কেমন আছেন সবাই ??? আশাকরি ভাল আছেন। বরাবরের মত এবারেও এটি ব্লগার টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হলাম। আজকে আপনাদের সাথে আমি খুব ভাল সুন্দর একটি জিনিষ শেয়ার করবো। সেটা হচ্ছে Loading ইফেক্ট আশা করি আপনাদের ভাললাগবে। তবে একটা কথা আপনি যদি প্রফেশনাল ভাবে ব্লগিং করতে চান এবং ব্লগে ভাল ভিজিটরস আশা করেন তবে এইটা না লাগানোই ভাল। কারণ এই ইফেক্ট গুলো সাধারণত পারসোনাল এবং নিজস্ব ব্লগে এড করা হয়। তাই ব্যাপারটা মাথায় রাখবেন। তবে যদি ডিমো ব্লগে দেখে ভাল লাগে তবে এড করতে দিদ্ধা করবেন না, কারণ আপনার ব্লগ আপনার কাছে যথেষ্ট প্রীয় এবং পরে যদি এই ব্যাপারে কোন কম্প্লেইন আসে তবে আবার রিমূভ করে দিবেন।
$("html").removeClass("MD");
$("#header").ready(function(){ $("#md-progress-bar").stop().animate({ width: "25%" },1500) });
$("#footer").ready(function(){ $("#md-progress-bar").stop().animate({ width: "75%" },1500) });
$(window).load(function(){
$("#md-progress-bar").stop().animate({ width: "100%" },600,function(){
$("#md-loading").fadeOut("fast",function(){ $(this).remove(); });
});
});
})(jQuery);
</script>
আমি Readul Haque। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 268 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
লাইভ ডেমো কোথায় ভাই ?