তৈরি করুন নিজের একটি মোবাইল সাইট :: [পর্ব-০৬]

বিসমিল্লাহির রহমানির রাহীম

সবাই কেমন আছেন? আশা করি ভালো । আমি ভালো আছি ।

এটা আমার চেইন টিউনের ষষ্ঠ পর্ব ।

আজ আমি আপনাদের দেখাব কিভাবে আপনারা আপনার সাইট এ বুকমার্ক যোগ করতে পারবেন । 
সেটি ধাপে ধাপে স্ক্রীণশট বুঝানোর চেষ্টা করা হয়েছে।

তবে চলুন শুরু করা যাকঃ

প্রথম ধাপঃ

এই সাইট থেকে আপনার ওয়েবসাইট টির বুকমার্ক JAR ফাইল আকারে বানিয়ে নিন ।

নিচের  স্ক্রীণশটটি দেখুনঃ

এবার আপনার ওয়েবসাইট টির বুকমার্ক টি ডাউনলোড করুন ।

দ্বিতীয় ধাপঃ

wapka তে গিয়ে আপনার অ্যাকাউন্ট লগিন করুন ।

লগিন করার পর admin mode এ ক্লিক করুন।

Home পেজ  এর সবার

নিচে :Edit site: এ ক্লিক করুন ।

  • এবার File Manager এ যান ।
  • এখন আপনার সাইত এর বুকমার্ক টি আপলোড করুন ।

এখানে দেখুন আপলোডকৃত ফাইল দেখাচ্ছে ।

  • এখন  [#1]  এ ক্লিক করুন ।

  • এবার চিত্রে দেখানো লিঙ্ক এ যান ।

এবার দেখুন কতগুলো খালি ঘর ও অপশন  আছেঃ

  • Link name: এখানে লিখুন, "Click Here to Bookmark" অথবা আপনার পছন্দমত ।
  • Link Address: এটা পরিবর্তন করার কোন প্রয়োজন নেই ।
  • Align: এখানে আপনি সিলেক্ট করুন আপনার পছন্দের বুকমার্ক কোন পাশে সেট করবেন । (আমি আমার সাইট center এ সেট করেছি)
  • Font style: এখানে আপনি সিলেক্ট করুন আপনার পছন্দের ফোল্ডার/আপনার সাইট এর নাম কেমন ফন্ট এ হবে । (আমি আমার সাইট none এ সেট করেছি)
  • Display after submit: এটা পরিবর্তন করার কোন প্রয়োজন নেই ।
  • Place item in front of: এখানে আপনি সিলেক্ট করুন আপনার পছন্দের বুকমার্ক কোথায় থাকবে উপরে না নিচে নাকি মাঝে । (আমি আমার সাইট এর নাম এর নিচে সেট করেছি)

এবার submit বাটনে ক্লিক করুন ।

  • আজ এ পর্যন্তই । ভাল লাগলে কমেন্ট করবেন ।
  • আমার ওয়েবসাইটঃ http://www.bdstore24.tk

  • ধন্যবাদ সবাইকে ।

Level 0

আমি জিহাদুর রহমান নয়ন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 313 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

http://www.noyon786.blogspot.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Gotho porbe aponar kothamotho .tk theke ekta domain niyeche.. But ai domain kibabe set korbo, hosting kibabe korbo aishob bolle khub bhalo hotho.. Tarpor o tune tir jonno dhonnobadh. Aponar tune dekhe ekta site korlam.. http://mobinfoz.wapka.mobi

[#1] এ ক্লিক করার পর কি করব?
চিত্রে দেখানো লিঙ্ক আসছে না।

Level 0

eto sundor ekta mobile site bananor tutorial!!!!!!!!!!!!!!!!!!!!!apnake ontorer onthostol theke dhonnobad vai emoni ekta khujtesilam wapka dia amar ek friend site banate pare oi harami amare sikhai na koy 500 tk de……..so thankssss

    Level 0

    @djjmahbub: সময়মত জানের জিগার দোস্ত গো আসল চেহেরাতা বের হওয়া পরে। এমনে কত খাতির কিন্তু কিছু জিগাইলেই মাথায় বারী। আমি xenforo সফট দিয়ে একটা বাংলা ফোরাম বানানোর চেষ্টা করতে ছিলাম। অনেকের কাছে সাহায্য চাইছি। টেক টিউনসেও সাহায্য চাইছি। কেউ আগায়া আসে নাই। আস্তে আস্তে নিজেও যতটা পারছি দাড় করাইছি। জানি অনেকেই বলবেন এই তা কোন সাইত হইল নাকি! আমি তাদের কথার সাথে দ্বিমত না করেই বলব আমি কিছু একটা সৃষ্টি করেছি, সামান্য হোক পিঠ চাপড়িয়ে ধন্যবাদ দেয়া উচিত হবে। দেখুন সবাই । আপনারদের বিজ্ঞচিত মতামত প্রার্থনীয়!
    http://www.kazirhut.com

    @djjmahbub: আপনকেও ধন্নবাদ ।

u are nice post

by page boro korar niyom ta aktu boben
http://Www.habib26s.wapka.mobi

Level 0

vi apna ki wapka.mobi site ar tune kora chara dilan naki. Toba akta kotha apna ja kota tune korchan na osam hoicha. Thanx vi.
Apnar tune ar uper nirbor kora amai akta site korchi.
http://www.technetbd.wapka.mobi

Level 0

Vai, ami akti website khulsi but software upload korte parsi na. theme, flash agulo upload hoy tobe banano foldar a jai na. Alada foldar a jai. Jodi aktu help korten tobe upokrito hotam.
My mail address :
[email protected]

Level 0

Hi, Plz tell me ami kivabe wapka te paragraph banabo othoba apnar wapka site kivabe koresen seta sompurno bolle khub upokrito hobo.

Mane Download Menu, Service zone asob banate parsina. Tune den.

vai, file upload kortesi….upload hosceo…kintu jekhane rakhte chasci sekhane to jasce na…”DIRECTORY” er beparta ektu clear kore bolen….plz

ভাই এই tutorial টির কোনও video নাই? থাকলে দেন দয়া করে। আগের পাঁচটি পর্ব শেষ করে এখানে থেমে গেছি । আমার সাইটটি jar করতে পারছি না

ভাই,এই গান ডাউনলোড,ভিডিও ডাউনলোড এইগুলা কেমনে দেয়???একজনের পক্ষে তো এত আপলোড দেয়া সম্ভব না…

bro 1st dhao er screen sort ta na peye khub kosto pelam. burmt ami anek khushi apnar tune a

প্রিয় টিউনার,

আপনাকে এই চেইনটি চলমান করার জন্য অনুরোধ করা গেল। দয়া করে আপনার চেইন টিউনটি নতুন পর্ব যুক্ত করুন এবং নিয়মিত আপডেট করুন। ধন্যবাদ।