আবার এলাম নতুন টিউন নিএ।আজ বলব সহজে কিভাবে প্রক্সি সার্ভার তৈরি করবেন।প্রক্সি সার্ভার কি এটা বলতে চাই না।সবাই জানেন,যারা জানেন না তারা proxy server লিখে সার্চ দিলে পেয়ে যাবেন।তাহলে কথা না বাড়িয়ে শুরু করি।
আপনি ইন্টারনেট এ এটি তৈরি এর সম্পর্কে অনেক php scripts খুঁজে পাবেন যা দিএ সহজে তৈরি করতে পারেন প্রক্সি সার্ভার।আপনার যদি নিযের ডোমেইন বা সার্ভার স্পেস না থাকে তবুও আপনি পার্সোনাল সার্ভার বান্তে পারবেন।আমি যেটি তৈরি করে দেখাব সেটির জন্য আমি google app engine এর সাহায্য নেব।তাহলে চলুন দেখি গুগল অ্যাপ ইঞ্জিন দিএ কিভাবে প্রক্সি সার্ভার বানাবেন।
১।প্রথমে http://www.appengine.google.com এ যান আপনার গুগল অ্যাকাউন্ট দিএ।সেখানে লগিন করুন
২।সেখানে Create an Application বাটনে ক্লিক করুন।যেহেতু আপনি প্রথম করছেন গুগল আপনার মোবাইল এ ভেরিফিকেশন কোড পাঠাবে।কোড টি টাইপ করুন।এখন আপনি এটি তৈরি এর জন্য প্রস্তুত৩।
৩।এখন একটি সাব ডোমেইন বাবহার করুন যেটি আপনার সাইট টিকে হোস্ট করবে।খেয়াল রাখবেন ডোমেইন টি যেন avilable থাকে।তারপর টারমস অ্যান্ড সার্ভিস এ টিক দিন।সাব ডোমেইন টি ও আপনার app id যেটি আপনার প্রক্সি অ্যাপ্লিকেশান কে ভেরিফাই করবে।
উদাহরন এর জন্য আমি labnol-proxy-server ব্যবহার করছি।
৪।এখন আপনার আইডি টি মনে রাখুন।এখন প্রক্সি সার্ভার application তৈরি এবং অ্যাপ এঞ্জিনে আপলোড করার পালা।এখন python.org, এ যান।এরপর 2.6.4 MSI Installer ডাউনলোড করুন এবং install Python.
৫।পাইথন ইন্সটল করার পরে code.google.com এ যান এবং Google App Engine SDK for Python
ডাউনলড ও ইন্সটল করুন।
৬।এখান থেকে zip file টি ইন্সটল এবং extract করুন।
৭।ডেক্সটপ থেকে google app engine launcher ওপেন করুন।এরপর set right value.এটি আপনি এখানে পাবেন Edit – > Preferences
৮। এরপর Click File – > Add Existing Application under the Google App Launcher program and browse to the directory that you created in Step 6. Click the Edit button and replace “YOUR_APP_ID” with the ID (sub-domain) that you reserved in in Step 3.
৯।আপ্নার কায শেষ। আপনার প্রক্সি সার্ভার প্রস্তুত।
আপনি main.html এডিট করতে পারবেন প্রক্সি সার্ভার এর apperence পরিবরতন এর জন্য।আপনি যদি
Analytics এবং add sense box যুক্ত করেন।তাহলে ভাল ভিসিটর পাবেন।আপনি যদি html fail গুল তে কোন পরিবর্তন করেন তাহলে আপনি latest version অ্যাপ এঞ্জিন এ আপলোড দিতে পারেন diploy ক্লিক করে অথবা appcfg.py update <app-directory> এই কম্যান্ড টি follow করে।
আমি রাশেদ রাহুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 53 টি টিউন ও 50 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thank you