ওয়ার্ডপ্রেস হচ্ছে বর্তমানে সর্বাধিক জনপ্রিয় ব্লগ পাবলিশিং অ্যাপলিকেশনস এবং শক্তিশালী কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS), যা পিএইচপি এবং MySql দ্বারা তৈরিকৃত ওপেন সোর্স ব্লগিং সফটওয়্যার। ওয়ার্ডপ্রেস প্রথম পর্যায়ে একটি ফ্রি ব্লগিং প্লাটফর্ম ছিল যা পরবর্তীতে একটি ইঞ্জিন তৈরি করে এবং বিনামূল্যে তা ডাউনলোড করে যেকোনো ব্লগারকে ব্যবহারের সুবিধা দিতে শুরু করে . ওয়ার্ডপ্রেস দ্বারা কোনো প্রকার পিএইচপি, MySql বা এইচটিএমএল জ্ঞান ছাড়াই একটি প্রোফেশনাল মানের ওয়েবসাইট তৈরি করা সম্ভব। ম্যাট মুলেনওয়েগ ২০০৩ সালের ২৭শে মে এটি প্রাথমিকভাবে প্রকাশ করেন। জানুয়ারী ২০১২ পর্যন্ত ওয়ার্ডপ্রেস ৩.৪ সংস্করণ ৩ কোটিরও বেশিবার ডাউনলোড হয়েছিল (!!)।
কারন একটাই, আপনার জ্ঞানের স্বল্পতা অর্থাৎ জানার সীমাবদ্ধতা, যেমন এইচটিএমএল, সিএসএস, পিএইচপি, MySql না জানলেও আপনি খুব সহজে কম সময়ে, ওয়ার্ডপ্রেস ব্যবহার করতে পারবেন । তবে হ্যাঁ , যদি আপনি সময়ের সাথে সাথে না শিখে নেন তবে ছোট ছোট থেকে শুরু করে এক সময় বড় ধরনের সমস্যায় পরতে পারেন । সেখত্রে পূর্ব পুরস্তুতি হিসেবে ধিরে ধিরে ওয়ার্ডপ্রেস টা শিখে নিতে পারেন ।
হুম, কোথায় শিখবেন ? কার কাছে শিখবেন ? এতা একটা (কোটি টাকার !! ) প্রশ্ন । প্রথম পরামর্শ হল, আপনি বাংলা প্রযুক্তি ব্লগ গুলো তে একটু ঢু মারেন । তারপর ইউটিউব দেখেন । এরপর গুগল মামার কাছে সাহায্য চান । অনেক তথ্য পাবেন গুগল এ । তবে খোঁজার পদ্ধতি গুলো কোন এক্সপার্ট এর কাছ থেকে আগেই একটু শিখে নেয়ার চেষ্টা করতে পারেন । কষ্টটা অনেক কমে যাবে । এর পর ১০+ ইবুক পড়েন মন দিয়া, সময় নিয়া । এই কাজ গুলো করার পর আপনি বেশ কিছু সমস্যার সম্মুখীন হবেন, এ কথা ১০০% সত্য । এর পর কোন এক্সপার্ট এর হেল্প নেন । ( ফ্রি পরামর্শ , কোন এক্সপার্ট আপনার হেল্প করার জন্য বসে নেই, সুতরাং আপনার ব্যবহার দিয়ে তাকে মুগ্ধ করে, আপনার কাজ আদায় করে নিন । ) . এখন সিদ্ধান্ত নেন, এর পরও কি আপনার কোন প্রতিষ্ঠানে যাওয়ার দরকার আছে কি ?? (এর পর ও যদি কারো দরকার হয়, তাহলে ফ্রি পরামর্শ আবার – আমার কাছে চইলা আইসেন, শিখাইয়া দিমুনে তয় নান্নার বিরানি খাওয়াইতে হবে যত পারি 😛 )
ইচ্ছে করলে আপনি ফ্রি ডোমেইন, হোস্টিং দিয়েই ওয়ার্ডপ্রেস ব্লজ্ঞিং বা ভিন্ন কিছু করতে পারেন । কিন্তু আমার পরামর্শ হচ্ছে, যেহেতু ওয়ার্ডপ্রেস কাজের জিনিস এবং অবশ্যই আপনার কাজে লাগবে সুতরাং একটি ডোমেইন এবং অল্প স্পেস এর হোস্টিং নিয়ে আপনি শুরু করতে পারেন । এতে তেমন বেশি খরচ ও পরবে না । আনুমানিক কম বেশি ১৫০০ টাকার মত লাগতে পারে এক বছরের জন্য । খুব ব্যয়বহুল বলে আমার কাছে মনে হচ্ছে না । যাইহোক, এখন সিদ্ধান্ত আপনার হাতে ।
আমি আগেই বলেছি, “আপনার জ্ঞানের মানে জানার সীমাবদ্ধতা যেমন এইচটিএমএল, সিএসএস, পিএইচপি, MySql না জানলেও আপনি খুব সহজে কম সময়ে, ওয়ার্ডপ্রেস ব্যবহার করতে পারবেন ”. কিন্তু কথা হচ্ছে না জেনে আর কত দিন চালাবেন ? তাই নিজের প্রয়োজনে শেখা শুরু করতে পারেন । এইচটিএমএল, সিএসএস টা যদি আপনি ভাল ভাবে আয়ত্ত করতে পারেন তাহলে ছোট খাটো দুই একটা সমস্যা ছাড়া বেশির ভাগ সমস্যা আপনি নিজেই সমাধান করতে পারবেন । সব থেকে গুরুত্বপূর্ণ যে কথা, “ওয়ার্ডপ্রেস হচ্ছে বর্তমানে সর্বাধিক জনপ্রিয় ব্লগ পাবলিশিং অ্যাপলিকেশনস এবং শক্তিশালী কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS), যা পিএইচপি এবং MySql দ্বারা তৈরিকৃত ওপেন সোর্স ব্লগিং সফটওয়্যার।” মানে ওয়ার্ডপ্রেস মুলত পিএইচপি এবং MySql দ্বারা তৈরি । সুতরাং পিএইচপি এবং MySql এর সমস্যা সমাধান করতে অবশ্যই আপনাকে পিএইচপি এবং MySql শিখতে হবে । ভয় পাবেন । শুরুতেই এতা শিখতে হবে, এমন কিন্তু না তবে শিখে নিলে ভাল । কথাটা মনে রাখতে হবে এবং যত দ্রুত সম্ভব শিখে নিতে হবে ।
=====================================================================================
=====================================================================================
===================================================================================
===================================================================================
আমি আরিয়ান আরিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য ………