বিসমিল্লাহির রহমানির রাহীম
সবাই কেমন আছেন? আশা করি ভালো । আমি ভালো আছি ।
এটা আমার চেইন টিউনের চতুর্থ পর্ব ।
আজ আমি দেখাবে আপনার সাইট এ কিভাবে খুঁটিনাটি বিষয় যোগ করবেন ।
যেমনঃ আপনার সাইট এ এখন কতজন ভিজিটর আছেন? আজকে কতবার আপনার সাইট টি দেখা হয়েছে?
আপনার সাইট টি সর্বমোট কতবার দেখা হয়েছে?
একটি সাইট এর জন্য এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ । কারণ, এর মাধ্যমে আপনার সাইট এর ভিজিটর এর সম্বন্ধে জানতে পারবেন ।
তবে চলুন শুরু করা যাকঃ
প্রথমে, wapka তে গিয়ে আপনার অ্যাকাউন্ট লগিন করুন ।
লগিন করার পর admin mode এ ক্লিক করুন।
Home পেজ এর সবার
নিচে :Edit site: এ ক্লিক করুন ।
দেখুন On-line counter নামে একটা অপশন আছে ।
এটাতে ক্লিক করুন ।
এরপর নিচের অপশন গুলো পাবেনঃ
Text displayed in front of count of on-line users: এখানে লিখুন "Now Online" অথবা আপনার পছন্দমত নাম ।
Align: এখানে সিলেক্ট করুন লেখাটি কোন পাশে বসাবেন । বামে, মাঝখানে নাকি ডানে ।
Font style: আপনার লেখাটির স্টাইল সিলেক্ট করুন ।
Place counter in front of: এখানে সিলেক্ট করুন লেখাটি কোথায় বসাবেন । এটি সাধারণত সাইট এর শেষে ব্যবহার করা হয় ।
এবার Submit এ ক্লিক করুন ।
Counter type: এখানে আপনি তিনটি অপশন পাবেন । যথাঃ- Daily, Monthly & Total.
আপনার দৈনিক ভিজিটর জানার জন্য Daily, আপনার মাসিক ভিজিটর জানার জন্য Monthly &
আপনার সর্বমোট ভিজিটর জানার জন্য Total বাছাই করুন ।
Align: এখানে সিলেক্ট করুন লেখাটি কোন পাশে বসাবেন । বামে, মাঝখানে নাকি ডানে ।
Font style: আপনার লেখাটির স্টাইল সিলেক্ট করুন ।
Place counter in front of: এখানে সিলেক্ট করুন লেখাটি কোথায় বসাবেন । এটি সাধারণত সাইট এর শেষে ব্যবহার করা হয় ।
এবার Submit এ ক্লিক করুন ।
আজ এ পর্যন্তই । ভাল লাগলে কমেন্ট করবেন ।
আমি জিহাদুর রহমান নয়ন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 313 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
http://www.noyon786.blogspot.com
Very Very Nice
Waiting for 5th Episode.