বাংলা প্লাগিন জগতে নতুন সংযোজনঃ বাংলা সাইডবার লগইন

ওয়ার্ডপ্রেস দিয়ে যারা বাংলাতে ওয়েবসাইট তৈরি করেন তাদেরকে যতগুলো সমস্যার সম্মুখীন হতে হয় তার মধ্যে অন্যতম হলো অনুবাদগত সমস্যা। কারণ, ওয়ার্ডপ্রেসের থিম বলুন, প্লাগিন বলুন সবই ইংরেজিতে। ডেভেলপারদের এমন অসুবিধার কথা চিন্তা করে বাংলা ওয়েব ডেভেলপাররাও কিন্তু বসে নেই। তারা বিভিন্ন সময়ে আমাদেরকে বিভিন্ন বাংলা থিম, প্লাগিন উপহার দিয়ে যাচ্ছেন। তাদের এমন উদ্যোগে অনুপ্রাণিত হয়ে আমার এই ক্ষুদ্র প্রয়াস, আমার তৈরি করা এই বাংলা প্লাগিনঃ বাংলা সাইডবার লগইন। প্লাগিনটির বিস্তারিত নিম্নরূপঃ

বাংলা সাইডবার লগইন কী?

বাংলা সাইডবার লগইন হচ্ছে একটি ওয়ার্ডপ্রেস লগইন ফরম যার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটের সাইডবারে একটি বাংলা লগইন ফরম যুক্ত করতে পারবেন এবং আপনার ইউজাররা এর মা্ধ্যমে তাদের অ্যাকাউন্টে প্রবেশের সুযোগ পাবে। ফরমটিতে রয়েছে এজাক্স সুবিধা এবং সাইডবারে ইউজারদের প্যানেল সংক্রান্ত তথ্য দেওয়ার ব্যবস্থা।

লাইসেন্স:  GPLv2 অথবা পরবর্তী

বৈশিষ্ট্যঃ

  • যেকোন আধুনিক ব্রাউজারে কাজ করবে।
  • যেকোন ক্যাচ প্লাগইনের সাথে কাজ করবে।
  • উইজেট সুবিধা
  • ঝামেলাহীন কনফিগারেশন
  • শর্টকোড এবং টেমপ্লেট ট্যাগের মাধ্যমে পৃষ্ঠাতে  বসানোর সুবিধা
  • এজাক্স লোডিং ব্যবস্থা

সাপোর্ট ফোরামঃ

বাংলা সাইডবার লগইন

ক্রেডিটঃ

প্লাগইনটি তৈরিতে সাহায্য নেয়া হয়েছে মাইকজলির কাছ থেকে।

ইন্সটল করার পদ্ধতিঃ

১. ফাইলটি আপনার ওয়ার্ডপ্রেস প্লাগইন ডিরেক্টরিতে আপলোড করুন।

২. একটিভেট করুন।

৩. সাইডবারে বসাতে: design > widgets tab এ যান এবং Bangla Sidebar Login টিকে টেনে আপনার সাইডবারে বসিয়ে দিন।

ব্যবহারঃ

টেমপ্লেট ট্যাগ হিসেবে

<?php sidebarlogin(); ?>
এই কোডটিকে আপনার টেমপ্লেট ফাইলে বসিয়ে দিন।

কনফিগারেশনঃ  

কোন ধরণের সেটিংসের জন্য এই ঠিকানায় যানঃ settings > Bangla Sidebar Login

আনুষঙ্গিক ছবিঃ

ডাউনলোডঃ

বাংলা সাইডবার লগইন প্লাগইনটি ডাউনলোড করুন এখান থেকে ।

প্লাগইনটির সম্পর্কে কোন জিজ্ঞাসা থাকলে মন্তব্যে জানান। আর প্লাগইনটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং আপনাদের আরো সেবা করার সুযোগ দিন।

উল্লেখ্যঃ আমার এই প্লাগিনটি ওয়ার্ডপ্রেসের ডিরেক্টরীতে েআপলোড করেছিলাম কিন্তু কোন এক অজানা কারণে আমার আপলোডটি ঠিকমত হয়নি (এখানে দেখুন)... যার ফলে ডিরেক্টরী থেকে যারা প্লাগিনটি ইতিপূর্বে ইন্সটল দিয়েছেন তারা বলেছেন যে প্লাগিনটি ভেঙে যাচ্ছে। আমি বুঝতে পারছি না সমস্যাটা কী হচ্ছে। েএই সাইটে অনেক এক্সপার্টরা আছেন। কেউ যদি আমাকে এ ব্যাপারে সাহায্য করেন তবে উপকৃত হবো এবং আশা করি এই সমস্যাটির সমাধান হলে অন্যরাও উপকৃত হবে। আসলে ওয়ার্ডপ্রেস ডিরেক্টরীতে আপলোডের ঐ পদ্ধতিটি আমার কাছে পরিষ্কার না। কেউ পারলে আমাকে এ ব্যাপারে সাহায্য করবেন।

Level 0

আমি অশিক্ষিত বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আসল নামঃ মির্জা মোঃ হাসান। কিন্তু ব্লগিং জগতে অশিক্ষিত বালক নামেই পরিচিত আমি। ওয়েবসাইট নিয়ে পাগলামি করার টুকটাক অভ্যাস। তাই, পড়ালেখার পাশাপাশি বন্ধুদেরকে নিয়ে টুকটাক ওয়েবসাইটের পাগলামি নিয়ে আছি। আমার কাজকর্ম দেখুন এখানেঃ http://webaloy.net/ অথবা http://earn.webaloy.net/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

দারুন হইছে।

কি বাবে wordpress post a auto thumbnail দিব,plz