নিচের ছবিটা দেখুন।
এটি একটি সাধারন contact form
লার বৃত্ত দ্বার চিহ্নিত অংশটা দেখুন। text box এর ঐ চিহ্নের মানে box টি drag করে বড় করা যায়।
এটির উপকারিতা অবশ্যই আছে। আপনি যখন অনেক কিছু লিখবেন box একটু বড় করে নিলে সুবিধা।
কিন্তু এটিকে নিচের দিকে বড় না করে ডানেও বড় করা সম্ভব আর তার ফলাফল ওয়েব সাইটের ডিজাইন নষ্ট হয়ে যায়। নিচের ছবিটা দেখুন।
কিভাব এই drag option বন্ধ করা যায়? খুবই সহজ।
এটি যদি আপনার ফরম এর কোড হয়
<textarea id="comment" name="comment" rows="10" cols="4"></textarea>
তাহলে নিচের inline css দিয়ে দিন অথবা external css যুক্ত করে দিতে পারেন।
resize:none;
উদাহারন:
<textarea id="comment" style="resize:none;" name="comment" class="text-area required" rows="10" cols="4"></textarea>
আমি সামির কবির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 130 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Freelancer web designer !
Thanks 😀