নতুন নতুন যারা সাইট বানাতে চায় তাদের অনেকেই এবং অনেক এক্সপার্টরাও এক্সপারিমেন্টের জন্যে বিভিন্ন ফ্রি হোস্টিং খুজে থাকেন। তবে দ্বিধা দন্দের কারণে ভালোটি হয়ত বেছে নেয়া হয়না। আসলেই সবারই চাই ফ্রি, ফিচার সমৃদ্ধ এবং হ্যান্ডি কিছু হোস্টিং সার্ভিস। সেগুলো খুজে বের করাটা একটু মুশকিলেরই বটে। তবে আজ টিউনার বন্ধুদের জন্যে সেরকমই কিছু ফ্রি হোস্টিং সার্ভিসকে তুলে ধরার চেস্টা করব –
এই সার্ভিস দাতাদের মতে, আপনি যদি আপনার সাইটে গুগলের ফ্রি এ্যাডের কারণে বিরক্ত হয়ে থাকেন, তাহলে এরাই আপনাকে চেজ্ঞ এনে দিতে পারবে। আপনি হোম মেকার অথবা বিজনেস ম্যান যে ই হোন না কেন ..... স্মুথলি সাইটের বিল্ড এবং হোস্টিং করতে এদের সহযোগীতা নিয়ে দেখতে পারেন।
আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...
tHaNx TinTin vAi……… 🙂
[N.B-bRo….apnar kase tinTin er Comics ebOOk ase? ThaklE link ki pailte pari?shobchaye valo hoi jodi Banglai TinTin er kisu ebOOk pai…. :)]