অনেকদিন সামাজিক ব্লগে না লেখার কারনে আমার কাজের অনেক কিছুই জানানো হয়নি অনেককে। কিছু দিন আগে স্ক্রিন ক্যাপচার সফটওয়্যার দিয়ে সি-প্যানেলের ভিডিও টিউটোরিয়াল বানালাম। মূলতঃ কাজের প্রয়োজনেই এটা বানানো হয়েছিল। অনেকে ওয়েব হোস্টিং নেওয়ার পরে সি-প্যানেল সম্পর্কিত ধারণা না থাকায় ঝামেলায় পরে এবং নিয়মিতভাবেই ফোন করতো। আর তাদের পেন ড্রাইভে ভিডিও দেওয়ার চিন্তা থেকেই কাজগুলো করা।
ফাইল ম্যানেজারঃ ওয়েব সাইট আপলোড
ফাইল ম্যানেজারঃ ফাইল ফোল্ডার তৈরী
ফাইল ম্যানেজারঃ জীপ ও আনজীপ করা
Fantastico De Luxe এর মাধ্যমে সিএমএস সেটআপ
আরো ভাল মান সম্পন্ন ভিডিও টিউটোরিয়াল তৈরী করে জানানোর প্রচেষ্টায় আছি। দোয়া করবেন। আল্লাহ হাফেজ।
টিউনটি লিখেছেন টিউটোহোস্টের সিইও মাহবুব টিউটো
আমি টিউটোহোস্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 162 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টিউটোহোস্ট বাংলাদেশের একটি জনপ্রিয় ওয়েব হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠান। যুক্তরাস্ট্র এবং যুক্তরাজ্য ভিত্তিক দ্রুতগতির বেশ কিছু ওয়েব সারভারে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিরাপদে সংরক্ষণ করা হয়। আমরা এদেশে ২৪ ঘন্টা এবং বছরে ৩৬৫ দিন অনলাইন এবং ফোন সাপোর্টের ব্যবস্থা রেখেছি। বাংলেদশসহ অনেক দেশের জনপ্রিয় ওয়েবসাইট আমাদের সারভার ব্যবহার করছে।
সিইও মাহবুব টিউটো bai দারুন হইছে যদি একটু বলতেন কিভাবে different software download korar janno ke babe C panel a file download korte hoy