টেকটিউন্স এ এইটা আমার প্রথম টিউন।তাই কোনও ভুল হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
টেকনোলজী যুগে ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে অনেকেই কেরিয়ার গড়তে চান। কিন্তু সঠিক দিক নির্দেশনা অভাবে অনেকেই বুজতে পারেন না কিভাবে শুরু করলে ভাল হবে। ওয়েব ডেভেলপমেন্ট এ কেরিয়ার গড়তে চাইলে আপনাকে ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ যেমন এইচটিএমএল,জাভাস্ক্রীপ্ট ,আর সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ যেমন পিএইচপি ,এএসপি॰নেট, j2ee যেকোনো একটি সম্পর্কে ভাল ধারনা থাকতে হবে। আশা করব আমার টিউন ফলো করার আগে আপনাদের এইচটিএমএল, জাভাস্ক্রীপ্ট নিয়ে ধারনা আছে।কুয়েরী নিয়ে যাদের ধারনা নাই আমি টিউন এর মধ্যে বুজিয়ে দেবার চেষ্টা করব।
যাদের ক্লায়েন্ট সাইড আর সার্ভার সাইড কথাটি বুজতে প্রোব্লেম হচ্ছে তাদের একটি উদাহরণ দি। যেমন ফেসবুক এ আপনি যখন রেজিস্ট্রেশন করতে যান তখন যে ফর্ম টি থাকে টা হল ক্লায়েন্ট সাইড (html,সিএসএস দিয়া বানানো) আর যখন ফর্ম টি পূরণ করবেন তখন ডেটাবেস এ গিয়ে স্টোর হবে আর ওইটি হল সার্ভার সাইড,অর্থাত্ সার্ভার এর সাথে interact করতে আপনার সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ জানা লাগবে।
এএসপি॰নেট হল ওয়েব অ্যাপ্লিকেশন এর মাইক্রোসফ্ট এর একটি প্লাটফর্ম। এটি প্রথম উন্মোচিত হই জানুয়ারী ২০০২ এ। আমি ধারাবাহিক ভাবে এএসপি॰নেট এর ওয়েব ফর্ম, এএসপি॰নেট MVC, silverlight ,পরবর্তীতে WPF এর উপর বেসিক ধারনা দেয়ার চেষ্টা করব। টুলস হিসাবে আমি ভিসুয়াল স্টুডিও 2010 and 2012 ইউজ করব। এএসপি॰নেট এ আপনি vb অথবা সি# দিয়ে কাজ করতে পারেন। আমি সি# দিয়ে বুজানোর চেষ্টা করব। আজ এতটুকুই। পরবর্তি টিউন এ ওয়েব ফর্ম নিয়ে কিভাবে কাজ করে টা দেখাবো ।
আপনাদের সহযোগিতা পেলে আমি আর ও সামনে এগিয়ে যাব।আপনাদের বুজার সুবিধার্থে কেমনে টিউন করলে আর ও ভাল হবে তা জানাবেন।
আমি জয়নুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই আমি এরকম ই একটি টিউন এর অপেক্ষায় আছি । শুরু করেন ভালভাবে যেন সহজে ই বুজতে পারি।
ভিসুয়াল স্টুডিও 2010 link pls