চলুন পিএইচপি শেখা যাক ধাপে ধাপে [পর্ব-০১] :: XAMPP ইন্সটল

চলুন পিএইচপি শেখা যাক ধাপে ধাপে

php

আমরা অনেকে ওয়েব ডেভলপমেন্ট সম্পর্কে শিখতে অনেক আগ্রহী।। ওয়েব ডেভলপমেন্টের ক্ষেত্রে পিএইচপি ল্যাঙ্গুয়েজ এর বিকল্প আমার কাছে নেই। তাই পি এইচ পি নিয়ে লিখতে ইচ্ছে হল তাই নিয়মিত পর্বের টিউটোরিয়াল তৈরি করে যাব এটাই আমার ইচ্ছা।। যাই হোক শুরু করা যাক 🙂

পি এইচপি কি??:

PHP হল একধরনের প্রোগ্রামিং ল্যাংগুয়েজ। এটি ওয়েব পেজ প্রোগ্রামিং এর পর্যায়ে পরে।। বর্তমানে বিশ্বের সবচেয়ে জন প্রিয় ল্যাংগুয়েজ এটি।। প্রোগ্রামিং ল্যাংগুয়েজ মূলত দুই প্রকার, ডেস্কটপ প্রোগ্রামিং আর ওয়েব প্রোগ্রামিং ল্যাংগুয়েজ।।

পিএইচপি শিখতে যা যা প্রয়োজন হবেঃ

১) XAMPP সফটওয়্যার।
২) Notepad / Notepad++ (নোটপ্যাড ++ টাই ইউজ করার জন্য বেস্ট হবে )
৩) এইচটিএমএল সম্পর্কে ব্যাসিক ধারনা।
XAMPP সফটওয়্যার টার কাজ হল আপনার পিসি কে একটি ওয়েব সার্ভারে পরিনত করা আর নোটপ্যাড++ এ আপনি প্রোগ্রাম লিখতে পারবেন।

সফটওয়্যার টা যেখানে পাবেনঃ

১) XAMPP
2) Notepad ++
ডাউনলোড করে ইন্সটল করবেন।। অবশ্যই Apache and My SQL টা ইন্সটল করবেন FileZilla টা আবশ্যিক না ।আসা করি সফল ভাবে ইন্সটল করতে পারবেন।। আর এটা ইন্সটল এর সময় এর লোকেসন চেঞ্জ করবেন না।। অর্থাৎ c:\xampp\ রাখুন।
ইন্সটল করার পর ডেক্সটপেই XAMPP এর আইকন টা দেখতে পারবেন সেখানে ডাবল ক্লিক করে ওপেন করে Apache ও My SQL টা Run করে দিবেন।।

বিঃদ্রঃ যদি কারো স্কাইপ ওপেন করা থাকে তাহলে Apache টা রানিং নাউ হতে পারে তাই প্রথমে স্কাইপ টা Exit করেনিন তারপর চেষ্টা করুন 🙂

আপনি যদি এতটুকু কাজ সফল ভাবে সম্পুর্ন করতে পারেন তাহলে এখানে ক্লিক করুন।।

XAMPP

যদি এরকম একটা পেজ আসে তাহলে মনে করুন আপনি সফল ভাবে XAMPP ইন্সটল এবং রান করতে পেরেছেন।

যাই হোক আমি খুব ভাল ভাবে বিষয়টা বুঝানোর চেষ্টা করেছি।। মনে হয় না ১০০% সফল হলাম 🙁 যাই হোক ইন্সটল এর সময় অথবা ইন্সটল এর পরে XAMPP রান করানোর সময় কোন রকম সমস্যায় পরলে কমেন্ট করবেন।। আমি সমাধান দেবার চেস্টা করব।। সবাই কে ধন্যবাদ।। 🙂

Level 2

আমি ড়িত কথা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 274 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই PHP শেখার অনেক শখ কিন্তু এখনো JavaScript এ আটকে আছি ……আশা করি আপনি PHP সবটা শেষ করবেন ।

Level 0

রাব্বি ভাই, সফটওয়্যার ডাউনলোড করার লিংক দুইটা পেলাম না।

দুঃখিত ভাই লিঙ্ক আপডেট করা হয়েছে ।। 🙂

Level 0

অনেক ধন্যবাদ । স্কাইপি অন থাকলে যে পিএইচপি রান হয়না তা জানতাম না। কয়েক দিন থেকে অনেক চেষ্টা করেছি কিন্তু রান করতে পারি নি।এখন স্কাইপি অফ করলাম , আর সাথে সাথে রান হলো। অনেক অনেক ধন্যবাদ। প্লিজ টিউটোরিয়ালগুলো একটু বেশি দিয়েন । আর সবগুলোই যাতে শেষ হয়। প্রতিদিন দিলে অনেক ভালো হত। যাইহোক আপনাকে অনেক ধন্যবাদ।

    @touhid92: আপনাকেউ ধন্যবাদ।। আমি চেষ্টা করব নিয়মিত টিউটোরিয়াল দিতে। কিন্তু বড় বড় করে টিউটোরিয়াল লিখতে লাগলে আমার মাথা ঠিক থাকে না তাই ছোট ছোট করেই লিখব কিন্তু টিউন পাবেন নিয়মিত আশাকরি 🙂

