বিসমিল্লাহির রহমানির রাহীম
সবাই কেমন আছেন? আশা করি ভালো । আমি ভালো আছি । তবে ঈদ ভালো কাটেনি এর কারণ হচ্ছে বৃষ্টি ।
এতো কথা না বলে চলুন মূল আলোচনায় আসি । আমরা প্রত্যেকেই চাই যে আমার নিজের একটি ওয়েব পেইজ থাকুক ।
সম্প্রতি মোবাইল সাইট গুলো খুবই জনপ্রিয় হয়ে উঠছে এর একটি বিশেষ কারন হল মোবাইল ।
আমি এটা নিয়ে চেইন টিউন করব । আর তাছাড়া আমার আগে আরও দুইজন এটা নিয়ে পর্বভিত্তিক টিউন করেছে কিন্তু তারা কেও সম্পূর্ণ টিউন করেনি ।
তারা ২ পর্ব করে এখন আর করেনা না । তাই আমি এটা নিয়ে একটি সম্পূর্ণ চেইন টিউন করব ইনশাল্লাহ ।
তাহলে আসুন জেনে নিই কিভাবে মোবাইল সাইট তৈরি করা যায়ঃ
মোবাইল সাইট তৈরি করার জন্য আমি WAPKA বেছে নিয়েছি । ২০০ মেগা বাইট ডিস্ক স্পেস।
ভাবছেন এত কম ডিস্ক স্পেস দিয়ে কি করবেন?
কিছু কৌশল খাটালে আপনিও পারবেন এই 2০০ মেগাবাইট দিয়ে আনলিমিটেড ডিস্ক স্পেসের কাজ করতে । আর তাছাড়া আপনি রেফার লিঙ্ক ব্যবহার করে আপনার ডিস্ক স্পেস আরও বাড়াতে পারবেন ।
আপনার ওয়েবসাইট এখন তৈরি ।
তাই বলে মনে করবেন না কাজ শেষ এখন থেকে কাজ শুরু । আজ এ পর্যন্ত থাক ।
কোন ভুল হলে কমেন্ট এ জানাবেন । একসাথে বেশি বড় করে লিখলাম না তাহলে ধৈর্য নষ্ট হয়ে যাবে ।
আগামি টিউন এ পাবেনঃ বিভিন্ন অপশন গুলোর কাজ ।
আমার ওয়েবঃ
আমি জিহাদুর রহমান নয়ন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 313 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
http://www.noyon786.blogspot.com
হ্যালো নয়ন, আপনি এই পোস্টটা প্রযুক্তি ফোরামে পোস্ট করুন।