হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে। সকলকে বাংলা নববর্ষের বাসি শুভেচ্ছা 😛
ইতিপূর্বে আমি আপনাদের মাঝে সবচেয়ে সহজ পদ্ধতিতে কিভাবে একটি পুর্নাংগ ওয়েবসাইট তৈরী করা যায় তা দেখিয়েছিলাম। নিশ্চই আপনারা আপনাদের নিজ নিজ পারসোনাল ওয়েবসাইট বানিয়ে ফেলেছেন এবং সাজিয়েছেনও অনেক সুন্দর করে। আজ আমি আপনাদের আর একটু সুন্দর করে সাজানোর জন্য কিভাবে খুব সহজে ফ্ল্যাশ তৈরী করে ওয়েবসাইটে যোগ করবেন তা দেখাব।
এই ফ্ল্যাশ মুলত আপনারা অনলাইনের একটি সাইট থেকে খুব সহজেই তৈরী করে নিতে পারবেন এবং নিজ নিজ ওয়েবসাইটে যোগ করে দিতে পারবেন। ফ্লাশটি মুলত শুধু ওয়েবনোডই নয় বরং আপনার যেকোন সাইটে ( যেমন জুমলা, ওয়ার্ডপ্রেস বা অন্যান্য) যোগ করতে পারেন।
তাহলে কথা না বাড়িয়ে চলুন কাজে নেমেপরা যাক। প্রথমেই এই সাইটে প্রবেশ করুন।
এরকম একটি পেজ পাবেন। ফ্লাশটি পছন্দ হলে ফ্লাশে ডানদিকের কোনায় get this flash এ ক্লিক করুন। না পছন্দ হলে নেক্সট বাটনে ক্লিক করে পরের ফ্লাশে যান।
পরবর্তী ধাপে আপনার ফ্লাশে কি কি লেখা যোগ করবেন তা লিখতে হবে। এখানে আমি যে ফ্ল্যাশ সিলেক্ট করেছি সেখানে তিন লাইনে লেখা যাবে। তাই টেক্সট বক্সে আমার পছন্দ মত লেখা যোগ করলাম।
সবশেষে নিচে Generate Animation বাটনে ক্লিক করুন।
কিছুক্ষন পর আপনাকে ইমবেড কোড দেবে। এটি কপি করে আপনার সাইটে নিয়ে গিয়ে পেস্ট করুন আপনার সাইটের ধরন অনুযায়ী। ওয়েবনোডের ক্ষেত্রে widgets>embedcode এ পেস্ট করুন।
এখানে গিয়ে প্রিভিউ দেখুন।
আশা করি করতে পেরেছেন। কারো কোন সমস্যা হলে অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।
আমি রাজিব আহসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 258 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বগুড়ার একমাত্র বানান ভূল সর্বস্ব লেখক
online ফ্ল্যাশ মেকার ! অনেকের কাজে লাগবে যারা adobe flash ঘাটতে ভয় পান , ধন্যবাদ শেয়ার করার জন্য