ওয়ার্ডপ্রেস এক্সপার্ট হওয়ার সাতকাহন : এক্সপার্ট হওয়ার গাইডলাইন (1 of 2)

  • ওয়ার্ডপ্রেস কি ?

ওয়ার্ডপ্রেস হচ্ছে বর্তমানে সর্বাধিক জনপ্রিয় ব্লগ পাবলিশিং অ্যাপলিকেশনস এবং শক্তিশালী কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS), যা পিএইচপি এবং MySql দ্বারা তৈরিকৃত ওপেন সোর্স ব্লগিং সফটওয়্যার। ওয়ার্ডপ্রেস প্রথম  পর্যায়ে একটি ফ্রি ব্লগিং প্লাটফর্ম ছিল যা পরবর্তীতে একটি ইঞ্জিন তৈরি করে এবং বিনামূল্যে তা ডাউনলোড করে যেকোনো ব্লগারকে ব্যবহারের সুবিধা দিতে শুরু করে . ওয়ার্ডপ্রেস দ্বারা কোনো প্রকার পিএইচপি, MySql বা এইচটিএমএল জ্ঞান ছাড়াই একটি প্রোফেশনাল মানের ওয়েবসাইট তৈরি করা সম্ভব। ম্যাট মুলেনওয়েগ ২০০৩ সালের ২৭শে মে এটি প্রাথমিকভাবে প্রকাশ করেন। জানুয়ারী ২০১২  পর্যন্ত ওয়ার্ডপ্রেস ৩.৪ সংস্করণ ৩ কোটিরও বেশিবার ডাউনলোড হয়েছিল (!!)।

  • ওয়ার্ডপ্রেস কেন ?

কারন একটাই, আপনার জ্ঞানের স্বল্পতা অর্থাৎ জানার সীমাবদ্ধতা,  যেমন এইচটিএমএল, সিএসএস, পিএইচপি, MySql না জানলেও আপনি খুব সহজে কম সময়ে, ওয়ার্ডপ্রেস ব্যবহার করতে পারবেন । তবে হ্যাঁ , যদি আপনি সময়ের সাথে সাথে না শিখে নেন তবে ছোট ছোট থেকে শুরু করে এক সময় বড় ধরনের সমস্যায় পরতে পারেন । সেখত্রে পূর্ব পুরস্তুতি হিসেবে ধিরে ধিরে ওয়ার্ডপ্রেস টা শিখে নিতে পারেন ।

  • কোথায় শিখবেন ওয়ার্ডপ্রেস ?

হুম, কোথায় শিখবেন ? কার কাছে শিখবেন ? এতা একটা (কোটি টাকার !! ) প্রশ্ন । প্রথম পরামর্শ হল, আপনি বাংলা প্রযুক্তি ব্লগ গুলো তে একটু ঢু মারেন । তারপর ইউটিউব দেখেন । এরপর  গুগল মামার কাছে সাহায্য চান । অনেক তথ্য পাবেন গুগল এ । তবে খোঁজার পদ্ধতি গুলো কোন এক্সপার্ট এর কাছ থেকে আগেই একটু শিখে নেয়ার চেষ্টা করতে পারেন । কষ্টটা অনেক কমে যাবে । এর পর ১০+ ইবুক পড়েন মন দিয়া, সময় নিয়া । এই কাজ গুলো করার পর আপনি বেশ কিছু সমস্যার সম্মুখীন হবেন, এ কথা ১০০% সত্য । এর পর কোন এক্সপার্ট এর হেল্প নেন । ( ফ্রি পরামর্শ , কোন এক্সপার্ট আপনার হেল্প করার জন্য বসে নেই, সুতরাং আপনার ব্যবহার দিয়ে তাকে মুগ্ধ করে, আপনার কাজ আদায় করে নিন । ) . এখন সিদ্ধান্ত নেন, এর পরও কি আপনার কোন প্রতিষ্ঠানে যাওয়ার দরকার আছে কি ?? (এর পর ও যদি কারো দরকার হয়, তাহলে ফ্রি পরামর্শ আবার – আমার কাছে চইলা আইসেন, শিখাইয়া দিমুনে তয় নান্নার বিরানি খাওয়াইতে হবে যত পারি 😛 )

  • ওয়ারার্ডপ্রেস ব্যবহারের সুবিধা কি কি ?

  1. সফটওয়্যারটি ওপেনসোর্স এবং বিনামূল্যে ডাউনলোড করে ব্যবহার করা যায় ।
  2. এছাড়াও বিনামূল্যে থিম , প্লাগইন্স পাওয়া যায়।
  3. কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস) হবার ফলে যেকোন তথ্য সহজেই পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন বা বিয়োজন করা যায়। অর্থাৎ আপনি স্বাধীন ভাবে কাজ করতে পারবেন ।
  4. ওয়ার্ডপ্রেস ব্যবহার বান্ধব এবং ব্যবহার প্রণালী খুবই সহজ , Search Engine optimization  পদ্ধতি ব্যবহার ইত্যাদি।
  • ফ্রি ওয়ার্ডপ্রেস ডাউনলোড: ওয়ার্ডপ্রেস http://www.wordpress.org/download থেকে ডাউনলোড  করতে পারবেন।
  • কিভাবে ওয়ার্ডপ্রেস শেখা শুরু করবেন ?

ইচ্ছে করলে আপনি ফ্রি ডোমেইন, হোস্টিং দিয়েই ওয়ার্ডপ্রেস ব্লজ্ঞিং বা ভিন্ন কিছু করতে পারেন । কিন্তু আমার পরামর্শ হচ্ছে, যেহেতু ওয়ার্ডপ্রেস কাজের জিনিস এবং অবশ্যই আপনার কাজে লাগবে সুতরাং একটি ডোমেইন এবং অল্প স্পেস এর হোস্টিং নিয়ে আপনি শুরু করতে পারেন । এতে তেমন বেশি খরচ ও পরবে না । আনুমানিক কম বেশি ১৫০০ টাকার মত লাগতে পারে এক বছরের জন্য  । খুব ব্যয়বহুল বলে আমার কাছে মনে হচ্ছে না । যাইহোক, এখন সিদ্ধান্ত আপনার হাতে ।

  • ওয়ারার্ডপ্রেস এর জন্য কি  কি শিখতে হবে ?

আমি আগেই বলেছি, “আপনার জ্ঞানের মানে জানার সীমাবদ্ধতা যেমন এইচটিএমএল, সিএসএস, পিএইচপি, MySql না জানলেও আপনি খুব সহজে কম সময়ে, ওয়ার্ডপ্রেস ব্যবহার করতে পারবেন ”. কিন্তু কথা হচ্ছে  না জেনে আর কত দিন চালাবেন ? তাই নিজের প্রয়োজনে শেখা শুরু করতে পারেন । এইচটিএমএল, সিএসএস টা যদি আপনি ভাল ভাবে আয়ত্ত করতে পারেন তাহলে ছোট খাটো দুই একটা সমস্যা ছাড়া বেশির ভাগ সমস্যা আপনি নিজেই সমাধান করতে পারবেন । সব থেকে গুরুত্বপূর্ণ যে কথা, “ওয়ার্ডপ্রেস হচ্ছে বর্তমানে সর্বাধিক জনপ্রিয় ব্লগ পাবলিশিং অ্যাপলিকেশনস এবং শক্তিশালী কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS), যা পিএইচপি এবং MySql দ্বারা তৈরিকৃত ওপেন সোর্স ব্লগিং সফটওয়্যার।” মানে ওয়ার্ডপ্রেস মুলত পিএইচপি এবং MySql দ্বারা তৈরি । সুতরাং পিএইচপি এবং MySql এর সমস্যা সমাধান করতে অবশ্যই আপনাকে পিএইচপি এবং MySql শিখতে হবে । ভয় পাবেন । শুরুতেই এতা শিখতে হবে, এমন কিন্তু না তবে শিখে নিলে ভাল । কথাটা মনে রাখতে হবে এবং যত দ্রুত সম্ভব শিখে নিতে হবে ।

  • পরবর্তী পোস্ট এ যা পাবেন ..............................


