ব্লগার.কম এর ব্লগে Wibiya Bottom Bar ব্যবহার করু

bottom barব্লগার এ খোলা ব্লগের মাথার উপরে যে বার থাকে তাকে ন্যাভবার বলে। কিন্তু যদি এমন হতো যে ব্লগের নিচেও একটি বার রাখা গেল। আর তাতে এমন কিছু রাখা হলো যা উপরের ন্যাভবারে রাখা সম্ভব নয়। হ্যাঁ, ঠিক এই রকম একটি বারের খবর আজ আমি আপনাদেরকে দেব।

এই বটম বারটি থেকে আমরা একাধিক সুবিধা পেতে পারি। যেসব সুবিধা পাওয়া যাবে তার তালিকা নিম্নরূপ:
ব্লগারের নিচের লাগানো যায় এমন বটম বার আমরা পেতে পারি http://wibiya.com/ নামক ওয়েবসাইট থেকে। ধারাবাহিকভাবে পদ্ধতিগুলো জানাচ্ছি।How to use bottom bar in blogger blog.

  • প্রথমে Wibiya.com সাইটে গিয়ে আপনার নাম ঠিকানা, ইমেইল ঠিকানা (Email address), ব্লগ ঠিকানা (Blog URL) ইত্যাদি দিয়ে রেজিস্ট্রেশন করুন। সঙ্গে সঙ্গে আপনি লগইন করতে পারবেন না। দু'একদিন দেরী করতে হবে। তারপর তারা আপনার দেয়া ইমেইল ঠিকানায় একাউন্ট তৈরি হবার মেসেজ জানিয়ে ইমেইল পাঠাবে।They will inform you later.
  • এবার লগইন করার পর মাত্র ৪টি ধাপ পার হয়ে আপনি বটম বারটির কোড পাবেন। ধাপগুলো হলো: 1.Create A Account 2. Select A Theme 3. Select Your Apps 4. Get It Now.
  • এদের মধ্যে ১ম ধাপটি আপনি পূর্বেই সম্পন্ন করেছেন।
  • দ্বিতীয় ধাপে আপনার ব্লগের রঙের সাথে মিলিয়ে একটি থীম পছন্দ করতে হবে। নিচের ছবি দেখুন।
  • ব্লগের সাথে রঙ মিলিয়ে বাছাই করার পর Next লেখা বোতামে চাপুন।
  • এখানে আপনি কোন প্লাটফরমে ব্লগের জন্য বটম বার লাগাতে চাচ্ছেন, তা নির্বাচন করুন।
  • এটা আপনার একাউন্টের ড্যাশবোর্ড। এখানে প্রয়োজনীয় ঘরগুলো তথ্য দিয়ে পুরণ করুন। অর্থাৎ আপনার টুইটার একাউন্টের নাম, ফেসবুকের ঠিকানা, নতুন নোটিফিকেশনের বাক্যগুলো, ব্লগের ফীড ঠিকানা ইত্যাদি দিন।Put your desired information here.
  • এবার HTML কোডটি সংগ্রহ করে নিয়ে তা আপনার ব্লগের একটি নতুন HTML Gadget এর মধ্যে স্থাপন করুন।Now collect the html code from this site.
  • সেভ করুন।Now save your blogger blog.
  • এই বটম বারটি লোড হতে একটু সময় নেয়। তাই প্রদত্ত কোডের মধ্যে সামান্য একটু পরিবর্তন করতে হবে।It takes some more time to load, so you need to do some tweaks.
  • <script src='http://toolbar.wibiya.com/toolbarLoader.php?toolbarId=XXXXXX&pl=1' type='text/javascript'></script>
  • বুঝতে পেরেছেন নিশ্চয় যে আপনাকে দেয়া কোডের মধ্যে XXXXXX লেখার মধ্যে আপনার ইউজার আইডি থাকবে। এর পরপর &pl=1 লিখে দিন। তারপর কোডটি ব্লগের মধ্যে স্থাপন করুন। এবার একটু হলেও আপনার ব্লগের লোডিং টাইম বাড়বে।

লেখা ও ছবিগুলোর মূল লিংক http://www.amaderbook.tk

Level 0

আমি The Search। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 445 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thank u vaiya