এখন সময় ইকমার্সের। বর্তমানে বাংলাদেশেও জনপ্রিয় হয়ে উঠছে অনলাইনে কেনাকাটার পদ্ধতি, এছাড়া বৃদ্ধি পাচ্ছে ই-কমার্স ভিত্তিক সরকারি ও বেরাকারি সুযোগ সুবিধা। তাই যারা অনলাইনে ব্যাবসা করার চিন্তা-ভাবনা করছেন, এখনই উপযুক্ত সময় উদ্যোগ বাস্তবায়নের।
ই-কমার্স ওয়েব পোর্টাল তৈরির সবচেয়ে দ্রুত, সহজ, নিরাপদ, জনপ্রিয় ও সময় উপযোগী পদ্ধতি হচ্ছে content management system বা CMS। কিছু সিএমএস রয়েছে যেগুলো শুধুমাত্র ইকমার্স ওয়েবসাইট তৈরির জন্যই নিদ্রিষ্ট, এছাড়া ওয়ার্ডপ্রেস কিংবা জুমলার মত জনপ্রিয় সিএমএস দিয়েও ই-কমার্স ওয়েব পোর্টাল করা যায়। আসুন জানি ইকমার্স ওয়েরসাইট তৈরির সেরা দশটি পদ্ধতি সম্পর্কে।
বর্তমানে ইকমার্স সাইটের জন্য ব্যাবহারিত সিএমএসগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ম্যাজেন্টো। ওপেন সোর্স এই সিএমএসটি ২০০৮ সালের ৩১ মার্চ যাত্রা শুরু করে। Zend Framework এ তৈরি এই সিএমএসটিতে রয়েছে সময় উপযোগী নানা ধরনের ফিচার। সমস্যা একটাই ম্যাজেন্টো মার্কেটপ্লেসের থীম ও প্লাগইনস গুলো বেশ চড়া দামের :(, তবে ফ্রী এর সংখ্যাটাও নিতান্ত কম নয় :)।
ওপেন সোর্স ষ্টোর ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে অনেকেরই পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে যে সিএমএসটি সেটা হল জেন-কার্ট। ওএসকমার্সের এর একটি পৃথক প্রকল্প হিসেবে ২০০৩ সালে জেন-কার্টের যাত্রা শুরু হয়। GNU General Public License এর অধীনে জেন-কার্টের যে কোন সেবাই যে কেউই সম্পূর্ন বিনামূল্যে ব্যাবহার করতে পারেন।
ওপেন সোর্স কমার্স বা ওএসকমার্স শীর্ষ জনপ্রিয় অনলাইন ষ্টোর ম্যানেজমেন্ট সফটওয়্যার গুলোর মধ্যে অন্যতম। বর্তমানে অনলাইনে প্রায় ২৬৫,৪০০ এর ও বেশি অনলাইন শপ রয়েছে যেগুলো ওএসকমার্স দিয়ে বানানো। এছাড়া প্রায় সাত হাজারের ও অধিক প্লাগ-ইনস রয়েছে ওএসকমার্সের ভান্ডারে, যার সবগুলোই বিনামূল্যে ব্যাবহার করা যাবে।
২০০৭ সালের আগষ্টে যাত্রা শুরু হও্য়া প্রেস্তা শপ নামের ওপেনসোর্স ইকমার্স সিএমএস টি খুব অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করে নিয়েছে। বর্তমানে প্রেস্তা শপ দিয়ে তৈরি করা অনলাইন শপের সংখ্যা প্রায় ১২০,০০০ টি। প্রেস্তা শপের প্রধান বৈশিষ্ট হচ্ছে এর অকর্ষনীয় ডিজাইন।
সহজে ব্যাবহার করা যায় এবং আকর্ষনীয় ডিজাইনের ওপেনসোর্স শপিং কার্ট সকটওয়্যারগুলোর মধ্যে ওপেন কার্ট অন্যতম। ওপেন কার্টের বৈশিষ্ট হচ্ছে এর ব্যাবহার অত্যন্ত সহজ, এবং প্রয়োজনীয় টেমপ্লেট ও টুলস গুলো আগে থেকেই সংযুক্ত করা রয়েছে।
ডাব্লিউপি ই-কামার্স মূলতঃ ওয়ার্ডপ্রেস সিএমএসের একটি জনপ্রিয় প্লাগ-ইনস। যারা ওয়ার্ডপ্রেস দিয়ে ই-কামার্স ওয়েবসাইট তৈরি করতে চান অথবা ব্লগের পাশাপাশি অনলাইন শপ চালাতে চাচ্ছেন তাদের জন্য একটি চমৎকার সমাধান হতে পারে ডাব্লিউপি ই-কামার্স।
জনপ্রিয় সিএমএস জুমলা ভিত্তিক ওপেনসোর্র ইকমার্স সলিউশন হচ্ছে ভার্চুমার্ট। যারা জুমলা ব্যাবহার করে অভ্যস্ত, তারা এই অনলাইন শপ ম্যানেজমেন্ট সিস্টেমটি ট্রায় করে দেখতে পারেন।
উবার কার্ট হচ্ছে জনপ্রিয় সিএমএস ড্রুপাল ভিত্তিক ওপেনসোর্র অনলাইন শপ ম্যানেজমেন্ট সলিউশন। ড্রুপালের সাথে যারা পরিচিত তাদের কাছে এই অনলাইন শপ ম্যানেজমেন্ট সিস্টেমটি ভালো লাগবে আশা করি।
নতুন প্রজন্মের ই-কমার্স সিএমএসগুলোর মধ্যে টমেটো কার্ট বেশ জনপ্রিয়। সিএমএস টি ডেভলপ করেছে Elootec Technology Company Ltd । মোবাইল ও ট্যাবলেট এর জন্য টমেটো কার্টের রয়েছে ভিন্ন ভিন্ন মডিউল।
সহজে অনুধাবনযোগ্য এবং শক্তিশালী ওপেনসোর্স শপিং কার্ট সফটওয়্যারের মধ্যে আগোরা কার্টের জনপ্রিয়তা কোন অংশে কম নয়। আগোরা কার্টের অন্যতম সুবিধা হচ্ছে এর Plug and Play মডিউলগুলো খুব সহজে ব্যাবহার করা যায়।
ইকমার্স সম্পর্কে আরো জানতে এখানে ক্লিক করুন। ইকমার্স নিয়ে পরবর্তিতে আরো লেখার ইচ্ছা আছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।
আমি বার্তা ভুবন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 71 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালবাসি তথ্য-প্রযুক্তির সমূদ্রে হারিয়ে যেতে।
super tune boss…………..