আসসালামুয়ালাইকুম,
কেমন আছেন সবাই, আশা করি ভাল। আপনাদের স্টাডি সুবিধার্থে আমি বরাবরে কিছু লিঙ্ক শেয়ার করে থাকি। http://asp.net-tutorials.com/basics/introduction/ এই ওয়েবসাইট কিছু ভাল lesson পাবেন। গত পর্বে আমরা দেখে ছিলাম কেমনে ডাটাবেস ক্রিয়েট করতে হই আর গ্রিড ভিউ দিয়ে কেমনে ডাটা শো করতে হই।চলুন আজ আর ও কিছু টুলস এ ইউজ দেখি।প্রথমে গতবার এর সলিউশন টি ওপেন করুন। file-Open Website দিয়ে ডিরেক্টরি দেখিয়ে দিন।
এইবার আমরা নতুন একটি পেজ ক্রিয়েট করব।সলিউশন এক্সপ্লোরারে এ রাইট বাটন ক্লিক করে add new item ক্লিক করুন।
ওয়েব ফর্ম সিলেক্ট করুন।
ডান পাশের কোনাই select master page এ সিলেক্ট করুন, master page নিয়ে অন্য একদিন আলোচন করব, বুজার সুবিধার্থে এতটুকু মনে রাখুন master page select করা থাকলে আপনার web site এর ডিজাইন or টেম্প্লেট অটোম্যাটিক ওই পেজ এ inherit হয়ে যাই, তাই বার বার ডিজাইনিং এর কোড করা লাগে না, অর্থাত্ ডিজাইনিং টা(ওয়েব সাইট এর যেসব কনটেন্ট সব পেজ এ same থাকবে) মাস্টার পেজ এ রেখে দিলে বার বার ওই পেজ টা inherit করলেই চলবে।পেজ এর নাম দিন FormView॰aspx। add বাটন ক্লিক করুন।site॰master ক্লিক করে ok button ক্লিক করুন। ডান পাশে দেখুন FormView নামে একটা পেজ ক্রিয়েট হয়েছে।
এইবার টূলবক্স থেকে FormView ড্র্যাগ করে নিয়ে পেজ এ রাখুন।
auto format এ ক্লিক করলে আপনি form view কোন কালার এ শো করবে টা সিলেক্ট করে দিতে পারেন।choose data source এ ড্রপ ডাউন বক্স এ new data source এ ক্লিক করুন।
connectionstring এ ক্লিক করুন,নেক্সট দিন।
বক্স ২ টি তে টিক চিহ্ন দিন। নেক্সট দিন। ফিনিশ দিয়ে কাজ শেষ করুন।
FromView তে arrow কী তে ক্লিক করে pagging অপ্শন টা choose করতে পারেন। এইবার FormView পেজ এ right বাটন ক্লিক করে view in browser এ ক্লিক করুন।
দেখুন ডেটাবেস থেকে ডাটা শো করতেছে। আপনি ইচ্ছা করলে নিউ ডাটা ইনসার্ট,আপডেট,ডিলীট করতে পারবেন। খেয়াল করলে দেখবেন টূলবক্স এ আপনি একই ভাবে details view আর list view দিয়ে কাজ গুলো করতে পারেন।
সময়ের অভাবে আজ বেশি লিখতে পারলাম না।আপনাদের বুজতে প্রোব্লেম হলে দয়া করে জানান। আমি চেষ্টা করব যাতে আর ও সহজে বুজানো যাই। প্র্যাক্টিস এ কোনও বিকল্প নেই।যাদের ebook দরকার এখানে ক্লিক করুন।
আমি জয়নুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Thanks