অনলাইনে আপনার যাত্রা যদি শুরু করতে চান তাহলে প্রথমেই আপনাকেও বেচে নিতে হবে উত্তম CMS(কন্টেট মেনেজমেন্ট সিস্টেম) ঠিক যে রকম সার্ভিস চালু করতে চান তার জন্যে উপযুক্ত যা আপনার এবং ব্যবহার কারীদের চাহিদা মুটামুটি পুরন করতে সক্ষম।
আর তাই সঠিক CMS টি বেচে নিতে যদি ভুল করেন তাহলে যেকোন মুহুর্তে থেমে যেতে পারে আপনার অনলাইন যাত্রা, আপনার যাত্রায় কিছুটা সাহায্য করার জন্যে আমাদের সামান্য প্রচেষ্টা
সাধারনত আপনি যে CMS ব্যবহার করেন তা চালাতে গেলে দেখা যায় মাঝে মধেই ছোট খাট সমস্যায় পড়তে হয় এবং সাহায্যের জন্যে মাথা নষ্ট করতে হয়। ঠিক আপনি যে সমস্যা গুলোর সম্মুখিন হন তা আমাদের প্রশ্ন রাখতে পারেন এবং কোন প্রশ্নের উত্তর জানা থাকলে অন্যদের সাহায্য করতে পারেন
এছাড়া অনেকেই বিভিন্ন গ্রুপে একই প্রশ্ন বার বার করে তাই অনেকেই তার উত্তর দিতে চান না বা অন্য কোন লিঙ্ক ধরে দেন আবার কিছু সহজ সমস্যার সমাধান অনেকে সময় কাউকে পাওয়া যায় না।
আপনার অনলাইন প্লাটফরম যেভাবে সাজাতে চান ঠিক সেভাবে সাজাতে গিয়ে অনেক সময় অজানা কিছু থেকেই যায়, আর আপনি যেটা জানেন না ঠিক অন্যরা জানেন আর তাদের কাছে প্রশ্ন করে আপনার সমাধান নিতে পারেন খুব সহজেই যেমন
কোন টেমপ্লেট টা ব্যবহার করা খুব উপকারী হবে ?
কোন প্লগিন টা SEO এর জন্যে ভাল ?
আমার সাইটে এই জিনিস টা দেখাছে না ?
ই-কর্মাস সাইটের জন্যে কোন CMS টা ব্যবহার করব ?
আরো অনেক প্রশ্ন ঠিক আপনি যেটার সম্মুখিন হন
ফ্যান পেইজঃ
https://www.facebook.com/pages/CMSsolvercom/289803131110449
আপনাদের উপকারে আসলে আমাদের পরিশ্রম সার্থক মনে করব
সকলকেই ধন্যবাদ
আমি Nur Hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 102 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শিখে যাচ্ছি যা খুসি ভাল লাগে.... তাই ফেইসবুকে আমিঃ https://www.facebook.com/hasanrang05