আমি কখনো ভাবিনি টেকটিউনস তাদের টিউনারদের (ব্লগারদের) এত এত ভালোবাসে। এটা শুধু আমি জানি কিন্তু আপনারা হয়তবা অনেকেই তা জানেন না। তাইতো টেকটিউনস এর ভালোবাসা আমি সবার মাঝে বিলিয়ে দিলাম। আমি আগে থেকে জানি টেকটিউনস বিশ্বের মধ্যে সবচেয়ে বড় প্রযুক্তি।
কিন্তু কখনো জানতে বা বুঝতে চাইতাম না কেন টেকটিউনস বিশ্বের মধ্যে বড় প্রযুক্তির সোসিয়াল নেটওয়ার্ক? শুধু মনে করতাম এখানে ফুল ভার্সন এর সফটওয়্যার বেশি পাওয়া যায় তাই হয়তবা টেকটিউনস কে বিশ্বের মধ্যে বড় প্রযুক্তির সোসিয়াল নেটওয়ার্ক বলা হয়। কিন্তু আমি আজ বুঝতে পারছি কেন টেকটিউনসকে বিশ্বের মধ্যে বড় প্রযুক্তির সোসিয়াল নেটওয়ার্ক বলা হয়। আমি আজ বলবো ফুল ভার্সন এর সফটওয়্যার এর কারণে টেকটিউনস বিশ্বের মধ্যে বড় প্রযুক্তি নয়। মূল কারণ হচ্ছে আমাদের (টিউনারদের) প্রতি টেকটিউনস এর গভীর ভালোবাসা এর একমাত্র মূল কারণ।
আমার এই টিউনএ যদি কেও একটি টিউমেন্টও না করে তারপরও আমার এই টিউন আমার জীবনের সেরা টিউন কারণ আমার এই টিউন এ জড়িয়ে আছে শত শত ভালোবাসা।
I love you Techtunes
টেকটিউনস সোসিয়াল নেটওয়ার্কের টিউডার ও টিউনার ভাইরা কেমন আছেন? আমি মোটামুটি ভালো আছি।আমার বেশিরভাগ টিউন গুলোতে আপনাদের অনেক সারা পাচ্ছি। এতে আমার অনেক ভালো লাগছে।আমি জানি যে আমি খুব একটা ভালো লিখতে পারিনা তারপরও আপনারা যে আমার টিউন খুব মনোযোগ দিয়ে পরেন ও টিউমেন্টকরেন এতে আমার খুব ভালো
লাগে। আমরা অনেকেই পার্সোনাল বা বিজনেসের জন্য ওয়েবসাইট খুলতে চাই। সেটি যেকোনো ধরনের হতে পারে।কিন্তু ওয়েবসাইট বানানোর আগে কিছু জিনিস আপনাকে জানতে হবে তারপর এগুতে হবে। একটা কাজ জেনেশুনে করাটা সবচেয়ে ভালো।
কিছু কিছু ওয়েবসাইট থেকে ডোমেইন (আপনার ওয়েবসাইটের নাম)এবং হোস্টিং (আপনার ওয়েবসাইটের জায়গা) নেওয়া নিরাপদ ও কিছু কিছু ওয়েবসাইট থেকে ডোমেইন (আপনার ওয়েবসাইটের নাম)এবং হোস্টিং (আপনার ওয়েবসাইটের জায়গা) নেওয়া নিরাপদ না।
কেননা আপনাকে আগে দেখতে হবে যে আমি যেখান থেকে ওয়েবসাইট নিবো তাদের অবস্থান কি ?এখন তাদের ওয়েবসাইটই যদি হাক হয়ে যায় তাহলে তো আপনার সব গেলো। আমি আমার আগের ব্লগে আপনাদের জেনুইন ওয়েবসাইট চেনা শিখিয়ে ছিলাম।
