তৈরি করুন নিজের একটি মোবাইল সাইট :: [পর্ব-০২]

বিসমিল্লাহির রহমানির রাহীম

সবাই কেমন আছেন? আশা করি ভালো । আমি ভালো আছি ।

আজকের পর্ব বিভিন্ন অপশন এর কাজ ।

ওয়াপকা ওয়েবপেইজ ডিজাইন করার জন্যঃ

  • wapka তে গিয়ে আপনার অ্যাকাউন্ট লগিন করুন ।
  • লগিন করার পর admin mode এ ক্লিক করুন।

একটি খালি পেজ আসবে, এটি হল আপনার সাইট এর Home পেজ ।এই পেজ এর সবার

নিচে :Edit site: নামের একটি বাটন রয়েছে যাতে click করে বিভিন্ন Option পাবেন ।

এই Option ব্যাবহার করে আপনি আপনার সাইটে অনেক কিছু যোগ করতে পারেন।

নিচে উক্ত option গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

-About basic functions:

  • New page: এখানে আপনি নতুন একটি পৃষ্ঠা/ফোল্ডার তৈরি করতে পারবেন ।
  • New link (bookmark): আপনি যদি একটি পৃষ্ঠা তৈরি করে অন্য কোন ওয়েব এ  তা টান্সফার করতে চান বা আপনি যদি বুকমার্ক তৈরি করতে চান ।
  • Text: আপনার ওয়েব সাইট এ যদি আপনি কোন লেখা প্রকাশ করতে চান । যেমনঃ welcome to my site.
  • Picture: আপনি যদি কোন চিত্র আপনার ওয়েব সাইট এ দিতে চান ।

About advanced functions:

  • Counter: এর মাধমে আপনার ওয়েব সাইট এর ভিজিটর গননা করতে পারবেন ।
  • Forum: এই ফাংশন ব্যবহার করে আপনি ফোরাম / ব্লগিং তৈরি পারেন ।
  • Chat: এই অপশন ব্যবহার করে আপনার চ্যাট রুম যুক্ত করতে পারেন ।
  • Online counter: এখন আপনার সাইট এ অনলাইন এ কতজন আছেন ।
  • Advertisement: বিজ্ঞাপন অপশন যার দ্বারা আপনি আপনার সাইটে প্রকাশ করে টাকা উপার্জন করতে পারেন ।
  • Searching: আপনার সাইট এর কিছু খুঁজে পেতে ।
  • Mail form: এর সাহায্যে ভিজিটর আপনার সাথে যোগাযোগ করতে পারবেন ।
  • WML/XHTML code: এখানে আপনি WML/XHTML code যোগ করতে পারেন ।
  • File uploader: এখানে আপনি আপনার ফাইল আপলোড করতে পারবেন ।

-About abilities:

  • Move items: এর মাধ্যমে ফাইল স্থানান্তর করতে পারবেন
  •  Delete items:এর মাধ্যমে ফাইল ডিলিট করতে পারবেন
  • Edit items:এর মাধ্যমে ফাইল পরিবর্তন করতে পারবেন
  • Copy items:এর মাধ্যমে ফাইল কপি করতে পারবেন

About settings:

  • Change title: আপনার সাইট এর টাইটেল পরিবর্তন করতে পারবেন ।
  • Add autocontent: এখানে কতগুলো অপশন আছে যা আপনার সাইট এ যোগ করতে পারবেন ।
  • Automatic redirecting: লিংক রিডিরেক্ট এর জন্য ।
  • WAP2: এটি একটি গুরুত্বপূর্ণ অপশন যার মাধ্যমে আপনার সাইট এর অনেক পরিবর্তন করতে পারবেন ।
  • Users: এর মাধ্যমে আপনি ব্যবহারকারী নিয়ন্ত্রণ করতে পারবেন ।
  • Global settings: এটি ফোরাম এর জন্য বেশী প্রয়োজনীয় ।

আজ এ পর্যন্তই থাক ।

আগামী পর্বেঃ কিভাবে বিভিন্ন বিষয় সাজাবেন?

আমার ওয়েবসাইটঃ

Level 0

আমি জিহাদুর রহমান নয়ন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 313 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

http://www.noyon786.blogspot.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thanks bro

@ansar3135: আপনি কি ধরণের সাইট বানাতে চান ।

@ansar3135: আপনি কি ধরণের সাইট বানাতে চান ?

Sundor tune korcen.Thanks you?

Koto Taka diben?
Ami apnake site baniye dibo

@ansar3135: koto taka diben? Taka beshi hole ami baniye dibo

@ansar3135: mobile er balance er obosta valo 9
apni Phone den
01817318282 Number a

ভাই সাইট নেম wapka.mobi হচ্ছে tk করবো কি করি