গুগল ওয়েভের ম্যাজিক! গুগলের সবচেয়ে ঝাকানাকা প্রোডাক্টের রিভিউ!

গুগল ওয়েভ কি, এটা পোস্টের শেষের দিকে আছে, হালকা পাতলা :)

গুগল ওয়েভ আসার পর এটার কুঊঊঊঊঊল সব ফিচারগুলা দেখে আর তর সইছিলো না! সাথে সাথেই গুগল ওয়েভে সাইনাপ করার জন্য উঠে পড়ে লাগলাম! কিন্তু একি..... /:) গুগল ওয়েভ আপাতত: সবাইকে একাউন্ট দিচ্ছে না.... বেটা টেস্টিং এর জন্যই মনে হয়, শুধুমাত্র ডেভেলপারদেরই গুগল ওয়েভের একাউন্ট দিচ্ছে। :(

মনটাই খারাপ হয়ে গেল, তাও একটা টেরাই মারলাম। সাইনাপ করলাম, আর বললাম যে আমি অনেক গিয়ানী লোক, গুগল ওয়েভের ডেভেলপমেন্টে আমি উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম! B:-) =p~ =p~ আমার জ্ঞানী কথাবার্তায় গুগল ভুলবে এটা আশা করি নাই, আর আশা সফলও হয় নাই। তাই কি আর করা, বসে বসে এক ঘন্টা বিশ মিনিটের গুগল ওয়েভের ভিড্যুটা দেখতে লাগলাম।

ভিড্যু দেখে মাথার তার সব আরো আউলা ঝাউলা হয়ে গেল। এটা কি! ম্যাজিক নাকি! যারা এখনো দেখেন নি ভিডিওটা, যেভাবেই পারেন দেখে নেন। লিংক এইখানে। অনেক লম্বা ভিডিও, নেটের স্পিড বেশি থাকলে ডাউনলোডান, অথবা নেট স্পিড বেশি এমন কারো কাছ থেকে ডাউনলোড করিয়ে নিন। ভাবছেন পস্তাবেন কিনা? আরে মিয়া, এই ভিডিও দেখে টাশকি না খাইলে সব দুষ আমার! B-)

যাইহোক, আজ সকালে মেইল চেক করতে গিয়ে মজার জিনিস দেখলাম, আমার বড়ভাই গুগল ওয়েভের একাউন্ট পেয়েছে, উনি আমাকে ইনভাইটেশন করায় এখন আমারও আছে গুগল ওয়েভ একাউন্ট! B-)B-)B-) । খুশি আমার আর দেখে কে! সাথে সাথে গুতোগুতি করতে লেগে গেলাম। এই মুহূর্তে চেনাজানা কেউই গুগল ওয়েভে নেই বলে আমার হোমপেইজটা ফাকা ফাকা লাগছে একটু, তারপরও দেখুন একটা স্ক্রীনশট-

বড় করে না দেখলে মিস করবেন: Click This Link

গুগল ওয়েভের এক ঘন্টা বিশ মিনিটের চমকগুলো লিস্ট করে পোস্ট দেওয়া মোটামোটি অসম্ভব। যারা গুগল ওয়েভের কিছুই জানেন না, তাদের জন্য তাই কিছু প্রাসঙ্গিক বাতচিত করুম এখন ;)

ওয়েভ কি?

গুগল ওয়েভ শুনলেই যেই জিনিসটা সবার আগে মাথায় আসবে- সেটা হল 'real-time communication'। রিয়েল টাইম ব্যাপারটা কি? আপনি এখন সাতটা পাচ মিনিটে যে কাজটা করবেন, আপনার বন্ধুবান্ধব বা অন্য কেউ ঠিক সাতটা পাচ মিনিটেই জানতে পারবে যে আপনি ঐ কাজটা করেছেন! মেসেঞ্জারের চ্যাটকে তুলনা করতে পারেন রিয়েল টাইমের সাথে, কিন্তু ওটা আসলে রিয়েল টাইমে হয়না, বেশ কিছুক্ষণ পরে ইভেন্টগুলো দেখা যায়। অমুক ইজ টাইপিং এ মেসেজ..... /:)