Level 0

ভাই , এই রকম টিউটোরিয়াল বহুত আছে। আর দিয়েন না। হুদাই আপনার টাইম নষ্ট, মানুষের ও তেমন লাভ নাই। এর চেয়ে ধাপে ধাপে একটি সম্পূর্ণ ওয়েবসাইট php দিয়া কেমনে বানানো যায়, তা দেখান। 🙂

    @faiyaz26: vai jan ami basic ta shikhate cassi. Tutorial er sathe thakun asa kori at last nije nije website create korte parben. Thanx for comment

Bhaia, ami Graphics Designer, but web designer hote chai, are you help me?

Level 2

পিএইচপি শিখতে যা যা প্রয়োজন হবেঃ
১) XAMPP সফটওয়্যার।
২) Notepad / Notepad++ (নোটপ্যাড ++ টাই ইউজ করার জন্য বেস্ট হবে )
৩) এইচটিএমএল সম্পর্কে ব্যাসিক ধারনা।
1 নং এবং 2 নং আপনি দিয়েছেন , কিন্তু HTML Basic তো আর কোনো Software না যে ডাউনলোড করে নিন বললেই হয়ে গেলো । আর এদিকে আমার অসুবিধা কি আমি HTML Basic কিছুই জানিনা। এটা জানার কোনো লিঙ্ক দিলে খুব ভালো হয়। আর আপনাকে অনুরোধ যে কাজে হাত দিয়েছেন,মাঝ পথে ছেড়ে দেবেন না যেন। ধন্যবাদ

    @mdmohosin: এইচটিএমএল সম্পর্কে শিখতে w3school বা অন্যান্য ওয়েবসাইটে যান। অথবা গুগল মিয়ারে জিজ্ঞেস করেন, তিনিই বলে দিবে কিভাবে এইচটিএমএল শিখতে হবে। তবে সব ইংরেজীতে হবে। ইংরেজী বুঝলে তো আর কোন সমস্যাই নাই। তবে ইংরেজী না বুঝলে কোন বড় ভাই-এর সাহায্য নিতে পারেন অথবা কোন বই কিনতে পারেন। আইডিবি ভবন, নিলখেত, ইত্যাদি জায়গায় অনেক ভাল ভাল বই পাওয়া যায়।

@mdmohosin: apatoto techtunes e besh kisu valo tune ase html somporrke. Segulo follow korte paren. Jodi segulo theke help na pan tahole ami chesta korbo html niye tune korte. But php jokhon start korci tokhon seta age sesh kori. Ar onuprerona joganor jonno dhonnobad. 🙂

Level 0

ধন্যবাদ আপনাকে 🙂

    @digitallover_1991: হুম জানি কিন্তু আমি সব অপারেটিং সিস্টেমের জন্য দিয়েছি। ধন্যবাদ।

Bhaia, download korar por apnar deowa link http://localhost/xampp/index.php a click korechi & apnar deowa page ti asche, tahole ki ami parchi?

XAMPP সফটওয়্যার ইন্সটল করতে পারিনা।

Level 0

Vai ami win-7 use kori XAMPP soft.. ta insttoll hese ato tai boj te parci na je kaj hobe ki na. aar vai apnar virtion-4 ar pore ar kisu ki likhe sen. Vai apnar tune ta dekhe amar akta web site korte esse hosse kinto ame domain and hosting nia problem a asi. ami kothai a gula alpo takai pabo aktu HELP korben. PLEASE ANSER TO ME………….

    @bdsujan: Hmm… kaj shekhar jonno domain ar hosting kenar dorkar nai… dhmart.info theke free hosting paben…. ar domain er jonno dot.tk use koren… professorial hoye jauar por domain ar hosting kiben…… thanx for comment 🙂

ধন্যবাদ আপনাকে

Level 0

Hi Rabbi,

Thanks for your nice php articles. I am learning php from your tutorial.
I am very happy to get chance to learn ph p from your tutorial.

আমার ডোমেইন ও হোস্টিং আছে, টুকটাক ওয়ার্ডপ্রেস, জুমলা, এইচটিএমএল, ইত্যাদি ব্যবহার করে ছোটখাট সাইট বানাই। আমি কি xaamp ব্যবহার না করে আমার ডোমেইন ও হোস্টিং ব্যবহার করেও পিএইচপি শিখতে পারব?

    @Kingswriter: পারবেন, php ফাইলগুলা সার্বারে আপলোড করে সিপ্যানেল থেকে এডিট করে সেভ করলে টেস্ট করতে পারবেন।

ভাইজান, xamp ছাড়া Wamp দিয়ে হবেনা?

ভাই Apache & MySql এর link টা তো দেন নাই। দয়া করে দিলে খুশি হব।

rabbi vai apnar ai porjonto php tutorial gulor akta copy chai aktu kosto kore upload korun tar por download link ta amake mail korun upokrito hobo [email protected] 🙂