বাতাসের সাথে সাথে মনে হচ্ছে হাজার হাজার ডাটা (তথ্য) চারপাশে ভাসছে। Google কে চিনিনা এমন মানুষ কম আছে। যে একে সঠিক ভাবে ব্যবহার করতে পেরেছে যে জানে এটা কি জিনিস। তো যারা Google কে সঠিক ভাবে ব্যবহার করতে পারেন নাই তাদের জন্য সহজ করে গাইড লাইন দিলাম। যা থেকে যেকেউ খুব সহজে ঘরে বসে বসেই ওয়েব ডেভলপমেন্ট শিখতে পারবে।
তবে গাইড লাইনের আগে বলে নেই। অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে সব টিউটোরিয়াল পড়তে হবে। শুধু পরলে হবে না পড়ার সাথে সাথে যেগুলো প্র্যাকটিস করতে হবে। প্রথমেই NotePad++ সফটওয়্যারটা ডাউনলোড করে নিন। এটা আপনার প্র্যাকটিস করাতে সুবিধা হবে। যেকোন ধরনের কোড এই সফটওয়্যার এর মাধ্যমে লিখতে পারবেন সাথে আরও অনেক সুবিধা পাবেন। এটার বিস্তারিত তে নাইবা গেলাম কারন এটা সম্পর্কে মোটামুটি সবাই জানে। তো ডাউনলোড করুন – NotePad++
এবার যারা আমার লেখা ওয়েব ডেভলপমেন্ট এর গাইড লাইনটি পড়েন নি তারা একবার পরে আসুন কি কি শিখা প্রয়োজন ওয়েব ডেভলপারের জন্য। গাইড লাইনঃ ওয়েব ডেভলপার হতে চাই
কি দেখেছে ??? এবার শিখা শুরুঃ
নিচের সাইটগুলোতে বেশ ভাল মানের টিউটোরিয়াল আছে। এগুলো থেকে ধারাবাহিক ভাবে শিখা শুরু করতে পারেন। শিখবেন কিভাবে শুধু রিডিং পড়ে পড়ে ? অবশ্যই না। যেই কোডটি পরবেন সেটা সাথে সাথে নোটপ্যাড++ এর মাধ্যমে প্র্যাকটিস করবেন।
HTML Tutorial Web Sites
http://www.w3schools.com/html/default.asp
http://www.learn-html-tutorial.com
CSS দুই ধরনের হয়ে থাকে ১.Internal CSS ২.External CSS এই দুই ধরনের মধ্যে অবশ্যই প্র্যাকটিস করবেন এবং শিখবেন External CSS টা আর Internal টা সম্পর্কে একটু ধারনা নিলেই হবে।
CSS Tutorial Web Sites
http://www.w3schools.com/css/default.asp
http://www.learn-css-tutorial.com/
জাভাস্ক্রিপ্ট !!! কি খুব কঠিন একটা জিনিস কেমন কেমন জানি লাগে তাই না ? নিচের সাইট গুলো থেকে শুধু বুঝে নিন কোনটার কাজ কি। এতে আপনি আপনার মত করে এডিট করতে পারবেন কোডগুলো। আর পর জাভাস্ক্রিপ্ট এর ফ্রেমওয়ার্ক jquery.com থেকে jQuery এর টিউটোরিয়াল গুলো দেখেন কিভাবে কোন কোড ব্যবহার করতে হয়।
JavaScript Tutorial Web Sites
http://www.w3schools.com/js/default.asp
http://www.tizag.com/javascriptT/
http://www.learn-javascript-tutorial.com/
http://www.quackit.com/javascript/
PHP এর পিছনে অনেক সময় দিন। ভাল ভাবে রপ্ত করুন PHP কে। অনেক কাজে দিবে। নিচের সাইট গুলো থেকে PHP শিখুন।
PHP Tutorial Web Sites
http://www.w3schools.com/php/default.asp
http://www.learnphp-tutorial.com/
http://www.quackit.com/php/tutorial/
ডাটাবেজ কে কন্ট্রোল করার জন্য ও ডায়নামিক সাইট বানানোর জন্য SQL কে ভাল ভাবে শিখুন। এগুলো কিন্তু জাভাস্ক্রিপ্ট এর মত শুধু বুঝলে হবে না। এগুলোকে ভাল ভাবে রপ্ত করতে হবে।
SQL Tutorial Web Sites
http://www.w3schools.com/sql/default.asp
http://www.tizag.com/mysqlTutorial/
http://www.quackit.com/sql/tutorial/
http://www.learn-sql-tutorial.com/
ওয়ার্ডপ্রেস কি তা নতুন করে কিছুই বলা লাগবে না। খুবই মজার একটি জিনিস। কম সময়ে কম কষ্টে সাইট বানানো যায় এটা দিয়ে। ওয়ার্ডপ্রেস নিয়ে টেকটিউনস এ অনেক টিউটোরিয়াল আছে এগুলো থেকে শিখতে পারেন। আমার করা ভিডিও টিউটোরিয়াল গুলো দেখতে পারেন – ওয়ার্ডপ্রেস ভিডিও টিউটোরিয়াল
Hosting সম্পর্কে ধারনা নেওয়া কোন ব্যাপারই না। যেটা জানতে চান YouTube এ গিয়ে শুধু সার্চ দেন। যেমন আপনি যদি কিভাবে সাব ডোমেইন বানাতে হয় জানতে চান। YouTube এ গিয়ে সার্চ দিন “How to create sub domain” অথবা Cpanel Tutorial লিখে সার্চ দিলেও সিপ্যানেল বা হোস্টিং সম্পর্কিত টিউটরিয়াল পাবেন।
এই তো মোটামুটি শেষ হয়ে গেল গাইড লাইন। তো দেরি কিসে ? এখনই শিখা শুরু করে দিন।
আর কেউ যদি কম সময়ে, সহজে ব্যাক্তিগত ভাবে শিখতে চান বা যে কোন পরামর্শ চান যোগাযোগ করতে পারেন। ফেসবুকে ইনবক্স করুন - ফেসবুক
আমি হোসেন রাহাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 210 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রযুক্তিকে ভালোবাসি আর মানুষকে সাহায্য করতে পছন্দ করি তাই Blogging এর মাধ্যমে নিজের মনের ইচ্ছাকে পূরণ করার চেষ্টা করছি। আমাকে আরও জানতে Visit করুন -হোসেন রাহাত
অনেক ভালো একটা টপিক নিয়ে লিখেছেন। তবে একটা বাংলা টিউটোরিয়াল সাইট আছে (কোনটা আমার ঠিক মনে নেই ) সেটার লিঙ্ক দিয়ে দিলে সবার জন্য আরও ভালো হত । আপনাকে ধন্যবাদ
ভাই এত্ত দিন পর,রাস্তা ভুল করে নাকি । যাহোক ভালো হয়েছে টিউনটা । ধন্যবাদ ।