আমরা অনেকে ওয়েব ডেভলপমেন্ট সম্পর্কে শিখতে অনেক আগ্রহী।। ওয়েব ডেভলপমেন্টের ক্ষেত্রে পিএইচপি ল্যাঙ্গুয়েজ এর বিকল্প আমার কাছে নেই। তাই পি এইচ পি নিয়ে লিখতে ইচ্ছে হল তাই নিয়মিত পর্বের টিউটোরিয়াল তৈরি করে যাব এটাই আমার ইচ্ছা।। যাই হোক শুরু করা যাক 🙂
PHP হল একধরনের প্রোগ্রামিং ল্যাংগুয়েজ। এটি ওয়েব পেজ প্রোগ্রামিং এর পর্যায়ে পরে।। বর্তমানে বিশ্বের সবচেয়ে জন প্রিয় ল্যাংগুয়েজ এটি।। প্রোগ্রামিং ল্যাংগুয়েজ মূলত দুই প্রকার, ডেস্কটপ প্রোগ্রামিং আর ওয়েব প্রোগ্রামিং ল্যাংগুয়েজ।।
১) XAMPP সফটওয়্যার।
২) Notepad / Notepad++ (নোটপ্যাড ++ টাই ইউজ করার জন্য বেস্ট হবে )
৩) এইচটিএমএল সম্পর্কে ব্যাসিক ধারনা।
XAMPP সফটওয়্যার টার কাজ হল আপনার পিসি কে একটি ওয়েব সার্ভারে পরিনত করা আর নোটপ্যাড++ এ আপনি প্রোগ্রাম লিখতে পারবেন।
১) XAMPP
2) Notepad ++
ডাউনলোড করে ইন্সটল করবেন।। অবশ্যই Apache and My SQL টা ইন্সটল করবেন FileZilla টা আবশ্যিক না ।আসা করি সফল ভাবে ইন্সটল করতে পারবেন।। আর এটা ইন্সটল এর সময় এর লোকেসন চেঞ্জ করবেন না।। অর্থাৎ c:\xampp\ রাখুন।
ইন্সটল করার পর ডেক্সটপেই XAMPP এর আইকন টা দেখতে পারবেন সেখানে ডাবল ক্লিক করে ওপেন করে Apache ও My SQL টা Run করে দিবেন।।
বিঃদ্রঃ যদি কারো স্কাইপ ওপেন করা থাকে তাহলে Apache টা রানিং নাউ হতে পারে তাই প্রথমে স্কাইপ টা Exit করেনিন তারপর চেষ্টা করুন 🙂
আপনি যদি এতটুকু কাজ সফল ভাবে সম্পুর্ন করতে পারেন তাহলে এখানে ক্লিক করুন।।
যদি এরকম একটা পেজ আসে তাহলে মনে করুন আপনি সফল ভাবে XAMPP ইন্সটল এবং রান করতে পেরেছেন।
যাই হোক আমি খুব ভাল ভাবে বিষয়টা বুঝানোর চেষ্টা করেছি।। মনে হয় না ১০০% সফল হলাম 🙁 যাই হোক ইন্সটল এর সময় অথবা ইন্সটল এর পরে XAMPP রান করানোর সময় কোন রকম সমস্যায় পরলে কমেন্ট করবেন।। আমি সমাধান দেবার চেস্টা করব।। সবাই কে ধন্যবাদ।। 🙂
আমি ড়িত কথা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 274 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই PHP শেখার অনেক শখ কিন্তু এখনো JavaScript এ আটকে আছি ……আশা করি আপনি PHP সবটা শেষ করবেন ।