লাইব্রেরী ম্যানেজমেন্ট সিস্টেম টা অনেক দিন আগে করেছিলাম , কিন্তু কিছু এরর থাকায় সেগুলো ঠিক করে এই ভার্সন ছাড়লাম ।
নতুন যা যা এসেছেঃ
১.ইন্সটল সিস্টেম ( আগের মত SQL ডাম্প আপকরা লাগবে না ,খালি একটা ডাটাবেস বানাইয়া সাথে ইউজার সেট করে config.php তে সেভ করে দিলেই হবে, তার পরে http://site.com/admin/install.php তে যাবেন , সব ঠিক থাকলে কাজ হয়ে যাবে। কাজ হয়ে গেলে ফাইলটা ডিলেট মারবেন।)
২.ইস্যু করার সময় ইউজার চেক ( তবে আগে স্টুডেন্ট লিস্ট আপডেট করে নিতে হবে , ১ জন হলেও)
৩.ফিল্ড ভ্যালীডেটর।
স্ক্রিপ্ট এর ডেমোঃ http://lms.brripmovie.com/
এডমিনঃ http://lms.brripmovie.com/admin/
ইউজারঃ admin , পাসঃ 123
দয়া করে বাগি/ ইভিল কোড পুশ করবেন না
পূর্ব প্রকাশঃ এখানে
আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 71 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সুন্দর জিনিস বানিয়েছেন… দেখলাম।
ভাই এটার ওপর একটা short tutorial লেখা যায় না?
Page এর design টা সুন্দর, তবে কিছু বানান ভুল চোখে পরে। ঠিক করে নেবেন।
Stoke -> Stock
Arthur -> Author
Defreent -> Different