গুগল ওয়েভ তৈরি করা হয়েছে communication আর collaboration এর জন্য। আপনি বন্ধুবান্ধব, কলিগ বা ফ্যামিলির সাথে কথাবার্তা বলবেন, আবার কলিগদের সাথে গুরুত্বপূর্ণ কোন ডকুমেন্ট নিয়ে কাজও করবেন একইসাথে। সবচেয়ে মজার ব্যাপার হল, কোন ডকুমেন্টের যেকোন লাইনে আপনি/যে কেউ যেকোন সময় লাইভ এডিট করতে পারবেন, আর সেটা অন্যরা দেখবে রিয়েল-টাইমে! কাজকর্ম করা এত সহজ কি আগে কখনো হয়েছে এর থেকে? :)

কি নিয়ে কাজ করবেন? সিম্পল প্লেইন টেক্সট থেকে শুরু করে ছবি, ফ্ল্যাশ, ভিডিও, ম্যাপ, কোড, সব!!! যেকোন কিছু যোগ করা যাবে আপনার ওয়েভে! যোগ করতে কষ্ট?? ড্রাগ-ড্রপ আছে কি জন্য? ডেস্কটপ থেকে কোন ছবি/ফাইল টেনে এনে ফেলে দিন ওয়েভের ওপর, রিয়েল-টাইমে সেটা আপনার ওয়েভে যোগ হয়ে যাবে, আর আপনি যাদের সাথে ঐ ওয়েভটি নিয়ে কাজ করছেন, তারা সবাই দেখতে পারবে রিয়েল টাইমে। :)

ধরুন, আমি একটা নতুন স্ট্যাটাস দিলাম, যেটার বিষয় বস্তু এরকম: বাংলাদেশে কম্পু সাইন্সের ২৫ বছর পূর্তি হচ্ছে, ইয়াহু! আমার দেয়া স্ট্যাটাসটা, মুক্ত বয়ান ভাই আপডেট হিসেবে দেখতে পেল। উনি আমার ওয়েভটায় যোগ করলেন বুয়েট তো এবার ধুমধাম করে পচিশ বছর পূর্তি সেলিব্রেট করবে। মুক্ত_বয়ান ভাই যেহেতু আমার ওয়েভে নতুন কিছু যোগ করেছেন, আমি সেটা দেখতে পারবো রিয়েলটাইমে। আমি ওনার কমেন্টেই লাইভ রিপ্লাই দিলাম, আরো কয়েকজন কে জানাই চলেন! আমরা ধুমধাম করে মানুষদের আমাদের ওয়েভে ইনভাইট পাঠাতে লাগলাম! B-) ভাঙ্গা পেন্সিল ভাইও ধরেন গুগল_ওয়েভ ইউজ করেন। তিনি যখন তার একাউন্টে ঢুকবেন, নতুন ওয়েভের মধ্যে আমাদের তৈরি করা ওয়েভটা দেখতে পাবেন। ভাঙ্গা পেন্সিল ভাই পুরা শিডিউলটাই দিয়ে দিল ঐ ওয়েভে। এরপর বোহেমিয়ান কথকথা ভাই দেখলো ওয়েভ টা। উনি কালচারাল প্রোগ্রামের পুরা প্ল্যান প্রোগ্রাম তুলে দিল ওয়েভে। অন্য কেউ এসে ধুমধাম ছবি, ভিডিও যোগ করা শুরু করলো। এরপর ওয়েভটা দেখে ফারহান ভাই তার ব্লগে পোস্ট করে দিল পুরাটাই! হ্যা, দুই একটা ক্লিক করেই! আর অবশ্যই, লাইভ!!!

ট্রেডিশনাল মেইলে আপনি কি করেন? মেইল লেখেন, সেটা প্রাপকের কাছে যায়। যাকে মেইল করলেন, সে চাইলে রিপ্লাই দেয়। একটা মেইল গ্রুপ করে আবার অনেকজনের কাছে পাঠানো যায়। যেটা করা যায়না সেটা হল: রিয়েল টাইমে মেইলের যে-কোন জায়গায় এডিট বা রিপ্লাই! হ্যা, গুগল ওয়েভে আপনি প্রতিটা অক্ষরের গায়ে কমেন্ট দিতে পারবেন! এডিট করতে পারবেন! আর পারবেন যেকোন সময় যেকোন কাউকে ঐ ওয়েভে এড করতে! ধরুন, এতক্ষণে আমার মনে হল, আকাশ_পাগলাকে তো '২৫ বছর পূর্তি উৎসবের' কথা জানানোই হয়নাই! :-* আমি ঝটপট ওকে ইনভাইটেশন পাঠালাম। পাগলা কি কোন কনভার্শেসন মিস করলো? একটাও না! গুগল ওয়েভে আছে হিস্টোরি স্লাইডবার! স্লাইডবার টানুন, আর জানুন- কে কখন কোথায় কোন পয়েন্ট টা এডিট করেছে, কমেন্ট দিয়েছে! এটা'র আরেকটা সুবিধা হল, শেয়ার করা ডকুমেন্টে কেউ যদি কোনকিছু মুছে দিয়ে নতুন কিছু যোগ করেও থাকে, আমরা স্লাইডবার টেনে প্রিভিউ দেখতে পারবো কে কখন কোন জায়গায় হাত দিয়েছে! :D

