 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জীবনের সব ভুল, যদি ফুল হয়ে যায়... জীবনের সব কালো, যদি আলো হয়ে যায়...
It requires a serial number, but don’t worry as the .rar download file contains a keygen inside 🙂