আপনি আইডি ভেরিফিকেশন করা ওয়েবসাইট থেকে যদি আপনার ওয়েবসাইট নেন তাহলে আপনি অনেক সুবিধা পাবেন। যেমন -আপনার ওয়েবসাইট হাক হবার সম্ভাবনা থাকবেনা,আপনি অনেক ধরনের সুযোগ-সুবিধা পাবেন,আপনার ওয়েবসাইট সবাই সহজে খুঁজে পাবেন। অনলাইনে অনেকে জায়গা থেকে ওয়েবসাইট খোলা যায়। আমি এদের মধ্যে থেকে কিছু ওয়েবসাইটের ঠিকানা দিবো যেসব ওয়েবসাইট আইডি ভেরিফিকেশন করেছে ও জেনুইন।
ডোমেইন ও হোস্টিং এর জন্য বেস্ট কোয়ালিটির ওয়েবসাইট
এখন কথা হলো আমি একটু আগে বলেছি -এই সব ওয়েবসাইট থেকে আপনি নিজের জন্য ওয়েবসাইট খুললে আপনার ওয়েবসাইট সহজে খুঁজে পাওয়া যাবে।কিন্তু এখানে একটা কথা আছে- এর জন্য আপনাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন(সিইও)এর কাজ জানতে হবে। অর্থাত আপনার ওয়েবসাইটে কিছু সিইও এর কাজ করতে হবে।
আপনারা চাইলে আমি "সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন" কিভাবে শিখা যায় ও নিজের ওয়েবসাইটে কিভাবে সিইও করতে হয় তা নিয়ে আমি একটা বিস্তারিত টিউন দিবো। আপনারা আগে ওয়েবসাইট নেন তারপর দেখি আমি সামনে সপ্তাহে সিইও এর টিউন দিবো।
একটা কথা মনে রাখবেন আমি যা করি তা আমি আপনাদের ভালোর জন্যই করি এবং সবসময়ই করবো।আমি আপানাকে পথ দেখাবো আপনি আমাকে ও অন্যজনকে পথ দেখাবেন। এটাই সাভাবিক হওয়া উচিত।
আর বেশি কিছু লিখলাম না। আপনারা উপরের যেকোনো ওয়েবসাইট থেকে ওয়েবসাইট খুলে নেন। আমি যেসব ওয়েবসাইটের ঠিকানা আপনাদের দিয়েছি তা সবগুলোই খুবই ভালো। আপনারা মোবাইল এর জন্য ওয়েবসাইট খুললে উপরের ওয়েবসাইট থেকে ফ্রী খুলতে পারবেন কিন্তু এটি আমি শিরোনামে দিবনা। কেননা আমি চাই মানুষকে ফ্রী এর আশা দেখিয়ে আমার টিউন পরাবনা। যারা আমার টিউন পরে ও কিছু শিখতে চায় তারা এমনিতেই আমার টিউন পড়বে। আপনারা অনেকেই আমার টিউন পরেন কিন্তু টিউমেন্ট কম। তাই দেখে আমি টিউন করা কমে বা বাদ দেই নি। কেননা আমি জানি আমি একদিন আমার টিউন এর জন্য শত শত টিউমেন্ট পাবো। এবং আমি সেইদিনটার কথা ভেবেই টিউন করে যাচ্ছি।
আপনারা সবাই ভালো থাকবেন। এবং যে কোনো সমস্যা হলে আমাকে মেসেজ দিবেন(কমান্ডের মধ্যে)। আমি যতটুকু পারবো আপনাকে সহযোগিতা করার চেষ্টা করবো।
আমি নেট সাগর। CEO, Best Social Plan, Bogra। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 696 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন অজানা পথের পথিক। সারাদিন ইন্টারনেটের মধ্যেই ডুবে থাকি। আমার ওয়েবসাইট: https://bestsocialplan.com/
আরো ভেরিফিকেশন ওয়েবসাইটের ঠিকানা আমার ব্লগ সাইট http://www.cj-bd.blogspot.com এ দেওয়া আছে