ইন্টারনেট এক্সপ্লোরার অ্যালার্ট একটি ওয়ার্ডপ্রেস প্লাগইন। প্লাগইনটির জন্ম হয় ২০১১ সালের ০৪- নভেম্বর। কয়েকটি ধাপ পেরিয়ে এখন এটি অনেকটাই পরিপুর্ণ ! এটি যে ওয়ার্ডপ্রেস সাইটে ইনস্টল থাকে সে সাইট ইন্টারনেট এক্সপ্লোরার ওয়েব ব্রাউজার দিয়ে ব্রাউজ করলে নিচের মতো অ্যালার্ট মেসেজ দেয়।
এই মেসেজ টি ইন্টারনেট এক্সপ্লোরার অ্যালার্ট এর অ্যাডমিন প্যানেল এর সেটিং থেকে সহজেই পরিবর্তন করা যায়।
ডিফল্ট অবস্থায় এটি ইন্টারনেট এক্সপ্লোরার ৭ এবং এর আগের সংস্করণ গুলো সনাক্ত করে এবং অ্যালার্ট করে। এর পর OK তে ক্লিক করলে এটি প্রস্তাবিত ওয়েব ব্রাউজার গুলোর নাম সহ ডাউনলোড লিংক এর একটি ওয়েব পেইজ ওপেন করে।
এই ওয়ার্ডপ্রেস প্লাগইনটির একটি সেটিং পেইজ আছে যার সাহায্যে খুব সহজেই ঠিক করে দেয়া যায় যে এটি ইন্টারনেট এক্সপ্লোরার এর কোন সংস্করণের জন্য কাজ করবে। এর সেটিংস পেজটি দেখতে নিচের মতো।
প্লাগইনটি ওয়ার্ডপ্রেস এর প্লাগইন ডিরেকটরি তে দেয়া আছে। এটি ডাউনলোড করুন এই লিংক থেকে।
আমি শাহরিয়ার সরকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জানতে ও জানাতে চলে আসুন আমার সাইট কিভাবে,কম ( https://kivabe.com ) এ