খুব সহজেই Blog-এ ভাসমান শেয়ার বাটন(Floating Share Button) যুক্ত করুন।

আসসালামুআলাইকুম। প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই? আশা রাখি আল্লাহর মেহেরবাণীতে ভালো আছেন। ব্লগ নিয়ে চেইন টিউন করার ইচ্ছা থাকলেও আমার থেকে অনেক যোগ্য টিউনাররা পূর্বেই তা করেছেন। তাই ঐ দিকে আর হাত বাড়ালাম না, আজকে ভাসমান শেয়ার বাটন কিভাবে ব্লগে যোগ করা হয় তা আমরা শিখবো(অনেকেই হয়তো পূর্বে থেকেই জানেন)। ব্লগে ভাসমান শেয়ার বাটন যোগ করলে সৌন্দর্য দারুন বৃদ্ধি পায় এবং পছন্দের Post গুলো ব্লগের ভিজিটররা সহজে Facebook, Twitter, Google+ ইত্যাদি সামাজিক সাইটে এ শেয়ার করতে পারে। এই শেয়ার বাটনের মাধ্যমে ব্লগের Page এবং Post গুলো খুব সহজে শেয়ার করা যায়। Page scroll করার সময় এটি সর্বদা দৃশ্যমান থাকবে। তাই দেখতে অনেক সুন্দর এবং ব্লগকে আকর্ষনীয় করে তুলে।

নিচের দিকনির্দেশনা গুলো যথাযথভাবে অনুসরন করুন কোনরকম ভুল না করে।

১. প্রথমত আপনার ব্লগের টেমপ্লেটটিকে ব্যাকআপ করে রাখুন। নিচের চিত্রগুলো যথাযথভাবে অনুসরন করুন।

ক. Template-এ ক্লিক করুন।

খ. Backup/Restore -এ ক্লিক করুন।

গ. Download Full Template এ ক্লিক করুন এবং সেভ করুন। Close করুন।

ঘ. এখন Layout-এ ক্লিক করুন।

ঙ. Add a Gadget এ ক্লিক করুন।

চ. HTML/Javascript গেজেট টি বাছাই করুন।

নিচের Code গুলো গুলো গেজেটে Copy/Paste করে Save করুন।


<style>
/*-------MBT Floating Sharing Widget------------*/
#floatdiv {
  position:fixed;
bottom:15%;
margin-left:-70px;
z-index:10;
float:left;
padding-bottom:2px;
}
#mbtsidebar {
        background:#fff;
        border-top:1px solid #ddd;
        border-left:1px solid #ddd;
        border-bottom:1px solid #ddd;
        border-radius:5px;
       -moz-border-radius:5px;
       -webkit-border-radius:5px;
        padding-left:5px;
        width:60px;
        margin:0 0 0 5px;
}
.fb_share_count_top {width:52px !important;}
.fb_share_count_top, .fb_share_count_inner {-moz-border-radius:3px;-webkit-border-radius:3px;}
.FBConnectButton_Small,
.FBConnectButton_RTL_Small {width:52px !important;
-moz-border-radius:3px;/*bs-fsmsb*/-webkit-border-radius:3px;}
.FBConnectButton_Small
.FBConnectButton_Text {padding:2px 2px 3px
!important;-moz-border-radius:3px;-webkit-border-radius:3px;font-size:8px;}
</style>


<div id="floatdiv">
<div id="mbtsidebar">
<table cellpadding="1px" cellspacing="0">

<tr>
<td style="padding:5px 0px 0px 0;">
<a
href="http://twitter.com/share" class="twitter-share-button"
data-count="vertical"
data-via="mybloggertricks">Tweet</a><script
type="text/javascript"
src="http://platform.twitter.com/widgets.js"></script>
</td>
</tr>
    <tr>
<td style="padding:5px 0 2px 0;">
<a name="fb_share" type="box_count"
href="http://www.facebook.com/sharer.php">Share</a><script
src="http://static.ak.fbcdn.net/connect.php/js/FB.Share"
type="text/javascript"></script>
</td>
</tr>
<tr>
<td style=" padding:5px 0px 0px 0px;">

<script
src='http://apis.google.com/js/plusone.js' type='text/javascript'>
{lang: 'en-US'} </script>
<g:plusone size="Tall" expr:href="data:post.url">
</g:plusone></td>
</tr>
<tr>
<td>
<p
style=" line-height:0px; font-size:10px; font-weight:bold;
text-align:center;"><a style="color:#D3D3D3;"
href="http://www.mybloggertricks.com">Widgets</a></p>
</td>
</tr>
</table>
</div>
</div>

গেজেটটি এখন Blog Posts এর নিচে Drag করে নিয়ে আসুন এবং Save arrangement-এ ক্লিক করুন। 

ব্যস, Save করুন, View Blog-এ ক্লিক করে এখন ভাসমান শেয়ার বাটনটি আপনার Home page এবং Post গুলোতে দেখতে পাবেন। উপভোগ করুন।