=====================================================================================

  • যা না পড়লেও ক্ষতি নাই, বরং পড়লে সময় নষ্ট !!

=====================================================================================

  • গুগল এ এখন প্রচুর বাংলা লেখা পাওয়া যাচ্ছে, সুতরাং আপনার প্রয়োজনীয় লেখা খুজে পেতে বাংলা সার্চ ব্যবহার করেন । (যেমন, what is html ? না লিখে এইচটিএমএল কি ? লিখে সার্চ দেন অনেক তথ্য পাবেন । ) এতে করে বাংলা লেখা দ্রুত ছড়িয়ে যাবে সবার মাঝে, অনেক বাংলা লিখতে উৎসাহ পাবে।

===================================================================================

  • গুগল এ যেভাবে খুঁজবেন

===================================================================================

  • ওয়ার্ডপ্রেস কি ?
  • ওয়ার্ডপ্রেস কিভাবে শুরু করবো/করব ?
  • ওয়ার্ডপ্রেস কেন ?
  • ওয়ার্ডপ্রেস এর সুবিধা কি কি ?
  • কিভাবে ওয়ার্ডপ্রেস শেখা শুরু করবেন ?
  • ওয়ার্ডপ্রেস এর ভবিষ্যৎ কি ?
  • তৈরি করতে পারেন ওয়ার্ডপ্রেস প্লাগিন্স / প্লাগইন্স
  • ওয়ার্ডপ্রেস প্লাগিন্স / প্লাগইন্স তৈরি প্লাগইন্স
  • ওয়ার্ডপ্রেস থিম তৈরি বাংলা
  • বাংলায় ওয়ার্ডপ্রেস থিম তৈরি
  • ফায়ারবাগ ( firebug ) কিভাবে ব্যবহার করবেন ?
  • ওয়ার্ডপ্রেস শেখার ইবুক
  • কেন ওয়ার্ডপ্রেস ? ওয়ার্ডপ্রেস কেন শিখব
  • ওয়ার্ডপ্রেসের ভবিষ্যৎ কি ?
  • ওয়ার্ডপ্রেস থিম ডিজাইন কিভাবে করব ?
  • ওয়ার্ডপ্রেস প্লাগিন্স বাংলা ইবুক
  • ওয়ার্ডপ্রেস হাতেখড়ি
  • ওয়ার্ডপ্রেস ইবুক / ওয়ার্ডপ্রেস ইবুক ফ্রি ডাউনলোড
  • ওয়ার্ডপ্রেস ধারাবাহিক টিউটোরিয়াল
  • ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল

  • how to start wordpress?
  • wordpress ebook / wordpress ebook free download
  • wordpress step by step tutorial
  • how to design wordpress theme
  • what is future of wordpress
  • wordpress plugins development
  • How to start wordpress plugins
  • How to start wordpress blogging
  • Step By Step wordpress Tutorial

Level 0

আমি আরিয়ান আরিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য ………

Level 2

মোটামুটি কাজ শিখতেছি। আপনার পোস্ট আরেকটু অনুপ্রানিত করলো। হোস্টিং নিয়া চিন্তায় আছি। আপনার জানা দেশী ভাল হোস্টিং প্রোভাইডার কোনটি?

    @shaonx: আমি দুইটা হোস্টিং কোম্পানির আলাদা আলাদা ব্যবহার করি । So Cheap Host > saleh vai & Plabon Vai এর । দুইটাই ভাল মনে হল, কিঞ্চিত সমস্যা ছাড়া ।

    ধন্যবাদ

ভাল লিখছেন, আশা করি পরের গুলোই লিখবেন। ধন্যবাদ।

Level 3

আরিয়ান খান আরিফ@ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি নিয়মিত লিখবেন আমাদের বন্ধু ভেবে। সাথে আছি…..

ধন্যবাদ।
সময় পেলে আমার ব্লগ থেকে ঘুরে আসবেন : http://blog.alinsworld.com

nice hoyasa!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!