এবার চলুন, আমার গুগল ওয়েভ একাউন্টের সেই স্ক্রীনশট-টাই একটু ঘভেষণা কইরা দেখি! :-B

ছবি - ১: একটি স্যাম্পল ওয়েভ। দেখতেই পারছেন, আপনি যেকোন জায়গায় এডিট/নতুন কিছু যোগ করতে পারবেন।


বড় করে দেখার জন্য এখানে

ছবি নাম্বার দুই: রিয়েল টাইম এডিট

ফটুতে দেখতেই পারছেন, আপনার সহযোগীদের করা নতুন আপডেট গুলো রিয়েল টাইমে আপনি দেখতে পারবেন আপনার একাউন্টে! যেমন, cool লেখার সময় যখন কেউ c প্রেস করবে, আপনি সেই c দেখতে পারবেন সাথে সাথেই!

এতক্ষণ যেই বকবক গুলো করে সবার মাথা ধরালাম, সেটা সেই এক ঘন্টা বিশ মিনিটের ভিডিও'র প্রথম পাচ-দশ মিনিট মাত্র! তাহলে এবার চিন্তা করুন, কি পরিমাণ বিস্ময় আপনার জন্য ওয়েট করতেছে!

হেপ্পি ওয়েভিং! B-)

Google Wave is an online tool for real-time communication and collaboration. A wave can be both a conversation
and a document where people can discuss and work together using richly formatted text, photos, videos, maps, and more.

একই সাথে সামহোরাইন ব্লগ ও টেকটিউনসে প্রকাশিত

Level 0

আমি অন্যসময়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আমাকে একটা invitation

    আমি ইনভাইটেশন পাঠানোর এক্সেস পাইনি 🙁

Level 0

তত্থ্যবহুল টিউন দেয়ার জন্য ধন্যবাদ। Google Wave নিয়ে সবার উৎসাহ দেখে gmail এর কথা মনে পরে গেলো। gmail এর একটা invitation পাওয়ার জন্য কত সাইট খুজতে হয়েছিলো, তাই আমি এবার আর সময় নষ্ট করতে রাজী না। I guess its a small trick of google to create demand. Eventually everyone will get the account, its google’s headache to get users, not ours.

    ব্যাপারটা ঠিক সেরকম না, গুগল ওয়েভ এখনো বেটা….. বাগ আছে অনেক। এজন্যই সবাইকে দিচ্ছে না।

    ফুল রিলিজ হলে সবাইকে একাউন্ট দেয়া হবে নিশ্চয়ই!

    আমার ব্লগে স্বাগতম 🙂

ভাই!
আমিও গুগল ওয়েভ এর ইনভাইটেশন পাইছি!
প্রথম প্রথম কিছুই বুঝি নি!
কিন্তু আস্তে আস্তে সব বুঝে ফেলছি…

এটা তো দারুননসসস হবে!
গুগল ফাটাবে এবার!

চ্যাট এর জন্য এরচেয়ে বেশী কিছুর দরকার নেই!

ইয়াহুর তো মাথায় হাত! হেহেহে!

    :D:D:D:D

    আমার কিন্তু গুগলের সব প্রোডাক্টই বস লাগে…
    যেমন হল ক্রোম!
    এরমত ফাস্ট ব্রাউজার আর একটাও নাই!
    প্রথম প্রথম একটু বাংলায় সমস্যা থাকলেও এখন তাও নেই!
    জয়তু গুগল!

A INVANTION PLEASE

ধন্যবাদ