বি: দ্র: শেয়ার বাটনটি Home page এ না দেখতে চাইলে এবং শুধু Post গুলোর পাশে দেখতে চাইলে নিচের কাজগুলো করতে হবে।

১. Template এ ক্লিক করুন। পূর্বের মত Template টি ব্যাকআপ রাখুন।

২. Edit HTML  যান এবং Proceed-এ ক্লিক করুন।

৩. Expand Widget Template-এ ক্লিক করুন।

৪. নিচের মত Code গুলো তালাশ করুন। HTML8 এর স্থানে HTML1,23 থাকতে পারে।

<b:widget id='HTML8' locked='false' title='WIDGET-TITLE-HERE'  type='HTML'>

<b:includable id='main'>

৫.লাল Code-এর পরে নিচের সবুজ Code গুলো দিয়ে দিন।

<b:if cond='data:blog.pageType == "item"'> 


৬. এখন আরো একটু নিচে গিয়ে নিচের Code গুলো তালাশ করুন।

</b:includable></b:widget>

৭. লাল Code-এর আগে নিচের সবুজ Code গুলো দিন।

</b:if>



ব্যস, Save Template-এ ক্লিক করুন, ভাসমান শেয়ার বাটনটি Home Page-এ না দেখিয়ে শুধু Posts গুলোর সাথে দেখা যাচ্ছে। 

সমস্যা হলে আমাদেরকে জানান সমাধান করা হবে ইনশাআল্লাহ।



আরো একটি ব্যাপার হলো উইজেটটি ব্লগের পছন্দনীয় জায়গায় রাখার জন্যে মার্জিন পরিবর্তন করতে পারবেন যা উপরের Code-এ লক্ষ্য করলে এইরকম দেখতে পাবেন। margin-left:-70px; এবং শেয়ার বাটনটির ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করার জন্যে উপরের Code-এ এই রকম দেখতে পাবেন  background:#fff;
এই পোস্টটি Muhammad Mustafa ভাইয়ের সহযোগীতায় করা হয়েছে,

Level 0

আমি মুহাম্মদ জিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 162 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন মুসলিম বাংলাদেশী। সর্বশক্তিমান আল্লাহ পৃথিবীর দ্বিতীয় মুসলিম দেশে জন্ম দিয়েছেন বলে তার নিকট শুকরিয়া জ্ঞাপন করছি 'আল্হামদুলিল্লাহ'।বাংলাদেশের অন্যতম একটি IT blog site এ অংশগ্রহন করে আমি অনেক আনন্দিত। সকল টেক টিউনারের প্রতি আমার সালাম এবং অভিনন্দন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক ধন্যবাদ, আপনি যেভাবে বলছেন আমি সেভাবেই সব করছি, Twitter and Facebook share button টা যুক্ত হইছে, কিন্তু google+ টা শো করতেছে না, আপনি কি দয়া করে google+ এর কোডগুলো চেক করবেন, প্পিজ

আপনি পুনরায় চেষ্টা করুন। HTML/JavaScript Widget-এ নিচের কোডগুলো আবার দিন……………………….ইনশাআল্লাহ হবে।

/*——-MBT Floating Sharing Widget————*/
#floatdiv {
position:fixed;
bottom:15%;
margin-left:-70px;
z-index:10;
float:left;
padding-bottom:2px;
}
#mbtsidebar {
background:#fff;
border-top:1px solid #ddd;
border-left:1px solid #ddd;
border-bottom:1px solid #ddd;
border-radius:5px;
-moz-border-radius:5px;
-webkit-border-radius:5px;
padding-left:5px;
width:60px;
margin:0 0 0 5px;
}
.fb_share_count_top {width:52px !important;}
.fb_share_count_top, .fb_share_count_inner {-moz-border-radius:3px;-webkit-border-radius:3px;}
.FBConnectButton_Small, .FBConnectButton_RTL_Small {width:52px !important; -moz-border-radius:3px;/*bs-fsmsb*/-webkit-border-radius:3px;}
.FBConnectButton_Small .FBConnectButton_Text {padding:2px 2px 3px !important;-moz-border-radius:3px;-webkit-border-radius:3px;font-size:8px;}

Tweet

Share

{lang: 'en-US'}

Widgets

জিয়া ভাই এর আগে ও আপনার পোষ্ট দেখেছি আপনি চমৎকার লেখেন ! আজকেরটা ও ব্যতিক্রম নয় ।।

তবে আএই পোষ্টটি “ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্ট” এ বিভাগ দিলে পরবর্তিতে পোষ্ট খুজে পেতে সুবিধে হবে ।।

কোডগুলো নোটপ্যাডে কপি-পেষ্ট করে কোথাও আপলোড করে লিংক দিন।লেখা অনেক ভাল হয়েছে।

ভাইয়া লেফট সাইডবার এ কি করে দেখাব।