যেকোন নেটওয়ার্কের জন্য সার্ভার একটি গুরুত্বপূর্ণ বিষয় । সার্ভারকে ইন্টারনেটের প্রাণ বলা হয় । সার্ভার ঠিক মত সার্ভিস না দিতে পারলে সম্পূর্ণ ইন্টারনেটই বৃথা । কম্পিউটার নেটওয়ার্ক এবং ইন্টারনেটের জন্য বহুল ব্যবহৃত কিছু সার্ভার নিচে বিবৃত করা হলো-
এই ধরনের সার্ভার ব্যবহারকারী বা ক্লায়েন্টদের ফাইল শেয়ার বা ব্যবহারের সুযোগ করে দেয় । এছাড়া ফাইল সার্ভার ডেটা বা ফাইল সংরক্ষণ , উত্তোলন এবং এক পিসি হতে অন্য পিসিতে স্থানান্তরের কাজটি করে থাকে । আর হ্যাঁ, ফাইল সার্ভার ক্লায়েন্ট পিসির জন্য কখনও কোন প্রকার ডেটা প্রসেসিং এর কাজ করে না ।
ফাইল সার্ভিসের মাধ্যমে ডেটা শুধুমাত্র ফাইলের আকারে এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারে চলাচল করে । কিন্তু মেসেজ সার্ভিসের সাহায্যে ডেটা গ্রাফিক্স, অডিও, ভিডিও, টেক্স এবং বাইনারী আকারে চলাচল করতে সক্ষম। মেসেজ সার্ভিস মূলত: চার ধরনের হয়। যথা-
* Electronic Mail *
Workgroup Application
*Object Oriented Application
* Directory services
ইমেইল সার্ভার নেটওয়ার্কে ক্লায়েন্ট হতে প্রাপ্ত মেসেজসমূহ জমা করে এবং তা প্রয়োজনে অন্য সার্ভার বা ক্লায়েন্ট প্রান্তে প্রেরণ করে। প্রাথমিকভাবে ইমেইল সার্ভার প্রোটোকল হচ্ছে POP (Post Office Protocol)। তাছাড়া এটি ভিন্ন ইমেইল সিস্টেম হতে প্রাপ্ত মেসেজ এবং মেইল কনভার্ট করার জন্য গেটওয়ে হিসাবে কাজ করে।
ওয়েবপেজ বা ওয়েবসাইট যে সার্ভারে সংরক্ষিত থাকে তাকে ওয়েব সার্ভার বলে। আমরা ব্রাউজারের সাহায্যে বিভিন্ন পেজ বা সাইট ওয়েব সার্ভার হতে আমাদের পিসির পর্দায় নিয়ে আসি। ওয়েব সার্ভার HTTP (Hyper Text Transfer Protocol) ব্যবহার করে ইউজারদের ওয়েবপেজ সংক্রান্ত অনুরোধে সাড়া দিয়ে ওয়েবপেজ সরবরাহ করে। ইন্টারনেটের আওতায় HTTP সম্বলিত সকল ওয়েব সার্ভারই হলো www ( World Wide Web)
[সকলকে অসংখ্য ধন্যবাদ]
আমি [আইটিপ্রেমী রুহুল ]। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 1077 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
"মাতৃভাষায় জানতে চাই, শিখতে চাই " ----- ([email protected])
আপনাকেও ধন্যবাদ।