বিসমিল্লাহির রহমানির রাহীম
সবাই কেমন আছেন? আশা করি ভালো । আমি ভালো আছি ।
এটা আমার চেইন টিউনের পঞ্চম পর্ব ।
আজ আমি আপনাদের দেখাব কিভাবে আপনারা ডোমেইন নেম রেজিস্ট্রেশোন করতে পারবেন সেটি। ধাপে ধাপে স্ক্রীণশট ও ভিডিও সহ বুঝানোর চেষ্টা করা হয়েছে।
স্টেপ ১: প্রথমেই www.dot.tk
সাইটে যান। তারপরে সেখানে আপনার ওয়েব সাইট বা ব্লগের যে নাম দিতে চান সেটি দিন। যেমন আমি ব্লগের নাম দিব techworld241। যেহেতু আমি ডট টিকে সাইট হতে ডোমেইন ফ্রী নিচ্ছি সেহেতু আমার সাইটের এড্রেস হবে http://www.techworld24.tk ।
আপনার ডোমেইন নেমটি যদি অন্য কেউ নিয়ে থাকে তাহলে আপনাকে মেসেজ দেখাবে তখন আরেকটি নেম ট্রাই করবেন।
স্টেপ ২: Use DNS1 রেডিও বাটনে ক্লিক করুন। এবার Your Own DNS2 এ ক্লিক করুন। তারপরে দেখুন Server Name নামে দুইটি ফিল্ড আছে। এখানে আমি প্রথমটিতে দিয়েছি ns1.x10hosting.com
3 এবং দ্বিতীয়টিতেns2.x10hosting.com
4। আপনি যেখানে হোস্টিং করবেন তারা আপনাকে এই দুটি কি হবে জানিয়ে দিবে। আমি যেহেতু www.x10hosting.com
হতে হোস্টিং নিয়েছি তাই সেটির সার্ভার নেম ইউস করে দেখালাম।
এবার Registration length এ 3 months5 কে 12 months সিলেক্ট করে দিন। এর ফলে আপনার ডোমেইন নেমটি ১বছরের জন্য রেজিস্ট্রেশন করা হয়ে যাবে। এর বেশী করা যায় না। পড়ে আপনাকে রিনিউ করে নিতে হবে। তারপরে ক্যাপচা6 দিন। তারপরে নিচে Sign Up বাটন পাবেন সেখানে ক্লিক করুন।
স্টেপ ৩: এখন একই পেজের নিচে নতুন কিছু অপশন আসবে। আপনি এই অপশন ব্যবহার করে আপনার অন্য কোন একাউন্ট যেমন ফেসবুক, ইয়াহু, গুগল ব্যাবহার করে একাউন্ট খুলতে পারে। আমি আপনাকে অন্য সিস্টেমে করে দেখাবো। এ পর্যায়ে আপনি email address1 এ ক্লিক করুন। তারপরে দেখবেন ইমেইল এড্রেস লেখার একটি ফিল্ড আসবে। সেখানে Email address2 দিয়ে NEXT3 এ ক্লিক করুন।
Your Name4 ঘরে আপনি আপনার নাম দিন। Password5 এবং Password (again)5 এর ঘরে আপনার পাসওয়ার্ড টাইপ করুন। Create Account6 বাটনে ক্লিক করুন।
স্টেপ ৪: আপনার কাজ শেষ। আপনি আপনার ইমেইল-এ যান। সেখানে একটি কনফার্মেশন মেইল দেখবেন। অনেক সময় ইমেইল্টি ইনবক্সে নাও পেতে পারেন, তাই জাংক ফোল্ডার ও চেক করবেন।
স্টেপ ৫: এবার ডট টিকে আপনাকে যেই ইমেইল পাঠাবে সেখান হতে Confirmation Code1 কপি করুন। তারপরে ভেরিফিকেশন লিংকে2 ক্লিক করুন। তারপরে নতুন একটি ট্যাব ওপেন হবে। সেখানে কনফারমেশন কোডটি পেস্ট করে Confirmation বাটনে ক্লিক করুন।
আপনি এখন চাইলে www.dot.tk
সাইটে গিয়ে লগিন করে দেখতে পারেন। ব্যাস কাজ শেষ। পরবর্তি টিউটোরিয়ালের জন্য সাথেই থাকুন।
ভিডিও টিউটোরিয়াল এখানে
[টিউন টি করতে আমাকে সোহাগ ভাই ব্যাপক ভাবে সহয়তা করেছেন ধন্যবাদ তাকে]
আমি জিহাদুর রহমান নয়ন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 313 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
http://www.noyon786.blogspot.com
ei number a plz ekta mis dibe