ওয়ার্ডপ্রেস প্লাগইন – ইন্টারনেট এক্সপ্লোরার অ্যালার্ট

ইন্টারনেট এক্সপ্লোরার অ্যালার্ট একটি ওয়ার্ডপ্রেস প্লাগইন। প্লাগইনটির জন্ম হয় ২০১১ সালের ০৪- নভেম্বর। কয়েকটি ধাপ পেরিয়ে এখন এটি অনেকটাই পরিপুর্ণ !  এটি যে ওয়ার্ডপ্রেস সাইটে ইনস্টল থাকে সে সাইট ইন্টারনেট এক্সপ্লোরার ওয়েব ব্রাউজার দিয়ে ব্রাউজ করলে নিচের মতো অ্যালার্ট মেসেজ দেয়।

Internet Explorer Alert

এই মেসেজ টি ইন্টারনেট এক্সপ্লোরার অ্যালার্ট এর অ্যাডমিন প্যানেল এর সেটিং থেকে সহজেই পরিবর্তন করা যায়।

ডিফল্ট অবস্থায় এটি ইন্টারনেট এক্সপ্লোরার ৭ এবং এর আগের সংস্করণ গুলো সনাক্ত করে এবং অ্যালার্ট করে। এর পর OK তে ক্লিক করলে এটি প্রস্তাবিত ওয়েব ব্রাউজার গুলোর নাম সহ ডাউনলোড লিংক এর একটি ওয়েব পেইজ ওপেন করে।

Recommended Browser Download Link

এই ওয়ার্ডপ্রেস প্লাগইনটির একটি সেটিং পেইজ আছে যার সাহায্যে খুব সহজেই ঠিক করে দেয়া যায় যে এটি ইন্টারনেট এক্সপ্লোরার এর কোন সংস্করণের জন্য কাজ করবে। এর সেটিংস পেজটি দেখতে নিচের মতো।

Internet Explorer Alert Admin Area

প্লাগইনটি ওয়ার্ডপ্রেস এর প্লাগইন ডিরেকটরি তে দেয়া আছে। এটি ডাউনলোড করুন এই লিংক থেকে।

Level 2

আমি শাহরিয়ার সরকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জানতে ও জানাতে চলে আসুন আমার সাইট কিভাবে,কম ( https://kivabe.com ) এ


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস